For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Live- মমতার প্রকল্পে মোদীর উদ্বোধন, উত্তরবঙ্গ থেকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নরেন্দ্র মোদী

গতকালই ষোলতম লোকসভা সমাপ্তি অধিবেশনের জবাবি ভাষণে বিরোধীদের প্রতি তীব্র তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

গতকালই ষোলতম লোকসভা সমাপ্তি অধিবেশনের জবাবি ভাষণে বিরোধীদের প্রতি তীব্র তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাজোটকে মহাভেজালের জোট বলেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। এমনকী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে তীব্র আক্রমণে ভরিয়ে দিয়েছেন। লোকসভা অধিবেশনের সেই সমাপ্তি ভাষণের পরই নরেন্দ্র মোদী আজ উত্তরবঙ্গে জনসভা করতে চলেছেন। জলপাইগুড়ির ময়নাগুড়িতে এই সভা হবে। কিন্তু, তাতেও বিতর্ক বেঁধেছে।

নির্বাচনী প্রচারে মমতাকে কড়া চ্যালেঞ্জ মোদীর

মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকার নরেন্দ্র মোদীর এই সভা-কে পাল্টা আক্রমণ করেছে। অভিযোগ, এই জনসভার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী নিয়ম বহির্ভূতভাবে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন করছেন। এই ক্ষেত্রে রাজ্য সরকারকে শুধুমাত্র একটি ফর্মাল ইনফরমেশন দেওয়া ছাড়া কেন্দ্রীয় সরকারের আইন মন্ত্রক আর কিছুই করেনি বলেও অভিযোগ। এখন পর্যন্ত যা খবর তাতে এই সার্কিট বেঞ্চের উদ্বোধনের সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী আরও ফালাকাটা-সালসাম্বারী জাতীয় সড়কের শিল্যানাসও করবেন।

ময়নাগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার সরাসরি লাইভ সম্প্রচার

Newest First Oldest First
4:37 PM, 8 Feb

দিদি কলকাতায় বসে আজ ভীত-সন্ত্রস্ত, মোদীর জন্য তিনি ভীত নন, আসলে উনি আপনাদের ভয়ে আতঙ্কিত।- মোদী।
4:36 PM, 8 Feb

আমরা লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গড়লে আমরা সাধারণ মানুষের কাছে কাছে যাবে,তাঁদের কাছে জানতে চাইব কোন কাজটা আগে করা জরুরু বলে আপনারা মনে করছেন।- মোদী।
4:36 PM, 8 Feb

আমরা লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গড়লে আমরা সাধারণ মানুষের কাছে কাছে যাবে,তাঁদের কাছে জানতে চাইব কোন কাজটা আগে করা জরুরু বলে আপনারা মনে করছেন।- মোদী।
4:35 PM, 8 Feb

বাংলার মানে কি, তা আজ বুঝতে পারছি যে দিদির এত জুলুমের পরও আপনারা হিম্মত দেখিয়ে এখানে এসেছেন, এর জন্য বুকে সাহস চাই, আর এই সাহস দেশের স্বাধীনতার আন্দোলনের জন্য দেখিয়ে এসেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ অসংখ্য বাঙালি স্বাধীনতা সংগ্রামী।- মোদী।
4:30 PM, 8 Feb

কংগ্রেস তিন তালাক আইন তুলে দেবে বলে দাবি করছে, তারা চায় না তিন তালাক আইন আসুক এবং দীর্ঘদিন ধরে অত্যাচিরত মুসলিম মহিলারা একটু নিশ্চিন্তের শ্বাস নিক। মোদী।
4:29 PM, 8 Feb

তিন তলাক নিয়ে দেশবাসীকে ভ্রান্ত ধারনা দিচ্ছে কংগ্রেস, আমাদের মতে সব মহিলার এই সমাজের বুকে সমান অধিকার থাকতে হবে।- মোদী
4:27 PM, 8 Feb

বিজেপি-কে নানাভাবে রোখার চেষ্টা হয়েছে, কিন্তু তাতে লাভ হয়নি, সুতরাং রাজনৈতিক সন্ত্রাসে ভয় পাবেন না, জোর করে নিজের মতামত বুথে গিয়ে প্রয়োগ করুন।- মোদী।
4:26 PM, 8 Feb

দেশের সবখানে সমান গণতন্ত্র প্রতিষ্ঠা হতে হবে।- মোদী।
4:26 PM, 8 Feb

হেলিকপ্টার অবতরণের অনুমতি দেওয়া নিয়ে এই সরকার যা করছে তা করা যায় না, গায়ের জোরে সব কিছু হয় না।- মোদী।
4:24 PM, 8 Feb

এই সরকার অনুপ্রবেশকারীদেরও স্বাগত জানায়। মোদী।
4:24 PM, 8 Feb

পশ্চিমবঙ্গের সরকার এখন এমন সরকারে পরিণত হয়েছে যাদের বিরুদ্ধে বাইরের রাজ্যে নানা গুরুতর অভিযোগ রয়েছে।- মোদী
4:23 PM, 8 Feb

মহাজোট মানে মহাভেজাল, এর কোনও কার্যকারিতা নেই।- মোদী।
4:22 PM, 8 Feb

দুর্নীতিবাজদের আমরা বিদেশ থেকে টেনে নিয়ে দেশে আনছি, আর এরা সেই দুর্নীতিবাজদের বাঁচানোর জন্য সমানে চেষ্টা করে যাচ্ছে।- মোদী।
4:22 PM, 8 Feb

মোদী মোদী বলে যারা সারক্ষণ স্লোগান দিতে থাকেন তাঁদের বলি দুর্নীতি-কে ছাড়বেন না, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। - মোদী।
4:21 PM, 8 Feb

যারা আপনাদের সর্বস্ব লুঠ করেছে তাদের আইনের দরজা পর্যন্ত আমরা নিয়ে গিয়ে ছাড়ব।- মোদী।
4:20 PM, 8 Feb

যারা সারদা, রোজভ্যালি-তে অর্থ খুঁইয়েছেন এবং যারা এই অর্থ লুঠ করেছেন তাদেরকে এই চৌকিদার কখনও ছাড়বে না।- মোদী।
4:19 PM, 8 Feb

মমতাদিদির কাছে আজ সব গরিব মানুষ প্রশ্নের উত্তর চাইছেন, তাঁরা জানতে চাইছে চিটফান্ডের তদন্তে আপনি কেন এত ভয় পাচ্ছেন?- বললেন মোদী।
4:19 PM, 8 Feb

যারা রাজ্যের লাখো লাখো গরিব মানুষের অর্থ লুঠ করলস তাদের জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধরনায় বসে গেলেন, এ কেমন মুখ্যমন্ত্রী।- মোদী।
4:18 PM, 8 Feb

তৃণমূল সরকারের গরিব বিরোধী নীতির বিরুদ্ধে আমরালড়াই করতে তৈরি।- মোদী
4:17 PM, 8 Feb

এই রাজ্যে সিন্ডিকেটের নাম সকলে শুনে থাকবেন, এর থেকে মুক্তি পেতে হবে সকলকে। মোদী।
4:16 PM, 8 Feb

২০২২ সালের মধ্যে সব গরিবের কাছে পাকা বাড়ি হবে, ওই বছর দেশের স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি হবে। - মোদী
4:16 PM, 8 Feb

দিল্লি যাওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন দিদি, কিন্তু, রাজ্যের গরিব মানুষদের কথা তাঁর মনে নেই।- মোদী।
4:15 PM, 8 Feb

মা-মাটি-মানুষের কথা বলে এই সরকার কিন্তু এই সরকার গরিবদের সঙ্গে সবচেয়ে বেশি বঞ্চিত করে। অভিযোগ মোদী
4:14 PM, 8 Feb

দেশের গরিবদের কথা ভেবে আমরা নানা প্রকল্প তৈরি করেছি, তাতে অর্থও পাঠাচ্ছি, সেগুলি আদায় করে নিন।- মোদী।
4:13 PM, 8 Feb

বিনা অর্থে গ্যাস কানেকশন না পেলে, বিনা মূল্যে ওষুধ না পেলে এখনই এই প্রকল্পগুলির লাভ তুলুন, কারণ কেন্দ্রীয় সরকার আপনাদের জন্য এই প্রকল্পগুলি তৈরি করেছে।- মোদী।
4:12 PM, 8 Feb

এখনও যদি বিমা-র সঙ্গে না সংযুক্ত হয়ে থাকেন তাহলে এখুনি সংযুক্ত হন- মোদী
4:12 PM, 8 Feb

কলকাতা থেকে এই বিমার কাজ শুরু করেছিলাম, এই মুহূর্তে দেশের ২১ কোটি লোক এই বিমার আওতায় এনেছে।- মোদী
4:11 PM, 8 Feb

গরীবদের জন্য বিমা এনেছে এনডিএ সরকার- মোদী
4:10 PM, 8 Feb

৬০ বছরের বেশি বয়স এবং মাসে আয় ১৫ হাজার টাকার নিচে হলে কেন্দ্রীয় সরকারের থেকে ৩ হাজার টাকা করে পেনশন পাবেন- মোদী।
4:09 PM, 8 Feb

অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য এই পেনশনের ব্যবস্থা হয়েছে- মোদী
READ MORE

English summary
Narendra Modi is addressing a rally today in Japlpaiguri. To get the Live Update click here.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X