For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Independence Day Live- দেশজুড়ে সাড়ম্বরে পালিত স্বাধীনতা দিবস, রেড রোডের অনুষ্ঠানে মমতা

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে আজ উৎসবের মাদকতা। মধ্যরাত থেকেই বহু স্থানে শুরু হয়ে গিয়েছে স্বাধীনতা দিবস পালন।

Google Oneindia Bengali News

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে আজ উৎসবের মাদকতা। মধ্যরাত থেকেই বহু স্থানে শুরু হয়ে গিয়েছে স্বাধীনতা দিবস পালন। প্রতিবারের মতো এবারও কলকাতার হাজরা রোডে স্বাধীনতা দিবস পালন করা হয়। আজ সকাল থেকেও বহুস্থানে শোভাযাত্রাও বের করেন বহু উৎসাহী মানুষ।

দেশজুড়ে স্বাধীনতা দিবসের যাবতীয় Live Updates

স্বাধীনতা দিবসকে ঘিরে দেশজুড়ে কড়া করা হয়েছে নিরাপত্তার বন্দ্যোবস্ত। সমস্ত মেট্রো শহরগুলিতে নাকাবন্দি করে চলছে তল্লাশি। শহরে ঢোকা এবং বেরনো গাড়িগুলিকে খতিয়ে দেখা হচ্ছে। স্বাধীনতা দিবস পালনে মেতেছেন সীমান্তে মোতায়েন থাকা জওয়ানরাও।

ওয়াঘা সীমান্তে স্বাধীনতা দিবসে বিটিং দ্য রিট্রিট-

রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Newest First Oldest First
6:40 PM, 15 Aug

ওয়াঘা বর্ডারে বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠান
2:34 PM, 15 Aug

কালনায় স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করছেন ইংলিশ চ্যানেল বিজয়ী আন্তর্জাতিক সাঁতারু সায়নি দাস।
1:57 PM, 15 Aug

আসানসোলে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক।
1:55 PM, 15 Aug

আসানসোল আদালতে জাতীয় পতাকা উত্তোলন করলেন আইনজীবীরা।
1:30 PM, 15 Aug

১৯৭৪ সালের ১৫ অগাস্ট প্রথম তামিল মুখ্যমন্ত্রী হিসাবে চেন্নাইয়ের সেন্ট জর্জ দূর্গে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন করুণানিধি, সেই ছবিটি আজ টুইট করেছে ডিএমকে।
1:27 PM, 15 Aug

রণবীর কাপুরের টুইট। যা ঘিরে এখন সরগরম পরিস্থিতি।
1:26 PM, 15 Aug

এমনবাবেই দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
1:24 PM, 15 Aug

দেশকে উৎসর্গ করে এই জাতীয়তাবোধক সঙ্গীতটি গেয়েছেন শঙ্কর মহাদেবন, সেই গানটি টুইট করলেন সুপ্রিয়া সাহু নামে এক আইএএস অফিসার।
1:21 PM, 15 Aug

স্বাধীনতা দিবসে শিশুদের শৈশব রাক্ষায় এবং তাদের শিক্ষিত করে সমাজ জীবনে প্রতিষ্ঠার কথা বলে এমনই টুইট করেছেন নোবেলজয়ী কৈলাস সর্ত্যার্থী।
1:19 PM, 15 Aug

কংগ্রেসের সদর দফতরে শিশুদের মধ্যে চকোলেট এবং মিষ্টি বিতরণ করলেন রাহুল গান্ধী।
1:18 PM, 15 Aug

স্বাধীনতা দিবসে তিনটি বিখ্যাত সিনেমার সংলাপকে এভাবেই টুইট করলেন একজন।
1:12 PM, 15 Aug

২০২২ সালেরে মধ্যে মহাকাশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে আম ভারতীয়দের, আজ লাল কেল্লায় প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর এমনই টুইট সামনে এল।
1:07 PM, 15 Aug

ভারত মাতার জয় বলে এমনই এক টুইট করলেন জাগৃতি শুক্লা।
1:04 PM, 15 Aug

স্বাধীনতা দিবসে সমগ্র দেশবাসীকে এভাবেই শুভেচ্ছা জানালেন তেহসিন পুনাওয়ালা।
1:03 PM, 15 Aug

স্বাধীনতা দিবসের দিনে এই বিখ্যাত গানটি টুইট করলেন একজন।
1:03 PM, 15 Aug

স্বাধীনতা দিবসের দিনে এই বিখ্যাত গানটি টুইট করলেন একজন।
1:00 PM, 15 Aug

সিআরপিএফ-এর কম্যান্ডান্ট শহিদ প্রমোদ কুমারের পরিবারের হাতে মরণোত্তর কীর্তিচক্র সম্মান তুলে দিচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
12:57 PM, 15 Aug

লাল কেল্লায় বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
12:56 PM, 15 Aug

লালকেল্লাকে দেখুন আনাচে-কানাচ থেকে, এমন দিন ছাড়া ঐতিহাসিক লাল কেল্লা-কে এভাবে কখনও দেখতে পাবেন না।
12:55 PM, 15 Aug

রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
12:43 PM, 15 Aug

আজ সকালে লাল কেল্লায় প্রবেশ করছে প্রধানমন্ত্রীর কনভয়।
12:42 PM, 15 Aug

লাল কেল্লায় এই প্রথম স্বাধীনতা দিবসে মোতায়েন করা হল মহিলা সোয়াট বাহিনীকে।
12:40 PM, 15 Aug

ক্ষুদ্য স্থাপত্য শিল্পী শচিন সাঙ্ঘি স্বাধীনতা দিবসে তাঁর এমনই কিছু শৈল্পিক নির্দশনকে টুইট করলেন।
12:37 PM, 15 Aug

স্বাধীনতা দিবসে মুম্বই-এর ভিটি টার্মিনাস থেকে দিল্লির ইন্ডিয়া গেট, নিউ ইয়র্ক থেকে দুবাই মাতল তিন রঙের আলোর মেলায়।
12:35 PM, 15 Aug

টেস্ট ক্রিকেট সিরিজ খেলতে ভারতীয় দলের সঙ্গে এখন ইংল্য়ান্ডে রয়েছেন মহম্মদ সামি। সেখান থেকেই স্বাধীনতা দিবসে করলেন টুইট।
12:34 PM, 15 Aug

শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে মহিলাদেরও এবার সেনবাহিনীতে নিয়োগের ঘোষণার টুইট।
12:22 PM, 15 Aug

দিল্লিতে বিজেপি-র নতুন সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
12:20 PM, 15 Aug

ঋষি অরবিন্দের জন্মদিবস এবং স্বাধীনতা দিবস-কে মিলিয়ে এমনই টুইট করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
12:17 PM, 15 Aug

হাজরা মোড়ে মধ্য়রাতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।
11:07 AM, 15 Aug

স্বাধীনতা দিবসে কংগ্রেসের সদর দফতরে রাহুল গান্ধীকে অভিবাদন কংগ্রেস নেতা ও কর্মীদের।
READ MORE

English summary
72 Independence Day 2018 is celebrating through out the country. In west Bengal Chief Minister Mamata Banerjee has hosted the national flag.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X