For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার প্রথম মোম যাদুঘরে ছবি তুলুন তারকাদের সঙ্গে!

Google Oneindia Bengali News

কলকাতার প্রথম মোম যাদুঘরে ছবি তুলুন তারকাদের সঙ্গে!
কলকাতা, ৩ নভেম্বর : আরও কাছে পান তারকাদের। একসঙ্গে ছবি তুলতে পারবেন পছন্দের তারকার সঙ্গে। তাও আবার কলকাতাতেই। হ্যাঁ, লন্ডনের মাদাম তুসোর মোম যাদুঘরের আদলে এবার তিলোত্তমা পেতে চলেছে প্রথম মোম যাদুঘর। কলকাতা চলচ্চিত্র উৎসবের মরশুমেই ১০ নভেম্বর উদ্বেধন হবে কলকাতার প্রথম মোম যাদুঘরের।

প্রাথমিকভাবে ১৯ টি জীবন্ত পরিমাপের মোমের পুতুল এই যাদুঘরে রাখা হবে। মাদার টেরেসার নামে এই যাদুঘরের নাম রাখা হচ্ছে মাদার্স ওয়্য়াক্স মিউজিয়াম। ঐতিহাসিক ব্যক্তিত্বের পাশাপাশি ভারতীয় চলচ্চিত্রের উজ্জ্বল জ্যোতিষ্কের মোমের মূর্তি স্থান পাবে এই যাদুঘরে। দর্শনার্থীরা সুযোগ পাবেন পছন্দের তারকাদের মোমের মূর্তির সঙ্গে ছবি তোলার।

রাজারহাট নিউ টাউনের ফিন্যান্স সেন্টারে ৫০০০ বর্গফুট জায়গা জুড়ে গড়ে উঠছে এই যাদুঘর। বিশিষ্ট ভাষ্কর্য শিল্পী সুশান্ত রায় এই মূর্তিগুলির দায়িত্বে রয়েছেন। বর্ধমানের আসানসোলে সুশান্তবাবুর নিজস্ব একটি আয়তনে ছোট মোম যাদুঘর পয়েছে।

সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সুশান্তবাবু জানিয়েছেন, আগামী ১০ নভেম্বর মাদার্স ওয়্য়াক্স মিউজিয়াম উদ্বোধন হবে। প্রথমদিকে ১৯ টি মোম মূর্তির প্রদর্শন করা হবে। চাহিদার সঙ্গে সঙ্গে আরও মূর্তি যোগ করা হবে এই সংগ্রহে।

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, ক্রিকেট কিংবদন্তী শচীন তেণ্ডুলকর, অভিনেতা শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনের মতো ব্যক্তিদের মূর্তি রাখা হচ্ছে প্রদর্শনীতে। এই পরিকল্পনাটি বাস্তবায়নের পিছনে রয়েছে হাউজিং ইনফ্রাস্ট্রাকচর ডেভলপমেন্ট কর্পোরেশন।

সূত্রের খবর অনুযায়ী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মোম যাদুঘরের উদ্বোধন করতে পারেন। সঙ্গে থাকতে পারেন অমিতাভ বচ্চন এবং বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খান। ২০ তম কলকাতা চলচ্চিত্র উৎসব উপলক্ষে সেইসময় কলকাতাতেই থাকার কথা অমিতাভ ও শাহরুখের।

English summary
Get close to celebs at Kolkata's first wax museum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X