For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা 'ডাকাতরাণী', আবার তোপ আসিফ খানের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মমতা
কলকাতা, ১৭ নভেম্বর: জেলে ঢুকলেও সমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন আসিফ খান। মুখ্যমন্ত্রীকে 'মিথ্যেবাদী' বলার পর এ বার 'ডাকাতরাণী' বলে বর্ণনা করেছেন তিনি।

একটি প্রতারণার মামলায় কিছুদিন আগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের প্রাক্তন নেতা তথা মুকুল রায়ের একদা ছায়াসঙ্গী আসিফ খান। তিনি একটা সময় দলের তরফে উত্তরপ্রদেশে সংগঠন দেখভাল করতেন। অভিযোগ উঠেছে, সারদা-কাণ্ডে সিবিআইকে নানা তথ্য দেওয়ায় রাজ্য সরকার মিথ্যে মামলায় তাঁকে ফাঁসিয়ে দিয়েছে।

তদন্তের স্বার্থে তাই নিয়ে উত্তরপ্রদেশ রওনা হয় পুলিশ। তখনই তিনি মিডিয়াকে সামনে পেয়ে এ কথা বলেন। আসিফের বক্তব্য, "সারদা-কাণ্ডে ডাকাতরাণীর দলের সবাই যুক্ত। ডাকাতরাণীকে ধরলে অনেক কথাই জানা যাবে। উত্তরপ্রদেশে থাকা সব টাকা মুকুলদার। গোয়েন্দাদের উচিত, তা উদ্ধার করা।"এ কথা বলতেই পুলিশ তাঁকে বাধা দেয়। আর কথা বলতে দেয়নি।

এদিকে, সোমবারই আলিপুর আদালতে সারদা-কাণ্ডের সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে সিবিআই। চার্জশিটে সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, রজত মজুমদার, দেবব্রত সরকার ওরফে নীতু প্রমুখের নাম থাকবে। তবে কুণাল ঘোষের নাম থাকছে না বলে সিবিআই সূত্রে খবর। প্রসঙ্গত, সিবিআই প্রথম যে চার্জশিটটি জমা দিয়েছিল, তাতে কুণাল ঘোষেরও নাম ছিল।

English summary
Former TMC leader Asif Khan calls Mamata a 'Bandit Queen'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X