For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Live Bangla Bandh- বাস ভাঙচুর ও আগুনে কঠোর পদক্ষেপ পুলিশের, গ্রেফতার ১৬০০

বিজেপি-র ডাকা বাংলা বনধ-এ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে হিংসার ঘটনা। কলকাতা থেকে শহরতলিমুখী ট্রেন যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়েছে।

Google Oneindia Bengali News

বিজেপি-র ডাকা বাংলা বনধ-এ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে হিংসার ঘটনা। কলকাতা থেকে শহরতলিমুখী ট্রেন যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়েছে। ইসলমাপুরে ২ ছাত্রের মৃত্যুর প্রতিবাদে এই বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। বনধ সর্বাত্মক করতে বিজেপি কর্মী ও সমর্থকরা জান লড়িয়ে দেবেন বলেই গতকাল দাবি করেছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বাংলা বনধের লাইভ আপডেট জানুন

বনধকে কর্মনাশা অ্যাখ্য়া দিয়ে তা সকাল থেকে প্রতিরোধ করতে তৎপর রাজ্য সরকার। গতকালই রাজ্যের পরিষদীয় দলনেতা পার্থ চট্টোপাধ্যায় বনধ ব্যর্থ করতে সকলের কাছে আবেদন রাখেন। কলতাতা শহরেই বনধ মোকাবিলায় নামানো হয়েছে ৪ হাজার পুলিশ কর্মী। আইন-শৃঙ্খলা ঠিক রাখতে ৬০ জনেরও বেশি উচ্চ-পদস্থ পুলিশ অফিসারদের নামানো হয়েছে। এছাড়াও রাজ্যের সর্বত্র এদিন সরকারি বাসের সংখ্যা যথেষ্টভাবে বাড়ানো হয়েছে।

Newest First Oldest First
7:42 PM, 26 Sep

'প্রমাণ হয়ে গেল মানুষ আমাদের সমর্থন করছেন'- এই দাবি লিখে এমন সব ছবি টুইট করেছেন লকেট চট্টোপাধ্যায়।
7:34 PM, 26 Sep

শিলিগুড়িতে বনধ সফল হয়েছে বলে দাবি করে এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিজেপি।
7:32 PM, 26 Sep

বনধ সফল হয়েছে বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় এমনই সব ছবি পোস্ট করেছে রাজ্য বিজেপি
7:31 PM, 26 Sep

কোচবিহারে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল বনধ সমর্থনকারীদের।
7:30 PM, 26 Sep

শিলিগুড়িতে সায়ন্তন বসুর নেতৃত্বে বিজেপি-র মিছিল।
7:13 PM, 26 Sep

পাণ্ডুয়ায় স্কুলের মধ্যে বোমা মারার অভিযোগ, দাবি গতকাল স্কুল বন্ধ রাখার জন্য চিঠি পাঠিয়েছিল বিজেপি, কিন্তু স্কুল কর্তৃপক্ষ স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেয়, আজ স্কুল চলাকালীন ক্যাম্পাসের মধ্যে বোম পড়ে, তদন্তে নেমেছে পুলিশ।
7:11 PM, 26 Sep

রাসবিহারি থেকে দুপুরে বিজেপি-র বনধ মিছিল, যাতে অংশ নেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ বিজেপি-র রাজ্য স্তরের শীর্ষ নেতারা।
7:09 PM, 26 Sep

বনধে রাজ্যে মোট তিনিট বাসে আগুন ধরানো হয়েছে, ইসলামপুর, কলকাতা ও ঝাড়গ্রামে তিনটি ঘটনা ঘটেছে।
7:05 PM, 26 Sep

মধ্যমগ্রামে ডিপিএস মেগাসিটি- স্কুল বাসে হামলা বনধ সমর্থনকারীদের, বাসে ইট দিয়ে ভাঙচুর, বাসে আগুন লাগানোরও হুমকি,স্কুল বাসটিতে ১২ জন ছাত্র-ছাত্রী ছিল, অধিকাংশ ছাত্র-ছাত্রী ক্লাস ফাইভ ও ক্লাস সিক্সের, বাকিরা ক্লাস নাইট, টেন ও টুয়েলভ-এর।
6:05 PM, 26 Sep

বাসে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা, পুলিশকে মারধরে সম্পত্তি ধ্বংস-এর সংশোধিত আইন লাগু করা হচ্ছে বলে জানিয়েছেন আইজি আইন-শৃঙ্খলা অনুজ গুপ্ত।
6:03 PM, 26 Sep

রাজ্য জুড়ে ১৬০০ বনধ সমর্থনকারীকে গ্রেফতার করা হয়েছে, এদের মধ্যে ৫০ জনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়েছে, জানালেন আইজি আইন-শৃঙ্খলা অনুজ গুপ্ত।
3:12 PM, 26 Sep

ইসলামপুরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বনধ সমর্থনকারীদের।
3:09 PM, 26 Sep

কলকাতায় বনধের সমর্থনে বিজেপি-র মিছিল, হাটলেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্য়ায়রা।
3:08 PM, 26 Sep

কলকাতায় বেব্রোর্ন রোডে বাসে আগুন বনধ সমর্থনকারীদের।
1:40 PM, 26 Sep

বনধের জেরে হাওড়া ও শিয়ালদহ থেকে ৪৬ টি লোকাল ট্রেন বাতিল।
1:23 PM, 26 Sep

মাথাভাঙায় বনধ বিরোধী মিছিল তৃণমূল কংগ্রেসের।
12:41 PM, 26 Sep

বাংলা বনধের সমর্থনে বিজেপি-র মিছিল, হাঁটলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
12:29 PM, 26 Sep

ফেসবুক লাইভ করে কলকাতার রাস্তার ছবি তুলে ধরলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন, সেইসঙ্গে তিনি বলেন, '২০১৯ বিজেপি ফিনিস'।
12:28 PM, 26 Sep

বাংলা বনধের দিনে এমনই শুনশান ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল বিজেপি পশ্চিমবঙ্গ-এর আইটি সেল।
12:27 PM, 26 Sep

ইসলামপুরে এভাবেই চলছে বনধকারীদের অবরোধ।
12:25 PM, 26 Sep

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ৫০০-রও বেশি বনধ সমর্থকারীকে মিছিল থেকে গ্রেফতার করল পুলিশ।
11:25 AM, 26 Sep

বসিরহাটে জোর করে বনধ করায় বিজেপি-র চার নেতাকে গ্রেফতার করল পুলিশ।
11:05 AM, 26 Sep

বারাসত স্টেশনে অবরোধ তুলতে আজ সকালে লাঠিচার্জ করে পুলিশ।
11:00 AM, 26 Sep

বাংলা বনধে কলকাতা এবং শহরতলির এমনই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই বিজেপি নেত্রী।
10:58 AM, 26 Sep

বনধকারীদের 'স্টুপিড' বলে এমনই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন এক সাধারণ মানুষ, মেট্রো-র ছবিটা তিনি তুলে ধরেছেন।
10:57 AM, 26 Sep

হাওড়ায় রাস্তায় বাস আটকালো বনধ সমর্থকরা।
10:55 AM, 26 Sep

ভদ্রেশ্বর রেলওয়ে স্টেশনে বিজেপি মহিলা মোর্চার অবরোধ, পরে পুলিশ তাদের গ্রেফতার করে।
10:52 AM, 26 Sep

ইসলামপুরে শিলিগুড়িমুখী একটি সরকারি বাসে ভাঙচুর ও আগুন লাগাল বনধ সমর্থনকারীরা।
10:51 AM, 26 Sep

উত্তর দিনাজপুরে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাইলট কারে হামলা বনধ সমর্থকদের, পাইলট কার ও পুলিশের একটি ভ্যানে ভাঙচুর করা হয়।
10:50 AM, 26 Sep

শিলিগুড়ি ও নকশালবাড়ি এলাকায় ১২ জন বনধ সমর্থনকারীকে গ্রেফতার করল পুুলিশ।
READ MORE

English summary
BJP called 12 hours strike through out West Bengal today. Though State Government are serious to keep the life normal. They have put all kinds of afford to flliure the Bangla Bandh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X