For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চতুর্থ দফার ভোটে বাংলায় একাধিক হাইভোল্টেজ কেন্দ্রে লড়াই আসন্ন, একনজরে তালিকা

  • |
Google Oneindia Bengali News

বাংলার ভোট উৎসবের 'তৃতীয়া' কেটে গিয়েছে। এবার 'চতুর্থী'র অপেক্ষায় গোটা দেশ। বাংলরা নির্বাচন ঘিরে যেভাবে মমতা বনাম মোদীর সংঘাত উঠে আসছে তাতে গোটা দেশের নজর রয়েছে মমতার এই গড়ে। ভিন রাজ্যের বহু দলই বলছে, বাংলার নির্বাচন কার্যত দেশের আগামী দিনের জাতীয় রাজনীতির ট্রেন্ড সেট করে দেবে। ফলে ২০২৪ লোকসভা ভোটের আগেও এই নির্বাচন ব্যাপক পারদ চড়াচ্ছে। একনজরে দেখা যাক। চতুর্থ দফা ভোটে কোন কোন আসনে লড়াই হতে চলেছে পশ্চিমবঙ্গের বুকে।

চতুর্থদফায় ৪৪ আসন নজরে

চতুর্থদফায় ৪৪ আসন নজরে

বাংলার বুকে চতুর্থদফার ভোটে ৪৪ আসনে লড়াই হতে চলেছে ১০ এপ্রিল। এই পর্বে বোট দিতে চলেছেন হুগলি জেলার বাকি অংশের মানুষ। ভোট হবে হাওড়ার বাকি অংশে। এছাড়াও ভোট পর্ব চলবে দক্ষিণ ২৪ পরগনার বাকি অংশে। অন্যদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট সংঘাত দেখা যাবে ১০ এপ্রিল।

হাওড়ার আসন

হাওড়ার আসন

হাওড়ায় এই চতুর্থ দফার ভোটে থাকছে ৯ কেন্দ্রের হাড্ডাহাড্ডি লড়াই। হাওড়ার কেন্দ্র নম্বর ১৬৯ থেকে ১৭৬ পর্যন্ত ভোট হবে। এছাড়াও ১৮৪ নম্বর কেন্দ্রে ১০ এপ্রিল ভোট হবে। ফলে হাওড়ায় ভোট হবে বালি, হাওড়া উত্তর,হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ,সাঁকড়াইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে। ভোট হবে হাইভোল্টেজ ডোমজুড় কেন্দ্রে।

হুগলির আসন

হুগলির আসন

হুগলিতে তৃতীয় দফায় কয়েকটি অংশে ভোট সম্পন্ন হয়েছে। এবার বাকি রয়েছে বাকি আসন। ১০ এপ্রিল হুগলিতে ভোট হবে উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড় (এসসি), পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলায়।

দক্ষিণ ২৪ পরগনার ভোটে নজরে কলকাতার হাইভোল্টেজ আসন

দক্ষিণ ২৪ পরগনার ভোটে নজরে কলকাতার হাইভোল্টেজ আসন

১০ এপ্রিল কলকাতার একাধিক হাইভোল্টেজ আসনে ভোট। এই আসনগুলি দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন বিধানসভা আসনের অন্তর্গত পড়ছে। সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজে ভোট রয়েছে সেদিন।

আলিপুরদুয়ার ও কোচবিহারের আসন

আলিপুরদুয়ার ও কোচবিহারের আসন

প্রসঙ্গত, আলিপুরদুয়ারের সমস্ত আসনে ভোট ১০ এপ্রিলই সম্পন্ন হবে। কোচবিহারের ১ থেকে ৯ নম্বর কেন্দ্র পর্যন্ত ভোট হবে সেদিন। একনজরে দেখা যাক কোন কোন কেন্দ্রে ১০ এপ্রিল ভোট হবে উত্তরবঙ্গে। মাথাভাঙা (এসসি), কোচবিহার উত্তর (এসসি), কোচবিহার দক্ষিণ, শীতলকুচি (এসসি), সিতাই (এসসি), দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ, কুমারগ্রাম (এসটি), কালচিনি (এসটি), আলিপুরদুয়ার, ফালাকাটা (এসসি), মাদারিহাটে সেদিন ভোট পর্ব রয়েছে।

English summary
Fourth Phase of West Bengal poll has 44 constituencies, know the date and key contests
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X