দিঘা যাওয়ার পথে দুর্ঘটনায় চারজনের মৃত্যু
দিঘা যাওয়ার পথে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা-তমলুক রাস্তায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের। এই ঘটনায় আহত হয়েছেন দুজন। তাদের কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানায় যে যারা মারা গিয়েছে তারা হুগলি জেলার খানাকুল এলাকার বাসিন্দা।

একটি চারচাকা গাড়িতে করে ছজন খানাকুল থেকে দিঘা ঘুরতে যাচ্ছিলেন। ৪১ নম্বর জাতীয় সড়কের ওপর, মেচেদা পার হয়ে রামতারকের কাছে, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে গাড়িটি। পুলিশ জানায় যে ঘটনাস্থলেই মারা গিয়েছেন চার জন।
একে অন্ধকার, তার ওপর কুয়াশা। এর মধ্যেই জোরে গাড়ি চালানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন এলাকার পুলিশ আধিকারিকরা। পুলিশ জানায় যে এরা সকলেই দিঘা যাচ্ছিলেন। আহতদের উদ্ধার করে প্রথমে তমলুকের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক বলে আহতদের নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।