For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চতুর্থদফা ভোট শুরু হতেই মোদী ও মমতার পর পর টুইট, গণতন্ত্রের উৎসবে দিলেন বড় বার্তা

  • |
Google Oneindia Bengali News

ভোট উৎসবের 'চতুর্থী' শুরু হয়ে গেল! রাজ্যে ৪৪ আসনে ভোট দামামা বাজার আগে রাত থেকেই বিভিন্ন জায়গায় অশান্তির খবরও আসতে থাকে। এদিকে, সকাল সকাল যাতে মানুষ বিপুল পরিমাণে ভোটদান করে তার আর্জি জানিয়ে এদিন সকালেই দেশের প্রধানমন্ত্রী থেকে বাংলার মুখ্যমন্ত্রী দিলেন বড় বার্তা।

 ৪৪ আসনের মধ্যে ১১ কেন্দ্রে জোরালো ভোটার কারা?

৪৪ আসনের মধ্যে ১১ কেন্দ্রে জোরালো ভোটার কারা?

প্রসঙ্গত দেখা গিয়েছে ৪৪ আসনের মধ্যে এদিনের ভোটে অংশগ্রহণকারী ১১ টি আসনে সবচেয়ে শক্তিশালী ভোটব্যাঙ্ক মহিলাদের। সেদিকে নজর যে রাজনৈতিক ব্যক্তিত্বদের রয়েছে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে মোদী ও মমতার ভোট আপিল থেকে। উল্লেখ্য,দেখা গিয়েছে,৪৪ টির মধ্যে ১১ টি আসনে পুরুষ ভোটারদের সংখ্যা ১৫,৬৬,১৬১ জন। মহিলা ভোটারদের সংখ্যা১৫,৭০,৩৯২ জন। সেখানে যাদবপুরে মহিলা ভোটার ১৫৪২৩৯ জন, পুরুষ ভোটার ১৪৪৪২০ জন। বেহালা পশ্চিমে ভোটার ১৬০৫০২ জন, পুরুষ ভোটার ১৫২২৩৭ জন।

নরেন্দ্র মোদীর টুইট

নরেন্দ্র মোদীর টুইট

প্রসঙ্গত, দেশের প্রধানমন্ত্রী এদিন সকালে বাংলায় টুইট করেন। সেখানে লেখা ছিল, ' পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোট শুরু হয়েছে। আজকের ভোটদাতাদের কাছে রেকর্ড সংখ্যায় ভোটদানের আহবান জানাচ্ছি। তরুণ ও মহিলা ভোটারদেরও বিপুল সংখ্যায় ভোটদানের অনুরোধ জানাচ্ছি।' মোদীর নজরে যে মহিলা ভোটারদের সংখ্যা রয়েছে, তা তাঁর টুইটেই স্পষ্ট।

মমতার টুইট

মমতার টুইট

'আমি বাংলার সকল মা, ভাই ও বোনেদের আবেদন করব, সকলে আজ বিপুল সংখ্যায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। ' মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এমনই এক বক্তব্য রেখে এদিন সকালে টুইট করেছেন।

 ৪৪ আসনে ভোটগ্রহণ

৪৪ আসনে ভোটগ্রহণ

এদিন ভোটগ্রহণ চলছে মাথাভাঙা (এসসি), কোচবিহার উত্তর (এসসি), কোচবিহার দক্ষিণ, শীতলকুচি (এসসি), সিতাই (এসসি), দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ, কুমারগ্রাম (এসটি), কালচিনি (এসটি), আলিপুরদুয়ার, ফালাকাটা (এসসি), মাদারিহাট (এসটি), সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ, বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল (এসসি), পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, ডোমজুড়, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড় (এসসি), পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা

English summary
Fourth Phase polling of West Bengal Undergoes ,Mamata And Modi tweets for huge voting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X