For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE জয় বাংলা বাজেট বলে ব্যাখ্যা মমতার! ভাঁড়ে মা ভবানী বলে কটাক্ষ শুভেন্দুর

Google Oneindia Bengali News

২০২২-২০২৩ রাজ্য বাজেট পেশ করছে তৃণমূল কংগ্রেস সরকার। ২০২১ সালে জিতে আসার পরে ফের একবার পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছিল। কিন্তু রাজ্যপালের বাজেট ভাষণের আগেই বাধা দেয় বিজেপি। পুরভোটে সন্ত্রাসের অভিযোগ এনে বিজেপির বিপুল বিক্ষোভে বিব্রত রাজ্যপাল ভাষণ দিতেই পারেননি। তবে রাজ্যপাল পরে অল্প ভাষণ দিয়ে চলে যান। এতেই শুরু হয়ে যায় বাজেট অধিবেশন। কিন্তু এই পরিস্থিতি কখনও তৈরি হয়নি। এর জন্য ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "পরিকল্পিত কাজ করেছে বিজেপি। অসভ্য আচরণ। ওরা কাউকে সম্মান দিতেই জানে না। গণতন্ত্র মানে না। সব হেরে গিয়ে এসব করে। রাজ্যপালকে বিধানসভায় আসার জন্য রাজভবনে গিয়ে ধন্যবাদ জানিয়ে আসবেন বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়"

LIVE পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট ২০২২ সমস্ত আপডেট

Newest First Oldest First
11:12 PM, 11 Mar

স্বরাষ্ট্র এবং পার্বত্যবিষয়ক দফতরে বরাদ্দ করা হল ১২ হাজার ৫৫৭ কোটি টাকা। উত্তরবঙ্গের উন্নয়নে ৭৯৭ কোটি ৪৩ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব।
10:32 PM, 11 Mar

সুন্দরবনের উন্নয়নে বরাদ্দ করা হয়েছে ৭২০ কোটি ৮৪ লক্ষ টাকা।
9:28 PM, 11 Mar

পরিবেশের উন্নয়নে বরাদ্দ ৯৯ কোটি টাকা।
8:39 PM, 11 Mar

বনবিষয়ক উন্নয়নেও এবার অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রায় ৯৩৮ কোটি ৪৭ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব
8:28 PM, 11 Mar

বিজ্ঞান, প্রযুক্তি এবং বায়েটেকনোলজি সংক্রান্ত দফতরের জন্য ৭২ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব
8:12 PM, 11 Mar

স্বাস্থ্য এবং পরিবার কল্যানে ১৭ হাজার ৫৭৬ কোটি ৯০ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব
7:14 PM, 11 Mar

এক হাজার ৭৮৮ কোটি ১৪ লক্ষ টাকা বরাদ্দ পরিবহনে
6:59 PM, 11 Mar

পর্যটনের উন্নয়নে ৪৬৭ কোটি ৯৫ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব
6:52 PM, 11 Mar

নারী এবং শিশু কল্যান প্রকল্পে ১৭.৫ গুণ বরাদ্দ বাড়ল। ১৯ হাজার ২৩৮ কোটি ২৭ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব।
6:32 PM, 11 Mar

স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়ের ঘোষণা করা হয়েছে। আর তা বাড়িয়ে ৩০ সেটেম্বর পর্যন্ত করা হয়েছে।
6:07 PM, 11 Mar

দু’হাজার ১৭৮ কোটি ৮২ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব পিছিয়ে পড়া শ্রেণির জন্য
5:45 PM, 11 Mar

উপজাতির উন্নয়নের জন্য এক হাজার ৮৯ কোটি ৭৮ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব।
5:45 PM, 11 Mar

আগামী ২০২২-২৩ অর্থবছরে সেচ এবং জলপথ পরিবহণে ৩,৮০০.০৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
5:31 PM, 11 Mar

এবারের বাজেটে সিএনজি চালিত গাড়িতে রেজিস্ট্রেশনে ব্যাপক ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এমনকি সিএনজি চালিত গাড়িতে ২ বছরের জন্য রোড ট্যাক্স মকুবের কথা বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মনে করছে
5:10 PM, 11 Mar

সিএনজি চালিত গাড়িতে ২ বছরের জন্য রোড ট্যাক্স মকুব। সিএনজি চালিত গাড়িতে রেজিস্ট্রেশনে ছাড়। রেজিস্ট্রেশন ফি মকুবের প্রস্তাব।
4:53 PM, 11 Mar

মমতার বাজেট সম্পূর্ণ ভাবে রাজনৈতিক একটি বিবৃতি। দিশাহীন এবং পরিকল্পনাহীন বলেও তোপ বিরোধী দলনেতার।
4:45 PM, 11 Mar

নতুন হাসপাতাল, নতুন সেতু, নতুন সেচ প্রকল্পের কথা নেই এই বাজেটে। এমনকি জঙ্গলমহল, সুন্দরবন কিংবা উত্তরবঙ্গ উন্নয়নের ক্ষেত্রেও কোনও নতুন কিছু ঘোষণা করা হয়নি।
4:37 PM, 11 Mar

এজেন্সিকে ভয় পাচ্ছে তৃণমূল! তোপ শুভেন্দুর
4:24 PM, 11 Mar

রাজ্যের বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীরা হতাশ, বললেন শুভেন্দু অধিকারী
4:09 PM, 11 Mar

রাজ্য সরকারের ভাঁড়ে মা ভবানী! নতুন হাসপাতাল, নতুন সেতু, নতুন সেচ প্রকল্পের কথা নেই এই বাজেটে, তোপ শুভেন্দুর
3:41 PM, 11 Mar

মাছের তেলেই মাছ ভাজছে কেন্দ্র। দিনের পর দিন রাজ্যে থেকে টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে আর রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
3:36 PM, 11 Mar

বিজেপি শাসিত কোনও রাজ্য পেনশন দেয় না। সব বন্ধ করে দিয়েছে। একমাত্র বাংলায় ঠিক সময়ে পেনশন দেয়। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
3:25 PM, 11 Mar

২০২৪ লোকসভায় জেতা নিয়ে মোদীর বক্তব্যের তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রীর
3:21 PM, 11 Mar

ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, একনায়কতন্ত্র চলছে
3:16 PM, 11 Mar

গ্যাসের দাম আরও বাড়বে বলে আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের
3:16 PM, 11 Mar

একমাত্র বাংলা পেনশন দেয় সরকারি কর্মচারীদের। বিজেপির কোনও রাজ্য পেনশন দেয় না।
2:51 PM, 11 Mar

জিএসটি'র ভাগ আমাদের দিচ্ছে না। মাছের তেলে মাছ ভাজা হছে। ৯০ হাজার কোটি টাকা। পাই কেন্ের
2:49 PM, 11 Mar

কৃষক বন্ধু প্রকল্প থেকে লক্ষ্মীর ভান্ডারে ব্যাপক কাজের কথা উল্লেখ করেন মমতা। ১০ বছরে ১ লক্ষ্যেরও বেশি কিমি রাস্তা তৈরি হয়েছে। রাস্তায় বিপ্লব!
2:47 PM, 11 Mar

কৃষি ক্ষেত্রে ৩৩.২ গুণ বাজেট বরাদ্দ বেড়েছে। উচ্চ শিক্ষায় ২৫.৪ গুণ বেড়েছে বরাদ্দ। মহিলা এবং শিশু কল্যাণে ১৭.৫ গুণ বেড়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
2:46 PM, 11 Mar

সমস্ত প্রকল্প চলবে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
READ MORE

English summary
West Bengal State Budget 2022 LIVE: Get All The Budget News, Latest Updates, Highlights, Analysis in Bengali Oneindia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X