উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে দাঁড়াবে অসমগামী ৪ টি স্পেশ্যাল ট্রেন! রেলের সূচি একনজরে
পূর্ব রেল এবার অসমগামী ৪ টি দুরপাল্লার ট্রেন চালু করতে চলেছে। আর এই অসমগামী ট্রেনগুলি একাধিক উত্তরবঙ্গের স্টেশনে দাঁড়াবে বলে খবর। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন স্পেশ্যাল ট্রেন এই সূচিতে থাকছে। দেখা যাক এই ট্রেনগুলির সময়সূচি ।

স্পেশ্যাল ট্রেন ডিব্রুগড় হাওড়া
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ০৫৯৬০ ডিব্রুগড় হাওড়া ভায়া গুয়াহাটি স্পেশ্যাল এক্সপ্রেস ট্রেন। প্রতি সপ্তাহে এটি ডিব্রুগড় থেকে সোমবার,মঙ্গলবার, বুধবার, শুক্রবার ছাড়বে। ছাড়ার সময় ৬ টা ৪০ মিনিট। পরদিন সকাল ৬ টায় তা হাওড়া পৌঁছবে।

হাওড়া ডিব্রুগড় স্পেশ্যাল ট্রেন
আগামী ২৯ ডিসেম্বর থেকে শুরু হবে হাওড়া ডিব্রুগড় ভায়া গুয়াহাটি স্পেশ্যাল ট্রেন। এটি হাওড়া থেকে মঙ্গলবার,বুধবার, বৃহস্পতিবার শনিবার , রবিবার সন্ধ্যে ৬টায় ছাড়বে। তা পরের দিন ভোর ৪:৪৫ মিনিটে ডিব্রুগড় পৌঁছবে।ট্রেনের নম্বর ০৫৯৫৯ ।

ডিব্রুগড় হাওড়া (ভায়া বেগিবিল)
আগামী ২৭ ডিসেম্বর থেকে ডিব্রুগড় হাওড়া (ভায়া বোগিবিল) স্পেশ্যাল ট্রেন চালু করছে পূর্ব রেল। ০৫৯৬২ ডিব্রুগড় হাওড়া (ভায়া বোগিবিল) ট্রেনটি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং রবিবার ১১টা ৫৫ মিনিটে ডিব্রুগড় থেকে এটি ছাড়বে। পর দিন সকাল ৬ টায় হাওড়ায় তা পৌঁছবে।

হাওড়া ডিব্রুগড় (ভায়া বোগিবিল) স্পেশ্যাল
০৫৯৬১ হাওড়া ডিব্রুগড় (ভাগা বোগিবিল) স্পেশ্যাল ট্রেন ২৮ ডিসেম্বর থেকে চালু হবে। প্রতি সপ্তাহে সোমবার এবং শুক্রবার এটি সন্ধ্যা ৬ টায় ছাড়বে। আর রাত ১০ টা ৪৫ মিনিটে ডিব্রুগড়ে পৌঁছে যাবে।

যশবন্তপুর-ভাগলপুর রুটের সুরাফাস্ট
এদিকে যশবন্তপুর ভাগলপুর রুটের ট্রেনে সময় সূচির পরিবর্কন করা হয়েছে। ০২২৫৩ যশবন্তপুর ভাগলপুর সুপারফাস্ট ২ রা জানুয়ারি ভট্টনগর দিয়ে ঘুরে যাবে। প্রতিশনিবার দুপুর ১:৩০ মিনিটে যশবন্তপুর থেকে তা ছাড়বে। ভাগলপুরে পৌঁছবে ৯ টা ১৫ মিনিটে। অন্যদিকে,
০২২৫৪ ভাগলপুর যশবন্তপুর প্রতি বুধবার দুপুর ১ টা ৪০ মিনিটে ভাগলপুর থেকে ছাড়বে। পরদিন সকাল ৮:৪৫ মিনিটে পৌঁছে যাবে।

একজন শুভেন্দুকে নিয়ে ২৫০ আসনের দাবি হাস্যকর, মমতার জনপ্রিয়তাই শক্তি তৃণমূলের’