For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE তৃণমূল ২২, বিজেপি ১৮, কংগ্রেস ২ আসনে জয়ী

কেন্দ্রে কে সরকার গড়বে, কে-ই বা হারের মুখ দেখবে, তা জানতে ২৩ মে অর্থাৎ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

  • |
Google Oneindia Bengali News

আজ সারা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনেরও ফল ঘোষণা হবে। কারা বাংলায় বাজিমাত করবেন, এই প্রশ্ন এখন লাখ টাকার। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে সন্দেহ নেই। তবে গত কয়েকবছরে বাংলায় ফুলে-ফেঁপে উঠেছে বিজেপি। একইসঙ্গে ক্রমান্বয়ে শক্তিক্ষয় হয়েছে বাম-কংগ্রেসের। তৃণমূল কি নিজেদের জেতা আসন ধরে রেখে এগোতে পারবে? বিজেপি কি এবার রেকর্ড ভালো ফল করবে বাংলার মাটিতে? বাম অথবা কংগ্রেস কি সমীক্ষার ফলাফলকে মিথ্যা প্রমাণিত করে রাজ্য রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ জানা যাবে ভোটের ফল বেরোলে। একনজরে দেখে নিন পশ্চিমবঙ্গের ভোটের ফলাফলের সমস্ত আপডেট।

পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা আসন ২০১৯-র লাইভ ও তাজা আপডেট

Newest First Oldest First
11:24 PM, 23 May

রাজ্যে ভোটের ফল প্রকাশ হতেই দিকে দিকে বিজেপি কর্মী সমর্থকদের উল্লাস। রাজ্য সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত মমতার। মন্তব্য মুকুল রায়ের।
3:26 PM, 23 May

ঝাড়গ্রাম লোকসভায় ৪৪৩৬৯ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম
3:26 PM, 23 May

৭০ হাজার ৪৬০ ভোটে শান্তনু এগিয়ে গেলেন বনগাঁ কেন্দ্রে।
3:25 PM, 23 May

বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার ১০০৬৯৪ ভোটে এগিয়ে।
3:24 PM, 23 May

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ১ লাখ ৯৫ হাজার ৫৬ ভোটে এগিয়ে আছেন
3:24 PM, 23 May

আলিপুরদুয়ারে বিজেপির লিড ১০৪৩১৫ ভোটের
3:24 PM, 23 May

বনগাঁ লোকসভা বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ৫৪৯১১ ভোটে এগিয়ে
12:53 PM, 23 May

মথুরাপুর লোকসভা কেন্দ্রে ৫৮,৮৭৩ ভোটে এগিয়ে আছেন তৃণমূলের চৌধুরী মোহন জাটুয়া।
12:28 PM, 23 May

দক্ষিণ কলকাতায় প্রায় তিন লক্ষ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মালা রায়।
12:26 PM, 23 May

বাংলায় তৃণমূলের ভোট শেয়ার ৪৫ শতাংশ, বিজেপি ৩৯ শতাংশ, সিপিএম ৭ শতাংশ ও কংগ্রেস ৫ শতাংশ ভোট পেয়েছে।
12:12 PM, 23 May

৪২টি আসনের মধ্যে তৃণমূল ২৪টিতে, বিজেপি ১৭টিতে ও কংগ্রেস ১টিতে এগিয়ে রয়েছে।
11:39 AM, 23 May

ঘাটালে ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে দীপক অধিকারী।
11:09 AM, 23 May

লকেট চট্টোপাধ্যায় ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে
11:09 AM, 23 May

১২৭৩৫ ভোটে এগিয়ে শতাব্দী রায়
11:08 AM, 23 May

বিজেপির জন বার্লা আলিপুরদুযারে ২৩২৯৬ ভোটে এগিয়ে
11:07 AM, 23 May

অষ্টম রাউন্ডে গননা শেষে ১০০২৭ ভোটে এগিয়ে শান্তনু ঠাকুর
11:07 AM, 23 May

ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় সপ্তম রাউন্ড গণনা শেষে ৩২ হাজার ৫৪৮ ভোটে এগিয়ে আছেন।
10:35 AM, 23 May

হুগলিতে লকেট চট্টোপাধ্যায় ৬৫৩৩ ভোটে এগিয়ে।
10:33 AM, 23 May

মহুয়া মৈত্র কৃষ্ণনগরে ১৮ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
10:32 AM, 23 May

আসানসোলে বাবুল সুপ্রিয় ৩৬ হাজারের বেশি ভোটে এগিয়ে।
10:32 AM, 23 May

মালদহ উত্তরে খগেন মুর্মু ১১৪৫৯ ভোটে এগিয়ে।
10:31 AM, 23 May

প্রথম রাউন্ডের শেষে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির জন বারলা ১৭৯৩৫ ভোটে এগিয়ে।
10:31 AM, 23 May

মেদিনীপুর কেন্দ্রে প্রথম রাউন্ড শেষে ৩৭৮৩ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
10:30 AM, 23 May

তৃতীয় রাউন্ড শেষে ঘাটাল লোকসভা কেন্দ্রে এগিয়ে গেল তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ৬২৮০ টি ভোটে
10:26 AM, 23 May

সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে ৭৫৪৫ ভোটের ব্যবধানে প্রথম রাউন্ড শেষে
10:16 AM, 23 May

মেদিনীপুরে দিলীপ ঘোষ ও ঘাটালে ভারতী ঘোষ এগিয়ে রয়েছেন।
10:11 AM, 23 May

তমলুকে ১৭ হাজারের বেশি ভোটে এগিয়ে দিব্যেন্দু অধিকারী।
10:03 AM, 23 May

খগেন মুর্মু ৭৯৩৩ ভোটে এগিয়ে গেলেন।
9:59 AM, 23 May

বাংলার ৪২টি কেন্দ্রের মধ্যে তৃণমূল ২১টিতে, বিজেপিতে ১৯টি ও কংগ্রেস ২টিতে এগিয়ে রয়েছে।
9:48 AM, 23 May

ডায়মন্ডহারবারে পিছিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এগিয়ে বিজেপির নীলাঞ্জন রায়।
READ MORE

English summary
Get the live updates of 42 Loksabha seats results 2019 of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X