For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম কুড়াতে গিয়ে বাজ পড়ে মৃত চার নাবালক, কালবৈশাখী ঝড়-বৃষ্টি কাড়ল বহু প্রাণ

সকাল থেকেই মেঘ-রোদ্দুরের খেলা চলছিল। দুপুরের পরই আকাশ কালো করে ঘনিয়ে আসে মেঘ। তারপরই নামল মুষলধারে বৃষ্টি।

Google Oneindia Bengali News

কালবৈশাখী ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কেড়ে নিল পাঁচ নাবালকের প্রাণ। প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে আম কুড়োতে গিয়ে মৃত্যু হল চার নাবালকের। হাওড়ার উলুবেড়িয়ার দামোদরপুরের বাড়ডাঙায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে আরও এক নাবালক। আর উলুবেড়িয়ারই কৈজুড়িতে পাঁচিল চাপা পড়ে মৃত্যু হয় এক বালকের।

আম কুড়াতে গিয়ে বাজ পড়ে মৃত চার নাবালক, কালবৈশাখী ঝড়-বৃষ্টি কাড়ল বহু প্রাণ

[আরও পড়ুন: দিল্লীতে আঁধি, বিপর্যস্ত জনজীবন, আগামী চার-পাঁচদিনে আরও ঝড়-বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গেও][আরও পড়ুন: দিল্লীতে আঁধি, বিপর্যস্ত জনজীবন, আগামী চার-পাঁচদিনে আরও ঝড়-বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গেও]

পুলিশ জানিয়েছে, বাজ পড়ে মৃত চার জনের নাম শেখ মারুফ (১১), শেখ সিরাজুল (১২), শেখ মঞ্জুর (১০) ও শেখ আশিক (১০)। আহত বালকের নাম শেখ আলমগীর। পুলিশ জানিয়েছে, এদিন বিকেলে প্রবল ঝড় বৃষ্টির মধ্যেই পাঁচ বন্ধু মিলে আম কুড়োতে যায়। তখনই বজ্রাঘাতে মাটিতে লুটিয়ে পড়ে পাঁচজন।

এরপর স্থানীয়রা পাঁচ নাবালককে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়। মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চারজনকে মৃত বলে ঘোষণা করে। আলমগিরের চিকিৎসা চলছে। এই সময় আরও এক বালকের মৃত্যু খবর আসে। কৈজুড়িতে ঝড়-বৃষ্টির সময় পাঁচিল চাপা পড়ে যায় ওই বালক। বছর নয়েকের ওই বালকের মৃত্যু হয় ঘটনাস্থলেই।

এদিন পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বাজ পড়ে মৃত্যু হয় কাকা-ভাইপোর। নদিয়ার হাসখালিতে জমিতে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় এক চাষির। মৃত চাষির নাম ভজহরি মণ্ডল। মুর্শিদাবাদেও বাজ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়।

[আরও পড়ুন:গাঙ্গেয় পশ্চিমবঙ্গে স্বস্তির বৃষ্টি রবিবারের বারবেলায়, সঙ্গে দাপট ঝোড়ো হাওয়ার][আরও পড়ুন:গাঙ্গেয় পশ্চিমবঙ্গে স্বস্তির বৃষ্টি রবিবারের বারবেলায়, সঙ্গে দাপট ঝোড়ো হাওয়ার]

English summary
Four minor children are died after lightning struck at Uluberia of Howrah. Its painful incident occurs for rain and storm with thunder in afternoon of Sunday at South Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X