For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোর্চা কি একলা চলবে! নাকি এবার গাঁটছড়া তৃণমূলের সঙ্গে, স্ট্রাটেজি-বৈঠকে বিনয়

পঞ্চায়েত নির্বাচন দিন ঘোষণার পর রাজ্যের সমস্ত রাজনৈতিক দল যখন নিজের নিজের কৌশল স্থির করে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে, তখন হাত গুটিয়ে বসে রয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা।

Google Oneindia Bengali News

পঞ্চায়েত নির্বাচন দিন ঘোষণার পর রাজ্যের সমস্ত রাজনৈতিক দল যখন নিজের নিজের কৌশল স্থির করে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে, তখন হাত গুটিয়ে বসে রয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। দার্জিলিং ও কালিম্পংয়ে এবারও নির্বাচন নেই ঠিকই, কিন্তু নির্বাচন রয়েছে তরাই-ডুয়ার্সে। সেই তরাই-ডুয়ার্স নিয়ে এখনও মোর্চা স্ট্র্যাটেজি স্থির করে উঠতে পারেনি।

মোর্চা কি একলা চলবে! নাকি এবার গাঁটছড়া তৃণমূলের সঙ্গে, স্ট্রাটেজি-বৈঠকে বিনয়

[আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেলেই পদত্যাগ! নয়া সংকটে তৃণমূল দিশেহারা জঙ্গলমহলে][আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেলেই পদত্যাগ! নয়া সংকটে তৃণমূল দিশেহারা জঙ্গলমহলে]

জিজেএম সুপ্রিমো বিনয় তামাং জানিয়েছেন, তরাই-ডুয়ার্সের পঞ্চায়েত নির্বাচন নিয়ে তাঁরা কী কৌশল নেবেন, তা স্থির করতে কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকা হয়েছে। আগামী ৫ এপ্রিল মোর্চাপ কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। তারপরই স্থির হবে, তাঁরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন, নাকি একলা চলো নীতি নেবেন।

পাহাড়ে শান্তি ফেরার পরই বর্তমান মোর্চা নেতৃত্ব রাজ্যের শাসকদলের সঙ্গে গাঁটছড়া বেঁধে চলছে। খাতায়-কলমে জোট না হলেও মোর্চা সম্প্রতি বিজেপির সঙ্গে ছেড়ে তৃণমূলের সঙ্গেই পথ চলছে। তবে এখনও কোনও নির্বাচনেই দুই দল জোট বেঁধে লড়েনি। পাহাড়ে পুরসভা নির্বাচনে মোর্চার বিরুদ্ধে লড়াই করে একটি পুরসভা জিতেছে তৃণমূল। অন্য তিন পুরসভাতেও প্রতিনিধি পাঠিয়েছে।

এই অবস্থায় পঞ্চায়েতে যদি মোর্চা তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়ে, তা রাজ্য রাজনীতিতে এক অভিনব ঘটনা হবে। বিনয় তামাং অবশ্য এ ব্যাপারে ধোঁয়াশা তৈরি করে রেখেছেন। ৫ এপ্রিল কেন্দ্রীয় কমিটির বৈঠকের পরই তাঁদের চলার পথ স্থির করা হবে বলে মত প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য, তরাই-ডুয়ার্সের বহু এলাকাতেই মোর্চা শক্তিশালী।

[আরও পড়ুন: সর্বনাশা খেলায় জিততে পারবেন না 'ফ্যাসিস্ট' মমতা, পঞ্চায়েতের আগে হুঁশিয়ারি মুকুলের][আরও পড়ুন: সর্বনাশা খেলায় জিততে পারবেন না 'ফ্যাসিস্ট' মমতা, পঞ্চায়েতের আগে হুঁশিয়ারি মুকুলের]

English summary
Gorkha Janmukti Morcha call central committee meeting to decide panchayat election strategy. Binoy Tamang says this meeting decides about alliance with TMC in panchayat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X