For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Amit Shah Live- মহাজোট থেকে সিন্ডেকেট রাজ নিয়ে মমতার সরকারকে তোপ অমিতের

অবশেষে এরাজ্যে শুরু হচ্ছে বিজেপি-র গণতন্ত্র বাঁচাও জনসভা। আজ থেকে মালদহে অমিত শাহ এই সভার যাত্রা শুরু করছেন।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

অবশেষে এরাজ্যে শুরু হচ্ছে বিজেপি-র গণতন্ত্র বাঁচাও জনসভা। আজ থেকে মালদহে অমিত শাহ এই সভার যাত্রা শুরু করছেন। মালদহের সাহাপুরে যে ৩০ বিঘা জমিতে অমিত শাহর সভা করা হচ্ছে তা এক ব্যক্তির। তরুণ ঘোষ নামে ওই ব্যক্তি স্থানীয় এলাকায় সিপিএম নেতা বলেই পরিচিত। বিজেপি-র আশা তরুণ ঘোষের মতো বাম নেতাকে দলে টেনে নিয়ে মালদহে সিপিএম-র অন্দরমহলে যেমন ভাঙন ধরানো যাবে তেমনি তৃণমূলকেও কড়া চ্যালেঞ্জের সামনে ফেলা সম্ভব।

অমিত শাহ-র সভার Live Update পেতে ক্লিক করুন

এদিনের সভায় বিজেপি অন্তত ২ লক্ষ মানুষকে এখানে হাজির করানোর লক্ষ্যমাত্রা নিয়েছে। শুধু মালদহ নয় দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর থেকে লোক এনে সভা ভরানো হচ্ছে। মালদহের সাহাপুর এলাকায় প্রায় পাঁচ দশক ধরে আরএসএস সংগঠন রয়েছে। মানিকচক, রতুয়া-র মতো এলাকাতেও আরএসএস-এর যথেষ্ট মজবুত ভিত রয়েছে। মালদহ জেলা রাজনীতির কারবারিদের মতে অমিত শাহ-র সভা-তেই তাই ভীষণভাবে সংক্রিয় ভূমিকা নিয়েছে আরএসএস।

মালদহে অমিত শাহর সভা, দেখুন সরাসরি লাইভ

Newest First Oldest First
3:15 PM, 22 Jan

বক্তব্য শেষ করলেন অমিত শাহ।
3:09 PM, 22 Jan

'কন্য়াকুমারী থেকে অসম, বাংলা- যেখানেই যান একটা আওয়াজ-ই শুধু কানে বাজবে মোদী মোদী-মোদী।'-- অমিত শাহ
3:08 PM, 22 Jan

'কেন্দ্রে এই মজবুত সরকার একমাত্র নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি-দিতে পারে।'- অমিত শাহ।
3:07 PM, 22 Jan

'মহাজোটের সমস্ত নেতারা চান কেন্দ্রে একটা দূর্বল সরকার হোক যাতে তাঁরা দুর্নীতি চালিয়ে যেতে পারেন, আর আমরা চাই একটা একটা মজবুত সরকার দিতে যাতে এই দুর্নীতি বন্ধ করা যায়।'- অমিত শাহ
3:05 PM, 22 Jan

'জোট-জোট বলে আওয়াজ তোলেন, আর কতবার এমন জোট হবে, যেখানে দেশপ্রেমের বিন্দুমাত্র লেসমাত্র ছিল না, শুধু একটাই আওয়াজ মোদী হঠাও।'- অমিত শাহ।
3:01 PM, 22 Jan

'সভা শেষ হলেই আমার বিরুদ্ধে মামলা হবে, আর কত মামলা করবেন, আমরা মামলাতে দমবার পাত্র নই।'- অমিত শাহ
3:00 PM, 22 Jan

'কেন্দ্রে এখন সপ্তম পে কমিশন চলছে আর এই রাজ্যে ৪-৫ পে কমিশনেই আটকে আছে।'- অমিত শাহ।
2:59 PM, 22 Jan

'যতই হেলিকপ্টার নামতে নমা দেওয়া হোক, রথযাত্রা বের করতে না দেওয়া হোক আমরা লড়াই থেকে পিছু হঠব না, মমতাদিদি শুনে নিন আমরা যেভাবেই হোক লড়াই করব এবং আপনার সরকারকে উৎখাত করেই ছাড়।'- অমিত শাহ।
2:57 PM, 22 Jan

'প্রশাসনকেও রাজনৈতিক করে দিয়েছে। আর তার জন্য আমার হেলিকপ্টার নামতে দেওয়া হয় না।'- অমিত শাহ।
2:56 PM, 22 Jan

'আমরা বাংলায় কল-কারখান নতুব করে খুলতে চাই, আপ বোমা তৈরির কারখানাকে বন্ধ করতে চাই, এককালে যে বাংলায় রবীন্দ্র সঙ্গীত আকাশ-বাতাসে গুঞ্জরিত হত সেখানে এখন বারুদ আর বোমা-র গন্ধ।'- অমিত শাহ।
2:55 PM, 22 Jan

'এখানে সিন্ডিকেট রাজ চলে, আমাদের গুজরাটে কোনও সিন্ডিকেট রাজ নেই, সেখানে প্রত্যেকে নিজের খুশি মতো জীবন যাপন করে, এমন নিস্কর্মা সরকারকে উৎখাত করুন।'- অমিত শাহ।
2:53 PM, 22 Jan

'তৃণমূলের এমন বাংলাকে মুক্ত করুন, এবার একবার অন্তত মোদীর ঝুলিতে ভোটগুলো দিয়ে পরখ করে নিন।'- অমিত শাহ।
2:52 PM, 22 Jan

'এখানে দুর্গাপুজোর বিসর্জনের অনুমতি দেওয়া হয় না, এ কোনও বাংলা,দুর্গাপুজোর বিসর্জন কি তাহলে পাকিস্তানে গিয়ে হবে।'- অমিত শাহ।
2:52 PM, 22 Jan

'এবারের নির্বাচনে অনুপ্রবেশ একটা বড় ইস্যু হতে চলেছে, মমতাদিদি কীভাবে তার মোকাবিলা করবেন।' অমিত শাহ।
2:51 PM, 22 Jan

'পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, এনআরসি এনে পরিস্থিতি সামলানোর চেষ্টা করা হলে তারও বিরোধিতা করা হচ্ছে।'- অমিত শাহ।
2:48 PM, 22 Jan

'৩ লক্ষ ৯৫ হাজার কোটি টাকা বাংলার উন্নয়নে দিয়েছে মোদি সরকার, কিন্তু, এত অর্থও কম পড়ে যাচ্ছে মমতার, কারণ সেই টাকা লুঠ হয়ে যাচ্ছে।'- অমিত শাহ।
2:47 PM, 22 Jan

'এতবড় একটা ব্রিগেড জনসভা হল অথচ কোথাও দেশভক্তির দেখা মেলেনি, এত এত নেতা এসেছিলেন কেউ কখনও ভারতমাতার নামে জয়ধ্বনি দেননি এমনকী জয়হিন্দও বলেননি। শুধু মোদি-কে আক্রমণ করে গেলেন।' অমিত শাহ।
2:45 PM, 22 Jan

'এবারের লোকসভা ভোটে ভয় পাওয়ার কিছু নেই, প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, সুতরাং ভয় পাবেন না, নির্ভয়ে শুধু ভোট দিন, আর তৃণমূলকে হঠানোর জন্য যা যা করার দরকার সেটা করুন।'- অমিত শাহ।
2:43 PM, 22 Jan

'গণতন্ত্র বাঁচাও যাত্রা নিয়ে আতঙ্কিত ছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়, তাই তিনি যাত্রার অনুমতি দেননি।'-- অমিত শাহ।
2:41 PM, 22 Jan

'বাম ও তৃণমূলের শাসনে এখন পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা-র বেহাল দশা। অথচ একটা সময় দেশের শিল্পের মূল পীঠস্থেন ছিল এই বাংলা। এথন সেখানে উন্নয়নের হার অত্যন্ত সাধরণ অবস্থায় নেমে এসেছে।'- অমিত শাহ
2:39 PM, 22 Jan

'আন্দামান নিকোবরে সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসু-কে মরোণত্তর অবস্থায় সম্মানিত করা হয়েছে, এই সম্মান গোটা বাংলার।' অমিত শাহ।
2:38 PM, 22 Jan

'তৃণমূলের সন্ত্রাস থেকে বাংলা থেকে উদ্ধারের এই নির্বাচন, এখানে জন্ম নিয়েছেন রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দজি, রবীন্দ্রনাথ টেগোর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু-দের জন্মস্থান। অথচ এখানে সরকারে বসে আছে তৃণমূলেরমতো সরকার।'
2:36 PM, 22 Jan

'সামনে লোকসভা নির্বাচন যা দেশের সরকারের ভবিষ্যৎ ঠিক করে দেবে, কিন্তু এর থেকে বেশি গুরুত্বপূর্ণ এরাজ্যের তৃণমূল সরকার, যাদের উৎখাত করতেই হবে।'- অমিত শাহ।
2:35 PM, 22 Jan

'মমতা বন্দ্যোপাধ্যায়-কে উৎখাত করতে যারা আজ এখানে জড়ো হয়েছেন তাঁদের স্থান ধারণের জন্য এই প্যান্ডেলও ছোট হয়ে গিয়েছে।'- অমিত শাহ।
2:33 PM, 22 Jan

'মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উপড়ে ফেলতে হবে', বক্তব্যের শুরুতেই জনসভায় আহ্বান অমিত শাহর।
2:32 PM, 22 Jan

'মালদহের দুটো আসনই বিজেপি-কে জেতাতে হবে', আহ্বান দিলীপ ঘোষের।
2:31 PM, 22 Jan

'লোকসভা নির্বাচনে আমাদের এরাজ্য়ে অর্ধেক আসন জিততে হবে, অমিত শাহ-জি এই চ্য়ালেঞ্জ দিয়েছেন, আমাদের এই টার্গেট-এ পৌঁছতেই হবে।'- দিলীপ ঘোষ।
2:30 PM, 22 Jan

'আমাদের সভা করতে দেওয়া হয় না নিরাপত্তার কথা বলে অথচ সেই একই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীরা সভা করে যান।'- দিলীপ ঘোষ।
2:29 PM, 22 Jan

'৩২টি লোকসভায় বিজেপি-র জনসভা হবে, যাতে অংশ নেবেন রাজনাথ সিং, স্মৃতি ইরানি-রা।'- দিলীপ ঘোষ
2:28 PM, 22 Jan

'পঞ্চায়েত নির্বাচনের হিংসা থেকে এখন পর্যন্ত বিজেপি-র ৮৯ জন-কে হত্য়া করা হয়েছে।'- দিলীপ ঘোষ।
READ MORE

English summary
Amit Shah starts his election campaign in West Bengal from Tuesday. After so many date cancellation Amit Shah is doing a public meeting in the state. To get the live update click here.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X