গতকালই ষোলতম লোকসভা সমাপ্তি অধিবেশনের জবাবি ভাষণে বিরোধীদের প্রতি তীব্র তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাজোটকে মহাভেজালের জোট বলেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। এমনকী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে তীব্র আক্রমণে ভরিয়ে দিয়েছেন। লোকসভা অধিবেশনের সেই সমাপ্তি ভাষণের পরই নরেন্দ্র মোদী আজ উত্তরবঙ্গে জনসভা করতে চলেছেন। জলপাইগুড়ির ময়নাগুড়িতে এই সভা হবে। কিন্তু, তাতেও বিতর্ক বেঁধেছে।
মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকার নরেন্দ্র মোদীর এই সভা-কে পাল্টা আক্রমণ করেছে। অভিযোগ, এই জনসভার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী নিয়ম বহির্ভূতভাবে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন করছেন। এই ক্ষেত্রে রাজ্য সরকারকে শুধুমাত্র একটি ফর্মাল ইনফরমেশন দেওয়া ছাড়া কেন্দ্রীয় সরকারের আইন মন্ত্রক আর কিছুই করেনি বলেও অভিযোগ। এখন পর্যন্ত যা খবর তাতে এই সার্কিট বেঞ্চের উদ্বোধনের সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী আরও ফালাকাটা-সালসাম্বারী জাতীয় সড়কের শিল্যানাসও করবেন।
ময়নাগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার সরাসরি লাইভ সম্প্রচার
Feb 8, 2019 4:37 PM
দিদি কলকাতায় বসে আজ ভীত-সন্ত্রস্ত, মোদীর জন্য তিনি ভীত নন, আসলে উনি আপনাদের ভয়ে আতঙ্কিত।- মোদী।
Feb 8, 2019 4:36 PM
আমরা লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গড়লে আমরা সাধারণ মানুষের কাছে কাছে যাবে,তাঁদের কাছে জানতে চাইব কোন কাজটা আগে করা জরুরু বলে আপনারা মনে করছেন।- মোদী।
Feb 8, 2019 4:36 PM
আমরা লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গড়লে আমরা সাধারণ মানুষের কাছে কাছে যাবে,তাঁদের কাছে জানতে চাইব কোন কাজটা আগে করা জরুরু বলে আপনারা মনে করছেন।- মোদী।
Feb 8, 2019 4:35 PM
নেতাজী সুভাষচন্দ্র বসু বিদেশে থেকে মানুষকে জোটবদ্ধ করে স্বাধীনতার জন্য লাড়াই করেছেন। আর এখন পশ্চিমবঙ্গের এমন মুখ্যমন্ত্রী , যিনি লুঠেরাদের সমর্থন করছেন
বাংলার মানে কি, তা আজ বুঝতে পারছি যে দিদির এত জুলুমের পরও আপনারা হিম্মত দেখিয়ে এখানে এসেছেন, এর জন্য বুকে সাহস চাই, আর এই সাহস দেশের স্বাধীনতার আন্দোলনের জন্য দেখিয়ে এসেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ অসংখ্য বাঙালি স্বাধীনতা সংগ্রামী।- মোদী।
Feb 8, 2019 4:30 PM
কংগ্রেস তিন তালাক আইন তুলে দেবে বলে দাবি করছে, তারা চায় না তিন তালাক আইন আসুক এবং দীর্ঘদিন ধরে অত্যাচিরত মুসলিম মহিলারা একটু নিশ্চিন্তের শ্বাস নিক। মোদী।
Feb 8, 2019 4:29 PM
তিন তলাক নিয়ে দেশবাসীকে ভ্রান্ত ধারনা দিচ্ছে কংগ্রেস, আমাদের মতে সব মহিলার এই সমাজের বুকে সমান অধিকার থাকতে হবে।- মোদী
Feb 8, 2019 4:27 PM
এখানে বিজেপি নেতা-কর্মীদের আটকানো হয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নজরদারিতে দেশের সব থেকে বড় নির্বাচন হবে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়। তাই আপনাদের ভয় পাওয়ার কিছু নেই : শ্রী @narendramodi#Modi4SonarBanglapic.twitter.com/kyT6hTIryg
২০২২ সালের মধ্যে সব গরিবের কাছে পাকা বাড়ি হবে, ওই বছর দেশের স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি হবে। - মোদী
Feb 8, 2019 4:16 PM
দিল্লি যাওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন দিদি, কিন্তু, রাজ্যের গরিব মানুষদের কথা তাঁর মনে নেই।- মোদী।
Feb 8, 2019 4:15 PM
মা-মাটি-মানুষের কথা বলে এই সরকার কিন্তু এই সরকার গরিবদের সঙ্গে সবচেয়ে বেশি বঞ্চিত করে। অভিযোগ মোদী
Feb 8, 2019 4:14 PM
দেশের গরিবদের কথা ভেবে আমরা নানা প্রকল্প তৈরি করেছি, তাতে অর্থও পাঠাচ্ছি, সেগুলি আদায় করে নিন।- মোদী।
Feb 8, 2019 4:13 PM
বিনা অর্থে গ্যাস কানেকশন না পেলে, বিনা মূল্যে ওষুধ না পেলে এখনই এই প্রকল্পগুলির লাভ তুলুন, কারণ কেন্দ্রীয় সরকার আপনাদের জন্য এই প্রকল্পগুলি তৈরি করেছে।- মোদী।
Feb 8, 2019 4:12 PM
এখনও যদি বিমা-র সঙ্গে না সংযুক্ত হয়ে থাকেন তাহলে এখুনি সংযুক্ত হন- মোদী
Feb 8, 2019 4:12 PM
কলকাতা থেকে এই বিমার কাজ শুরু করেছিলাম, এই মুহূর্তে দেশের ২১ কোটি লোক এই বিমার আওতায় এনেছে।- মোদী
Feb 8, 2019 4:11 PM
গরীবদের জন্য বিমা এনেছে এনডিএ সরকার- মোদী
Feb 8, 2019 4:10 PM
যাঁরা ১৫ হাজারের কম আয় করেন, তাঁরা সবাই পেনশনের সুবিধা পাবেন। শ্রমিকদের মাসে ১০০ টাকা দিতে হবে। যতটাকা শ্রমিকরা দেবেন, তত টাকাই কেন্দ্র সরকার দেবে।
৬০ বছরের বেশি বয়স এবং মাসে আয় ১৫ হাজার টাকার নিচে হলে কেন্দ্রীয় সরকারের থেকে ৩ হাজার টাকা করে পেনশন পাবেন- মোদী।
Feb 8, 2019 4:09 PM
অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য এই পেনশনের ব্যবস্থা হয়েছে- মোদী
Feb 8, 2019 4:09 PM
চা-বাগানে কাজ করাদের প্রাধানমন্ত্রী যোজনায় পেনশন দেওয়া হবে- মোদী
Feb 8, 2019 4:08 PM
বিজেপি বিশ্বাস করে সব কা সাথ সব কা বিকাশ নীতিতে- বললেন মোদী।
Feb 8, 2019 4:07 PM
উত্তরবঙ্গ তিনি T-এর জন্য খ্যাত। এগুলি হল টি, টিম্বার ও ট্যুরিজম, কিন্তু পশ্চিমবঙ্গে থাকা বাম সরকার না বর্তমান তৃণমূল সরকার একে গুরুত্ব দেয়নি- বললেন মোদী।
Feb 8, 2019 4:06 PM
পশ্চিমবঙ্গের সরকার মাটিকে অপমানিত করেছে আর মানুষকে কাঙাল বানিয়েছে- অভিযোগ করলেন মোদী।
Feb 8, 2019 4:06 PM
উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে তৈরি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন করেছি, সভামঞ্চে উঠে বললেন মোদী।
Feb 8, 2019 4:05 PM
মোদী বললেন উত্তরবঙ্গের মানুষ চা চাষ করেন আর তিনি চা তৈরি করেন।
Feb 8, 2019 4:04 PM
উত্তরবঙ্গের চা-এর সঙ্গে তাঁর গভীর সংযোগ আছে, বললেন মোদী।
প্রধান মন্ত্রী গরিবের জন্য টাকা পাঠাচ্ছেন। কিন্তু, মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না এখানকার সরকার। আপনারা কি এটা মেনে নেবেন? আমার বিশ্বাস আপনারা ঠিক ভোটে জবাব দিয়ে দেবেন : শ্রীমতি @RoopaSpeaks#Modi4SonarBanglapic.twitter.com/06cpl4cbRE
বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী শ্রী @narendramodi জীর জলপাইগুড়িতে ''গণতন্ত্র বাঁচাও'' জনসভায় আগামীকাল ০৮-০২-২০১৯, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে দলে দলে যোগদান করুন। pic.twitter.com/eQMfrkHmkD
নরেন্দ্র মোদীর সভার প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে, গতকাল ফেসবুকে এই পোস্টটি করে বিজেপি।
Feb 8, 2019 11:23 AM
এই জাতীয় সড়কের উদ্বোধনের সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
Feb 8, 2019 11:22 AM
৪১.৭ কিলোমিটার দীর্ঘ এই জাতীয় সড়কে নির্মাণ খরচ ১৯৩৮ কোটি টাকা, এই সড়কে থাকছে ৩টি রেলওয়ে ওভারব্রিজ, ৩টি যানবাহন আন্ডারপাস, ৮টি ব্রিজ ও ১৭টি সংযোগ রক্ষাকারী ব্রিজ।
Feb 8, 2019 11:20 AM
এদিনই চার লেনের ফালাকাটা-সালসাম্বারী জাতীয় সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
Feb 8, 2019 11:18 AM
জলপাইগুড়ির ময়নাগুড়িতে নরেন্দ্র মোদীর সভা ঘিরে কড়া করা নিরাপত্তা ব্যবস্থা।
Read More
Oneindia এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদপান.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more