For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় তৃণমূলকে উৎখাত করতে হবে, তবেই উন্নয়ন- অমিত শাহ, ভিডিও দেখুন

অমিত শাহ'র সভা ঘিরে এই মুহূর্তে উত্তপ্ত বাংলার রাজনীতি। গতকালই তৃণমূল পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে।

Google Oneindia Bengali News

অমিত শাহ'র সভা ঘিরে এই মুহূর্তে উত্তপ্ত বাংলার রাজনীতি। গতকালই তৃণমূল পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে। ফলে আজ একদিকে যখন অমিত শাহ সভা করবেন কলকাতার মেয়ো রোডে ঠিক তখনই জাতীয় নাগরকি পঞ্জীর বিরোধিতায় রাজ্য প্রতিবাদ পদযাত্রায় নামবে তৃণমূল কংগ্রেস।

বিজেপি বনাম তৃণমূল- দড়ি টানাটানির লড়াইয়ে জয় কার

এদিকে, মেদিনীপুরে নরেন্দ্র মোদীর জনসভার পথজুড়ে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাটআউটে ভরিয়ে দিয়েছিল স্থানীয় তৃণমূলীরা। কলকাতায় অমিত শাহ'র সভার ক্ষেত্রেও তেমনই কৌশল নিয়েছে তৃণমূল। কার্জন পার্কের সামনে থেকে রেড রোড ধরে এবং মেয়ো রোডের মুখে বিজেপি বিরোধী স্লোগানের কাটআউট ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরমধ্যে রেড রোডেও এখন ১৪ তারিখের কন্যাশ্রী দিবসের প্রস্তুতি চলছে। যেখানে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষমেশ অস্বস্তিত এড়াতে মেয়ো রোডে অমিত শাহ'র সভার মুখ ঘুরিয়ে দিয়েছে বিজেপি।

বিজেপি বনাম তৃণমূল- দড়ি টানাটানির লড়াইয়ে জয় কার

মেয়ো রোডে অমিত শাহর সভা, সরাসরি লাইভ-

Newest First Oldest First
2:48 PM, 11 Aug

'যতদিন না পর্যন্ত রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, শ্যামাপ্রসাদের বাংলায় আমরা জয় পাচ্ছি ততদিন আমদের জয় পাওয়ার চেষ্টায় যেন বিরাম না থাকে'- অমিত শাহ
2:46 PM, 11 Aug

'হত্যা করে ক্ষমতায় টিকে থাকা যায় না, জনতাই যখন মাথা তুলে দাঁড়াবে তখন ক্ষমতা ছাড়ততেই হবে।'- অমিত শাহ
2:36 PM, 11 Aug

'কংগ্রেস-তৃণমূল-বামেরা বাংলার উন্নয়নের সুযোগ পেয়েও কোনও কাজ করতে পারেনি।'- অমিত শাহ
2:34 PM, 11 Aug

'আমাদের কর্মীদের খুন করে বিজেপি-র বাড়ন্তকে রোখা যাবে না।'-অমিত শাহ
2:33 PM, 11 Aug

'রাজ্যকে বিভিন্ন প্রকল্পে ৩ লক্ষ ৬৯ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। বিজেপি- উন্নয়নের পক্ষে, কোনও অর্থই বাংলার জন্য রাজনৈতিক কারণে আটকানো হয়নি।'- অমিত শাহ
2:30 PM, 11 Aug

'এই সমাবেশ বন্ধ করতে চক্রান্ত হয়েছে।'- অমিত শাহ
2:30 PM, 11 Aug

'বাংলার প্রতিটি জেলার যাব'- অমিত শাহ
2:26 PM, 11 Aug

'বাংলা বিরোধী নই, মমতা বিরোধী'- অমিত শাহ
2:25 PM, 11 Aug

'পশ্চিমবঙ্গে বোমা কারখানা তৈরি করছে অনুপ্রবেশকারীরা।'- অমিত শাহ
2:24 PM, 11 Aug

'বিজেপি-র কাছে আগে দেশ তারপরে ভোটব্যাঙ্ক পলিটিক্স।'- অমিত শাহ
2:23 PM, 11 Aug

'বাংলায় তৃণমূলকে উৎখাত করতে হবে, তবেই হবে উন্নয়ন।'- অমিত শাহ
2:18 PM, 11 Aug

'অত্যাচার করে টিকে থাকা যায় না। খেয়াল করুন বাম শাসনের জামানা, খুন করেও তারা রেহাই পায়নি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়েয়র এই কথাগুলো থেয়াল রাখা উচিত।' অমিত শাহ
2:16 PM, 11 Aug

'আজ রোজ বাংলার এখান-ওখান থেকে বোমা কারখানার হদিস পাওয়া যায়, এ কোন বাংলা।'- অমিত শাহ
2:15 PM, 11 Aug

সংস্কৃতির ধারক-বাহক বাংলায় আজ শুধু বোমার আওয়াজ পাওয়া যায়। দাবি অমিত শাহর
2:14 PM, 11 Aug

'এনআরসি দেশের জন্য চাই, যুব-সমাজের ভবিষ্যতের কথা ভেবে চাই,তাই এর বিরোধিতা করাটা ঠিক নয়।'-অমিত শাহ
2:13 PM, 11 Aug

'যে কোনও মূল্যে অনুপ্রবেশকে বন্ধ করতে হবে, নাহলে দেশের নিরাপত্তা থেকে শুরু করে কর্মসংস্থানে সমস্যা হচ্ছে।'- অমিত শাহ
2:12 PM, 11 Aug

'আমি শরণার্থী ভাইদের আস্বস্ত করছি তাদের কোনও মূল্যেই ফেরত পাঠানো হবে না, উল্টে তাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে যে বিল কেন্দ্র আনছে তাতে সমর্থন লাগবে।'- অমিত শাহ
2:10 PM, 11 Aug

'বাংলা জুড়ে ভুয়ো খবর ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন অনুপ্রবেশকারীদের সঙ্গে সঙ্গে শরণার্থীদেরও ফেরত পাঠানো হবে, এটা ভুল।'- অমিত শাহ।
2:08 PM, 11 Aug

'অসম অ্যাকর্ড সাইন হয়েছিল কংগ্রেসের জামানায়, সে সময় এই নিয়ে কংগ্রেসের কোনও সমস্যা ছিল না, কিন্তু ভোটব্যাঙ্ক পলিটিক্সের জন্য এখন এর বিরোধিতা করছে কংগ্রেস।'- অমিত শাহ
2:07 PM, 11 Aug

'দেশের নিরাপত্তা আগে না ভোটব্যাঙ্ক পলিটিক্স?'- প্রশ্ন ছুঁড়লেন অমিত শাহ।
2:07 PM, 11 Aug

'এনআরসি মানে বিদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের দেশের বাইরে পাঠানো, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি গুরুত্বপূর্ণ কাজের বিরোধিতা করছেন।'- অমিত শাহ
1:57 PM, 11 Aug

মমতাকে 'ইউ টার্ন'দিদি বলে কটাক্ষ পূণম মহাজনের। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ আনলেন তিনি।
1:56 PM, 11 Aug

বাংলাদেশিদের নিয়ে ভোটব্যাঙ্ক পলিটিক্স করার অভিযোগ আনলেন দিলীপ ঘোষ।
1:55 PM, 11 Aug

এনআরসি নিয়ে মমতাকে তোপ দিলীপ ঘোষের, পশ্চিমবঙ্গকে পাকিস্তান হতে দেব না বলে হুঁশিয়ারি।
1:15 PM, 11 Aug

কলকাতা বিমানবন্দর থেকে কলকাতা পোর্ট ট্রাস্টের অতিথিশালায় যাওয়ার আগে গাড়িতে ওঠার মুখে অমিত শাহ।
1:13 PM, 11 Aug

অমিত শাহকে সঙ্গে করে কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন রাহুল সিনহা, দিলীপ ঘোষরা।
1:09 PM, 11 Aug

কলকাতার মেয় রোডের এই ছবিটি পোস্ট করেছেন সাংসদ পূণম মহাজন।
1:09 PM, 11 Aug

কতটা ভিড় জমেছে মেয়ো রোডে, সেই ছবি তুলে টুইট করলেন পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।
1:07 PM, 11 Aug

কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানানোর এই ছবিটি পোস্ট করেছেন দার্জিলিং-এর বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
12:37 PM, 11 Aug

কলকাতা বিমানবন্দরে অমিত শাহ বরণ, কীর্তনের মাধ্য়মে বিজেপি-র সর্বভারতীয় সভাপতিকে অভ্যর্থনা।
READ MORE

English summary
Amit Shah is holding a rally today in Kolkata. You can click here for live updates of Amit Shah's rally.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X