For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী হবে 'জাগো বাংলা'-র ভবিষ্যৎ, সৃঞ্জয়ের গ্রেফতারির পর জল্পনা তু্ঙ্গে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

নননন
কলকাতা, ২৭ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের মুখপত্র 'জাগো বাংলা'-র ভবিষ্যৎ কী হবে? সৃঞ্জয় বসুর গ্রেফতারির পর এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। এ ব্যাপারে শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায়কে জরুরি সিদ্ধান্ত নিতে হবে।

সিপিএমের যেমন 'গণশক্তি', তৃণমূলের তেমন 'জাগো বাংলা' পত্রিকা। তবে 'জাগো বাংলা' প্রকাশিত হয় প্রতি সপ্তাহে। এখনও তা দৈনিক হয়নি। 'সংবাদ প্রতিদিন' পত্রিকার অফিসেই 'জাগো বাংলা'-র প্রতিবেদন, নিবন্ধ ইত্যাদি লেখা হয়। তাদের নিজস্ব ছাপাখানা থেকেই তা ছাপা হয়ে বাজারে আসে। প্রথমদিকে কুণাল ঘোষ 'জাগো বাংলা' সম্পাদনা করতেন। ২০১৩ সালের নভেম্বরে সারদা-কাণ্ডে তিনি গ্রেফতার হন। তার পর থেকে 'জাগো বাংলা' সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন 'সংবাদ প্রতিদিন'-এর সম্পাদক তথা রাজ্যসভার সাংসদ সৃঞ্জয় বসু। একটি পত্রিকা প্রকাশ করা, ছাপানো ইত্যাদি ক্ষেত্রে যে ধরনের পরিকাঠামো দরকার, তা তৃণমূলের হাতে নেই। সেই কাজটাই যেচে করতেন সৃঞ্জয়বাবু।

কিন্তু সৃঞ্জয়বাবু গ্রেফতার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ঝেড়ে ফেলতে উদ্যোগী হয়েছেন। বলে দিয়েছেন, "বাইরের দু'-একজন কী করল, তার জন্য দলকে দোষী বলা যাবে না।" এই পরিপ্রেক্ষিতে সৃঞ্জয় বসুর পত্রিকা যদি 'জাগো বাংলা'-র দায়িত্ব ছেড়ে দেয়, তা হলে কী হবে, সেটা নিয়ে চলছে জল্পনা। সুতরাং, 'জাগো বাংলা' কীভাবে চলছে, তা ঠিক করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই। অবিলম্বে তিনি সম্পাদক নিয়োগ থেকে শুরু করা, ছাপাখানার ব্যবস্থা করা ইত্যাদি বিষয়ে নজর না দিলে সঙ্কটে পড়তে পারে 'জাগো বাংলা'-র ভবিষ্যৎ।

English summary
Future of TMC mouthpiece might be at stake after the arrest of Srinjoy Bose
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X