For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল শিবিরে বড় ভাঙন, পঞ্চায়েতের আগে দলত্যাগী কোষাধ্যক্ষের যোগদান বিজেপিতে

তৃণমূল ভাঙন ধরিয়ে বিজেপিতে নাম লেখালেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ। পঞ্চায়েত ভোটের আগে শাসকদলে বড়সড় ভাঙন ধরিয়ে স্বভাবতই উৎফুল্ল বিজেপি।

Google Oneindia Bengali News

তৃণমূল ভাঙন ধরিয়ে বিজেপিতে নাম লেখালেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ। পঞ্চায়েত ভোটের আগে শাসকদলে বড়সড় ভাঙন ধরিয়ে স্বভাবতই উৎফুল্ল বিজেপি। শনিবার বিজেপি জেলা সভাপতি নির্মল দাম তৃণমূল নেতা দুর্বাদিত্য ভট্টাচার্যের হাতে দলীয় পতাকা তুলে দেন। এতদিন শুধুই কর্মীদের নিয়েই দলভর্তি করছিল বিজেপি। এবার একজন নেতাকে শাসকদল থেকে ভাঙিয়ে আনতে পেরে তৃণমূলকে মুতোর জবাব দেওয়া গেল বলে মনে করছে বিজেপি।

তৃণমূল শিবিরে বড় ভাঙন, বিজেপিতে যোগদান কোষাধ্যক্ষের

পঞ্চায়েত ভোটের আগে জেলায় কর্মিসভা করতে যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার আগে এই দলবদলে জেলা বিজেপি তৃণমূলকে বার্তা দিল। এবার যে পঞ্চায়েত ভোট এত সহজে তৃণমূল জিততে পারবে না, তা দিনির পর দিন শক্তিবৃদ্ধিতে বুঝিয়ে দিচ্ছে বিজেপি। তৃণমূল দুর্বাদিত্যবাবুর এই দলবদলকে পাত্তা দিতে না চাইলেও, এর প্রভাব জেলায় জেলায় পড়বে বলে বিশ্বাস বিজডেপি নেতৃত্বের।

জেলা বিজেপি চাইছে নীরবে কাজ করে যেতে। ভিতরে ভিতরে তৃণমূলকে ফোঁপরা করে দেওয়ার কাজ চালিয়ে যেতে হবে বলে পঞ্চায়েতের ভারপ্রাপ্ত নেতা মুকুল রায়ের নির্দেশ পৌঁছেছে জেলায় জেলায়। তারপর বিজেপি রাজ্য সভাপতি আসছেন কর্মিসভা করতে। ৩০ মার্স ওই কর্মিসভায় আরও অনেক কর্মীকে বিজেপিতে যোগদান করাতে জেলা নেতৃত্ব সক্ষম হবে বলেই মনে করা হচ্ছে।

বিজেপি রাজ্য সভাপতিও চাইছেন তাঁর জেলা সফরে তৃণমূলের ঘর ভাঙতে। সেইমতোই জেলা নেতৃত্ব অনুষ্ঠান সাজাচ্ছে। ওইদিনে দুর্বাদিত্যবাবুর নেতৃত্বে তৃণমূল কর্মীরা যোগদান করতে পারেন বিজেপিতে। তাঁর মতে অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার জন্য পা বাড়িয়ে রয়েছেন।

English summary
Former party treasurer of North Dinajpur has joined in BJP leaving Trinamool Congress. TMC is broken in North Dinajpur before panchayat election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X