For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভূত'-এর দখলে গোটা ভোট গণনাকেন্দ্র! তবলা বাজলেই ভিতরে কেউ গেয়ে উঠছে গান

এ যেন এক্কেবারে মুখে শোনা গল্পকথার মতো! বাইরে থেকে তবলা ,হারমোনিয়াম বাজলেই ঘরের ভিতর থেকে হাড় কাঁপানো সেই কণ্ঠস্বর! বাইরের বাজনা শুনেই ঘরের ভিতর থেকে কেউ গান গেয়ে উঠছেন।

Google Oneindia Bengali News

এ যেন এক্কেবারে মুখে শোনা গল্পকথার মতো! বাইরে থেকে তবলা, হারমোনিয়াম বাজলেই ঘরের ভিতর থেকে ভেসে আসছে হাড় কাঁপানো কণ্ঠস্বর! বাইরের বাজনা শুনেই ঘরের ভিতর থেকে কেউ গান গেয়ে উঠছে। যা শুনে আত্মারাম খাঁচা হওয়ার জোগাড়। এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের লোকসভা ভোটের একটি গণনাকেন্দ্রে। এমনই প্রতিবেদন উঠে আসে বাংলার প্রথম সারির এক সংবাদমাধ্যমে।

ভূত-এর দখলে ভোট গণনাকেন্দ্র! গান গাইলেই ভেতরে বাজছে তবলা

আগামী ২৩ মে সপ্তদশ লোকসভা ভোটের গণনা। সেদিন সারা দেশের সঙ্গে গণনা হবে পূর্ব বর্ধমানের এমবিসি ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং -এও। তবে তার আগে থেকেই এই গণনা কেন্দ্র ঘিরে 'ভূত' এর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বলা হচ্ছে, কেন্দ্রের ঘরগুলির ভিতর থেকে কানে ভেসে আসছে ঝুমুরের শব্দ। খানিকটা বলিউড ফিল্মের চিত্রনাট্যের সঙ্গে মিল খুঁজে পেলেও, এলাকায় আপাতত এই সমস্ত গল্পই মুখরোচক হয়ে উঠেছে। তৃণমূলের দাবি এই সমস্ত আওয়াজ তাঁদের কর্মীরাও পেয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের কয়েকজন দাবি করেছেন ওই এলাকায় এমন ঘটনা আগেও শোনা গিয়েছে। সেখানে একটি রাজবাড়ি ছিল বলেও জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, ওই কলেজ বিল্ডিং ঘিরে অশরীরীদের আনাগোনা রয়েছে। যদিও প্রশাসনের তরফে জানানো হয় , এবিষয়ে তাঁদের কাছে কোনও অভিযোগ আসেনি। পাশাপাশি , ভোচট কেন্দ্রে সিসিটিভি রয়েছে, ফলে কিছু ঘটে থাকলে তাও স্পষ্ট হয়ে যাবে। প্রসঙ্গত, প্রশ্ন উঠছে কড়া নিরাপত্তার ঘেরাটোপে এই ভোট গণনা কেন্দ্রের ভিতর কি তাহলে অন্য কোনও রহস্য রয়েছে! প্রশ্নের জবাবের অপেক্ষায় সমস্ত মহল।

English summary
Ghost fear grabsvote counting centre in Burdwan east.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X