For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Bharat Bandh Live- এফআইআর দায়েরের সিদ্ধান্ত, বনধ সর্বাত্মক বলে দাবি সূর্যকান্তর

বামেদের ট্রেড ইউনিয়নগুলির ডাকে দেশজুড়ে বনধ শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ১৮টি শ্রমিক সংগঠন এই বনধে সামিল হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই এরাজ্যেও বনধ শুরু হয়েছে।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

বামেদের ট্রেড ইউনিয়নগুলির ডাকে দেশজুড়ে বনধ শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ১৮টি শ্রমিক সংগঠন এই বনধে সামিল হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই এরাজ্যেও বনধ শুরু হয়েছে। শহরের একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে বনধ সমর্থনকারীরা। গড়িয়ায় বাসে ভাচুরও হয়।

ভারত বনধের লাইভ আপডেট পেতে এখানে ক্লিক করুন

জেলায় জেলায় অবরোধ করেন বনধ সমর্থনকারীরা। বিভিন্ন স্টেশনে রেল রোকে কর্মসূচি নেওয়া হয়। সরকারি বাসেও ভাঙচুর হয়।

Newest First Oldest First
8:52 PM, 8 Jan

মালদহে বনধের সমর্থনে মিছিল।
8:51 PM, 8 Jan

কর্ণাটকে বনধ সমর্থনকারীদের মিছিল।
8:50 PM, 8 Jan

মোরাদাবাদে সাহারানপুর-হরিদ্বার রেলরুটে অবরোধ।
8:48 PM, 8 Jan

বিহারের সামস্তিপুরে মিড ডে মিল কর্মীদের বনধ।
8:48 PM, 8 Jan

দুর্গাপুর শিল্পাঞ্চলে বনধ, মিছিল করছেন বনধ সমর্থনকারীরা।
8:45 PM, 8 Jan

বিহারে বনধের আরও এক ছবি
8:41 PM, 8 Jan

কলকাতার কলেজ স্ট্রিটে বনধের সমর্থনে মিছিল।
8:30 PM, 8 Jan

অঙ্গনওয়াড়ি কর্মীদের রাস্তা অবরোধ বিহারে।
8:29 PM, 8 Jan

পালঘর জেলায় মুম্বই-বরোদা-জয়পুর-দিল্লি জাতীয় সড়কে অবরোধ অন্তত ৫ হাজার বনধ সমর্থনকারীর।
8:27 PM, 8 Jan

হরিয়ানা-তেও বনধের জন্য বিভিন্ন স্থানে মিটিং, মিছিল ও সমাবেশ হয়।
8:27 PM, 8 Jan

বানারহাটে বনধের সমর্থনে এদিন চা-বাগানে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।
8:25 PM, 8 Jan

বনধের সমর্থনে নাগপুরে শ্রমিকদের জমায়েত।
8:24 PM, 8 Jan

ছত্তিসগঢ়ে অঙ্গনওয়াড়িকর্মীরাও এদিন বনধে সামিল হয়েছিলেন।
8:23 PM, 8 Jan

বেঙ্গালুরু-তে বনধের সমর্থনে মিছিল।
8:22 PM, 8 Jan

মোদীর রাজ্য গুজরাটেও বনধে সামিল হয়েছিলেন অসংখ্য শ্রমিক।
8:21 PM, 8 Jan

পালওয়ালে বনধের সমর্থনে জমায়েত।
8:21 PM, 8 Jan

বনধের সমর্থনে পঞ্জাবের বেশকিছু স্থানে এদিন জনজীবন অচল হয়েছিল।
8:20 PM, 8 Jan

জম্মু ও কাশ্মীরেও বনধের সমর্থনে বাইরে বেরিয়েছিল মানুষ, সেই ছবি পোস্ট করেছে সিটু।
8:11 PM, 8 Jan

বনধে বাঁকুড়া বিপর্যস্ত জনজীবনের ছবি।
8:10 PM, 8 Jan

নদীয়ায় বনধ সমর্থনকারীদের মিছিল ও রাস্তা রোকো।
8:10 PM, 8 Jan

বনধের দিনে কাকদ্বীপ বাজারের শুনশান চেহাড়া।
8:09 PM, 8 Jan

বনধ নিয়ে ফেসবুক লাইভ দক্ষিণ ২৪ পরগনার সিপিএম জেলা সম্পাদক শমীক লাহিড়ির।
8:08 PM, 8 Jan

বনধের সমর্থনে বামপন্থীদের মিছিল হেঁদুয়া থেকে শ্য়ামবাজার, হাঁটছেন বিমান বসু।
8:07 PM, 8 Jan

ব্যারাকপুর স্টেশনে ট্রেন অবরোধের ছবি, যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সিপিএম।
8:06 PM, 8 Jan

বনধের প্রথম দিন বিকেলে হরিপালে বনধ সমর্থনকারীদের রোল রোকো কর্মসূচি।
8:05 PM, 8 Jan

রায়গঞ্জে সাংবাদিক সম্মেলন করছেন সিপিএম-এর জেলা সম্পাদক অপূর্ব পাল।
8:04 PM, 8 Jan

বনধের সন্ধ্যায় এমনই জনশূন্য চেহারা শিয়ালদহ স্টেশনে, ছবি পোস্ট করে দাবি সিপিএম-এর।
8:04 PM, 8 Jan

বনধের সন্ধ্য়ায় খান্না মোড়ের ছবি।
7:50 PM, 8 Jan

জ্য়োতিপ্রিয় মল্লিকের 'উত্তম-মধ্যম' মন্তব্যে পাল্টা তোপ সূর্যকান্তর, রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে, জানালেন সিপিএম-এর রাজ্য সম্পাদক, বনধ সর্বাত্মক হয়েছে বলেও দাবি, আর কী বললেন তিনি? জানুন।
7:09 PM, 8 Jan

২৪ ঘণ্টার মধ্যে তাঁদের আদালতে পেশ করতে না পারায়, সমস্যায় পড়ে প্রশাসন। শেষমেশ গ্রেফতার হওয়া সমস্ত বনধ পালনকারীদেরই নিঃশর্তে মুক্তি দেওয়ার কথা জানায় প্রশাসন।
READ MORE

English summary
Bharat Bandh for 48 hours has started from the morning. To get the live update click here.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X