সমুদ্রে যাওয়া আরও চার মৎস্যজীবীর দেহ উদ্ধার ফ্রেজারগঞ্জে
শুক্রবার সকালে ফ্রেজারগঞ্জ এলাকায় ট্রলার ডুবে যাওয়া ঘটনাতে আরও চার জন মত্স্যজীবী র দেহ উদ্ধার করা হয় । গত শনিবার রাতে ঘূর্ণিঝড় বুলবুলের কারনে ফ্রেজারগঞ্জ এলাকায় পাতিবুনিযাতে ডুবে যায় এফ বি চন্দ্রানী নামে র এই ট্রলার । আগেই এই ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে তিন জনের দেহ । সুন্দরবন পুলিশ জেলার সুপার বৈভব তেওয়ারি জানিয়েছেন যে এই ট্রলারের কেবিন থেকে উদ্ধার করা হয়েছে চার জনের মৃতদেহ । তাদের দেহ পচে গেছে । সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে ।

উল্লেখ্য বৃহস্পতিবার ছাইমারা দ্বীপের কাছে বিদ্যাধরী নদীতে যে ট্রলার ডুবে যায় তার থেকে তিন জনের দেহ উদ্ধার করা হয় । বুলবুলের দাপটে ডুবে যায় সাগরকন্যা নামে র এই ট্রলার ।
বুলবুলের কারনে যে দুটি ট্রলার ডুবে যায় তার থেকে এই পাঁচ দিনে উদ্ধার করা হয়েছে দশ জন মত্স্যজীবী র দেহ । এখনো দুই মতস্যজীবী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন কাকদ্বীপ মতস্যজীবী অ্যাসোসিযেশনের সম্পাদক বিজন মাইতি ।
পুলিশ জানায় যে আরো যারা নিখোঁজ রয়েছে তাদের খোঁজ চলছে ।