For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির উসকানিতে মাও-কায়দায় মোর্চার আন্দোলন! ফের জ্বলছে পাহাড়

পুলিশকে ঢুকতে বাধা দিতেই রাস্তা কেটে জঙ্গলমহলের কায়দায় আন্দোলনে গুরুংপন্থীরা। প্রকাশ্যে বিজেপি নেতারা উসকানি দেওয়ায় পাহাড় আরও উত্তপ্ত হয়ে পড়ছে বলে অভিযোগ।

Google Oneindia Bengali News

শান্তির পাহাড়ে ফের ঘনিয়ে এল অশান্তির কালো মেঘ। জঙ্গলমহলের কায়দায় রাস্তা কেটে দেওয়া হল দার্জিলিংয়ে। এই ঘটনায় অভিযোগের তির গুরুংপন্থী মোর্চা সমর্থকদের দিকে। বৃহস্পতিবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিগ্রহের পর শুক্রবার রাস্তা কাটায় আবারও উত্তেজনা ছড়াল পাহাড়ে।

বিজেপির উসকানিতে মাও-কায়দায় মোর্চার আন্দোলন! ফের জ্বলছে পাহাড়

বৃহস্পতিবার রাতের অন্ধকারে পাহাড়ে অন্তত তিন জায়গায় রাস্তা কেটে দেওয়া হয়। পুলিশকে ঢুকতে বাধা দিতেই এই রাস্তা কাটা হয়েছে বলে অভিযোগ। প্রকাশ্যে বিজেপি নেতারা উসকানি দেওয়ায় পাহাড় আরও উত্তপ্ত হয়ে পড়ছে বলে অভিযোগ করা হয়েছে শাসকদলের পক্ষে। পর্যটনমন্ত্রী গৌতম দেব অভিযোগ করেন, কেন্দ্রের উসকানিতেই পাহাড়ে হিংসার কাজ করছেন বিজেপি নেতারা।

শুক্রবার ভোরে এই রাস্তা কাটার বিষয়টি গোচরে আসে প্রশাসনের। পাতালেবাস থেকে সিংলার মাঝে তিনটি জায়গায় রাস্তা কাটা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার দিলীপ ঘোষ-সহ বিজেপি নেতারা বিক্ষোভের মুখে পড়ে থানায় আশ্রয় নিতে বাধ্য হয়। বিজেপি রাজ্য সভাপতিকে নিগ্রহের ঘটনায় দু-জনকে গ্রেফতার করে পুলিশ। চন্দন থাপা ও সন্টাই গুরুংকে এদিন আদালতে পেশ করা হয়।

এরপর এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির সম্পাদক জয়প্রকাশ মজুমদার-সহ একাধিক নেতার বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের পাল্টা অভিযোগ করা হয়েছে দার্জিলিং থানায়। অভিযোগে দাবি করা হয়েছে, দিলীপবাবুর উপস্থিতিতে বিজেপি কর্মীরা বিক্ষোভকারীদের মারধর ও শ্লীলতাহানি করে। তারপরই বিক্ষোভকারীদের হাতে নিগ্রহের ঘটনা ঘটে। এই অবস্থায় শান্তির পাহাড় ফের জ্বলতে শুরু করেছে।

English summary
GJM again in hill movement for provocation of BJP leader. Gurung’s supporter get oxygen for Dilip ghosh’s hill tour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X