For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Live বকখালিতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় বুলবুল, সবচেয়ে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুর

আরও শক্তি বাড়িয়েছে বুলবুল। যা সন্ধের পর সাগরদ্বীপের কাছে স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যেই উপকূল এলাকায় সতর্কবার্তা জারি করে হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

আরও শক্তি বাড়িয়েছে বুলবুল। যা সন্ধের পর সাগরদ্বীপের কাছে স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যেই উপকূল এলাকায় সতর্কবার্তা জারি করে হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে হোটেল খালি। রাস্তায় যানবাহনের পরিমাণও কম। নিচু এলাকার বাসিন্দাদের স্কুলগুলিতে এনে রাখা হয়েছে।

Live আরও শক্তি বাড়াল বুলবুল! উপকূল এলাকায় সতর্কবার্তা জারি

Newest First Oldest First
11:39 PM, 9 Nov

ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। বিস্তীর্ণ এলাকা বিদ্যুতহীন হয়ে রয়েছে।
11:35 PM, 9 Nov

রাত ২টো পর্যন্ত স্থলভাগে থাকবে ঘূর্ণিঝড় বুলবুল।
11:34 PM, 9 Nov

লক্ষাধিক মানুষ ত্রাণ শিবিরে রয়েছেন বলে জানা গিয়েছে।
11:33 PM, 9 Nov

বকখালি ও কাকদ্বীপে প্রচুর ক্ষতক্ষতির সম্ভাবনা।
11:32 PM, 9 Nov

বকখালিতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় বুলবুল।
9:42 PM, 9 Nov

রাত ৯টায় বুলবুলের অবস্থান ছিল সাগরদ্বীপ থেকে ৪০ কিমি পূর্ব দক্ষিণ-পূর্বে, দিঘা থেকে ৮৫ কিমি পূর্ব দক্ষিণ পূর্বে, ক্যানিং থেকে ১০০ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিম, কলকাতা থেকে ১২৫ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিম এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ২১০ কিমি পশ্চিম দক্ষিণ পশ্চিমে
9:06 PM, 9 Nov

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ উপকূলে ঝড় কমতে ভোর রাত আর বৃষ্টি কমতে সকাল হয়ে যাবে
9:05 PM, 9 Nov

আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার পদ্ধতি শুরু হয়ে গিয়েছে। পদ্ধতি পুরো হতে প্রায় ৩ ঘন্টা সময় লাগতে পারে
9:04 PM, 9 Nov

রাত ৮.৩০-এ বুলবুলের অবস্থান ছিল সাগরদ্বীপ থেকে ৩৫ কিমি দক্ষিণ-পূর্বে, দিঘা থেকে ৮০ কিমি পূর্ব দক্ষিণ পূর্বে, বালাসোর থেকে ১৩৫ কিমি পূর্বে, কলকাতা থেকে ১২৫ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, বাংলাদেশের খেপুপাড়া থেকে ২১৫ কিমি পশ্চিম দক্ষিণ পশ্চিমে
7:47 PM, 9 Nov

সন্ধে ৭.২০-এ বুলবুলের অবস্থান ছিল সাগরদ্বীপ থেকে ৪০ কিমি দক্ষিণ দক্ষিণ-পূর্বে, দিঘা থেকে ৮০ কিমি দক্ষিণ পূর্বে, চাঁদবালি থেকে ১৬০ কিমি পূর্ব উত্তর পূর্বে, ওড়িশার পারাদ্বীপ থেকে ১৯০ কিমি পূর্ব উত্তর পূর্বে, বালাসোর থেকে ১৩০ কিমি পূর্বে, কলকাতা থেকে ১৩৫ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, বাংলাদেশের খেপুপাড়া থেকে ২২০ কিমি পশ্চিম দক্ষিণ পশ্চিমে
7:42 PM, 9 Nov

সন্ধে ৭.১২ নাগাদ কলকাতা আবহাওয়া দফতরের র‍্যাডার পর্যবেক্ষণ
7:40 PM, 9 Nov

ঘূর্ণিঝড়ের বেগ ঘন্টায় ১২০ কিমি
7:39 PM, 9 Nov

ঘূর্ণিঝড়ের অবস্থান সাগরদ্বীপ এবং বকখালির মধ্য়ে
6:40 PM, 9 Nov

সন্ধে ৬.১৫-এ বুলবুলের অবস্থান ছিল সাগরদ্বীপ থেকে ৫০ কিমি দক্ষিণে, দিঘা থেকে ৭৫ কিমি দক্ষিণ পূর্বে, চাঁদবালি থেকে ১৫০ কিমি উত্তর পূর্বে, ওড়িশার পারাদ্বীপ থেকে ১৭৫ কিমি পূর্ব উত্তর পূর্বে, বালাসোর থেকে ১২৫ কিমি পূর্ব দক্ষিণ পূর্বে, কলকাতা থেকে ১৫০ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৩৬ কিমি পশ্চিম দক্ষিণ পশ্চিমে
6:08 PM, 9 Nov

বিকেল ৫.৩০-এ বুলবুলের অবস্থান ছিল সাগরদ্বীপ থেকে ৮৫ কিমি দক্ষিণে, দিঘা থেকে ৯০ কিমি দক্ষিণ পূর্বে, চাঁদবালি থেকে ১৩৫ কিমি পূর্ব উত্তর পূর্বে, ওড়িশার পারাদ্বীপ থেকে ১৬০ কিমি পূর্ব উত্তর পূর্বে, বালাসোর থেকে ১২০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে, কলকাতা থেকে ১৬০ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৫০ কিমি পশ্চিম দক্ষিণ পশ্চিমে
5:08 PM, 9 Nov

কলকাতায় হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৫০ থেকে ৭০ কিমি
5:07 PM, 9 Nov

বাড়বে বৃষ্টি, হাওড়ার গতিবেগ
5:07 PM, 9 Nov

রাত ৮ টা থেকে ১১ টার মধ্যে আছড়ে পড়বে স্থলভাগে
5:05 PM, 9 Nov

একাধিক জেলায় বন্ধ ফেরি চলাচল
5:05 PM, 9 Nov

নবান্নের কন্ট্রোলরুমের নজরদারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
5:05 PM, 9 Nov

সন্ধে ছটা থেকে ১২ ঘন্টার জন্য বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর
5:04 PM, 9 Nov

বিকেল ৪.৩০-এ বুলবুলের অবস্থান ছিল ওড়িশার পারাদ্বীপ থেকে ১৪০ কিমি পূর্ব উত্তর পূর্বে, চাঁদবালি থেকে ১২০ কিমি পূর্বে , বালাসোর থেকে ১২০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে, দিঘা থেকে ৯০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে, সাগরদ্বীপ থেকে ৮৫ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কলকাতা থেকে ১৮৫ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে আর বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৭০ কিমি পশ্চিম দক্ষিণ পশ্চিমে
2:52 PM, 9 Nov

বেলা ২ টো নাগাদ বুলবুলের অবস্থান ছিল ওড়িশার পারাদ্বীপ থেকে ১২৫ কিমি পূর্ব উত্তর পূর্বে, চাঁদবালি থেকে ১১০ কিমি পূর্ব দক্ষিণপূর্বে, বালাসোর থেকে ১২০ কিমি দক্ষিণ পূর্বে, দিঘা থেকে ৯৫ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে, সাগরদ্বীপ থেকে ৯৫ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কলকাতা থেকে ২০০ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে আর বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৮৫ কিমি পশ্চিম দক্ষিণ পশ্চিমে
1:31 PM, 9 Nov

বেলা ১২.৩০ নাগাদ বুলবুলের অবস্থান ছিল ওড়িশার পারাদ্বীপ থেকে ১২০ কিমি পূর্ব উত্তর পূর্বে, চাঁদবালি থেকে ১১০ কিমি পূর্ব দক্ষিণপূর্বে, বালাসোর থেকে ১৩০ কিমি দক্ষিণ পূর্বে, দিঘা থেকে ১০৫ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে, সাগরদ্বীপ থেকে ১০৫ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে
12:12 PM, 9 Nov

সকাল ১১টা নাগাদ বুলবুলের অবস্থান ছিল ওড়িশার পারাদ্বীপ থেকে ১১৫ কিমি পূর্ব উত্তর পূর্বে, চাঁদবালি থেকে ১১০ কিমি দক্ষিণপূর্বে, বালাসোর থেকে ১৩৫ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, দিঘা থেকে ১২০ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, সাগরদ্বীপ থেকে ১২৫ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে আর বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩০০ কিমি দক্ষিণ পশ্চিমে।
10:54 AM, 9 Nov

সকাল দশটা নাগাদ বুলবুলের অবস্থান ছিল ওড়িশার পারাদ্বীপ থেকে ৯৫ কিমি পূর্ব উত্তর পূর্বে, চাঁদবালি থেকে ১০০ কিমি দক্ষিণপূর্বে, বালাসোর থেকে ১৪০ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, দিঘা থেকে ১০০ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, সাগরদ্বীপ থেকে ১৪০ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে আর বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩২০ কিমি দক্ষিণ পশ্চিমে।
10:01 AM, 9 Nov

ঘূর্ণিঝড়ের প্রভাবের কাথ চিন্তা করে কলকাতা ও হাওড়ার মধ্যে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে
9:27 AM, 9 Nov

ক্রমস বদল হচ্ছে ঘূর্ণিঝড়ের গতিপথ
9:27 AM, 9 Nov

বুলবুলের অবস্থান বঙ্গোপসাগরের ওপরে
9:25 AM, 9 Nov

উপকূল এলাকায় জারি সতর্কতা
READ MORE

English summary
Get the Live update of Cyclonic Storm ‘Bulbul’over Bay of Bengal in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X