For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিক্ষক নিয়োগ নিয়ে মামলার জটে আটকে বহু চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ! মন্ত্রীর কাছে স্মারকলিপি

শিক্ষক নিয়োগ নিয়ে মামলার জটে আটকে বহু চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ! মন্ত্রীর কাছে স্মারকলিপি

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

শিক্ষক নিয়োগ নিয়ে মামলার জটে আটকে বহু চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ। মূলত কিভাবে পরীক্ষা দিয়ে পাস করেও চাকরিতে যোগ দিতে পারছেন না অনেক চাকরিপ্রার্থী। তাই সব প্রক্রিয়া শেষ করে পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনকে স্মারকলিপি দিলেন চাকরী প্রার্থীরা।

শিক্ষক নিয়োগ নিয়ে মামলার জটে আটকে বহু চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ! মন্ত্রীর কাছে স্মারকলিপি

যাতে মুখ্যমন্ত্রী পর্যন্ত তাদের দাবি দ্রুত পৌঁছতে পারে। তার জন্যই রবিবার অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণের কাছে স্মারকলিপি প্রদান করলেন মাথাভাঙ্গার চাকরিপ্রার্থীদের সংগঠন।

এ বিষয়ে আপার প্রাইমারি চাকরী প্রার্থী মঞ্চের পক্ষ থেকে রাজীব কুমার বর্মণ, সুধাংশু রায়, সোহরাব হোসেন, আব্দুর রহিম দ্বীপায়ন বিশ্বাসরা জানান, আমরা প্রায় দীর্ঘ সাত বছর ধরে চাকরীর প্রত্যাশায় দিন গুনছি কিন্তু কোনও সুরাহা হচ্ছেনা। তাই যাতে দ্রুত মামলা নিষ্পত্তি করে আমাদের নিয়োগ করা হয় সেই দাবি জানিয়ে মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণকে স্মারকলিপি প্রদান করলাম যাতে উনি বিষয়টি মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে দেন।

তাদের বক্তব্য, ২০১৪ সালে ফর্ম ফিলাপ হয় আপার প্রাইমারি পরীক্ষার এবং পরীক্ষা হয় ২০১৫ সালে। ২০১৬ সালে ফল প্রকাশ পায় এবং ২০১৮ সালে ইন্টারভিউ ও ডকিউমেন্ট ভেরিফিকেশন হয়। এরপর ২০১৯ সালে অক্টোবরে ফাইনালি প্যানেল লিস্ট বের হয়। কিন্তু ইতিমধ্যে আপার প্রাইমারি বিষয়ে বিভিন্ন মামলা দায়ের হয় হাইকোর্টে।

দীর্ঘ প্রায় সাত বছর কেটে গেলেও বিভিন্ন মামলার জটে আটকে আছে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া। এখনও সেই মামলার প্রক্রিয়া চলছে। কিন্তু এর জেরে যারা উত্তীর্ণ চাকরিপ্রার্থী তারাও মামলার জটে আটকে রয়েছে। তাই দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে আপার প্রাইমারি চাকরী প্রার্থী মঞ্চ সংগঠনের চাকরী প্রার্থীরা রবিবার অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণকে স্মারকলিপি প্রদান করে।

 করোনা আক্রান্তের নিরিখে রাজ্যে নয়া রেকর্ড! কলকাতার সঙ্গে পাল্লা উত্তর ২৪ পরগনার করোনা আক্রান্তের নিরিখে রাজ্যে নয়া রেকর্ড! কলকাতার সঙ্গে পাল্লা উত্তর ২৪ পরগনার

English summary
Future of many job seekers is stuck in the case of teacher recruitment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X