গরিবের হাতে টাকা দিন! করোনা সংকটকালে কেন্দ্রকে ফের পরামর্শ অভিজিতের
স্বল্প সময়ের জন্য হলেও, অর্থনৈতিক যন্ত্রণা কাটাতে গরিবদের হাতে বেশি অর্থ তুলে দিতে হবে। এমনটাই মন্তব্য করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনয়ক বন্দ্যোপাধ্যায়। করোনা জনিত অর্থনৈতিক সংকটে গরিবদের হাতে বেশি অর্থ তুলে দেওয়ার কথা তিনি বারে বারে বলেছেন।

এনকেয়ারের অনুষ্ঠানে অভিজিৎ
ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লায়েড ইকনোমিক রিসার্চের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি। দীর্ঘ মেয়াদি ভিত্তিতে সামাজিক সুরক্ষার প্রকল্পগুলিকে পুরোপুরি পরিবর্তনের ওপর জোর দিয়েছেন তিনি।

গরিবদের হাতে অর্থ তুলে দেওয়া স্বল্প সময়ের সমাধান
নোবেল জয়ী অর্থনীতিবিদ বলেছেন, স্বল্প সময়ের আর্থিক দুর্দশা কমাতে একমাত্র অস্ত্র সমাজের গরিবদের হাতে অর্থ তুলে দেওয়া। তিনি বলেন, যে অর্থ এখনও তুলে দেওয়া হয়েছে, তার থেকে অনেক বেশি অর্থ তুলে দিতে হবে।

নতুন যন্ত্রে বিনিয়োগ নয়
অভিজিৎ বিনয়ক বন্দ্যোপাধ্যায়ের মতে সরকারের উচিত নতুন যন্ত্রে বিনিয়োগের পরিবর্তে পার্সের স্টিংগুলিতে একটু আলগা করা।

কল্যাণ ব্যবস্থা নিয়ে নতুন করে চিন্তা করতে হবে
তিনি বলেছেন এমজিএনআরইজিএ স্পল্প মেয়াদি ধরলে হবে না, সরকারের উচিত হবে, সমগ্র কল্যাণ ব্যবস্থা নিয়ে নতুন করে চিন্তা করা।

দুর্নীতির টাকায় ফুলে ফেঁপে উঠছে তৃণমূলের নেতারা, জনতার দরবারে ফের আক্রমণ দিলীপের