পঞ্চায়েতে তৃণমূলকে ঝটকা দিতে কোচবিহারে কোমর বাঁধছে ‘একা’ ফরওয়ার্ড ব্লক
কোচবিহার, ৪ এপ্রিল : একটা সময় ছিল যখন কোচবিহারে একাই 'রাজত্ব' করত ফরওয়ার্ড ব্লক। এমনকী বড় শরিক সিপিএমকেও তারা রেয়াত করত না। এখন এই রামও নেই, সেই রাজত্বও নেই। এখন বাম জমানার অবসানে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার।

অন্যদিকে গত লোকসভা নির্বাচন থেকেই দেশে বিজেপি-র উত্থান সবাইকে চমকে দিয়েছে। মাঝে খানিকটা থিতিয়ে গেলেও, সম্প্রতি উত্তর প্রদেশ-সহ কয়েকটি রাজ্যে সাফল্য আসায় পশ্চিমবঙ্গের পঞ্চায়েতকে নিশানা করেছে বিজেপি। দুই ফুল শিবিরের লড়াই নিয়ে যখন চর্চায় ব্যস্ত রাজনৈতিক মহল, তখন কোচবিহারে নিজেদের অস্তিত্ব জানান দিতে তৎপর হয়ে উঠল ফরওয়ার্ড ব্লক।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ফরওয়ার্ড ব্লক একাই ঝাঁপাতে চাইছে জেলায় কর্তৃত্ব পুনরুদ্ধারে। আগে যেমন পঞ্চায়েত নির্বাচন এলেই দুই বাম শরিক সিপিএম ও ফরওয়ার্ড ব্লককে সম্মুখ সমরে অবতীর্ণ হতে দেখা যেত, এবারও সেই পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ ফরওয়ার্ড বল্ক ফের এককভাবে সংগঠন তৈরি করতে চাইছে কোচবিহারে। সেজন্য তাঁরা এবারের পঞ্চায়েত নির্বাচনকে নিশানা করেছে।