For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিপিএম ছাড়লেন প্রাক্তন সাংসদ, দলের বিরুদ্ধে তোপেই স্পষ্ট কোন পথে পা তাঁর

দলের নীতির সমালোচনা করে সিপিএম ছাড়ার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন সাংসদ মইনুল হাসান। তবে এরপর কোন দলে নাম লেখাবেন, তা এখনও পরিষ্কার করেননি তিনি।

Google Oneindia Bengali News

শনিবার মুর্শিদাবাদের বহরমপুরে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে প্রাক্তন সাংসদ জানিয়ে দিয়েছেন তিনি সিপিএমের প্রাক্তন সদস্যপদ ত্যাগ করেছেন। তিনি তাঁর ব্যাখ্যায় জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সিপিএমে থাকা যুক্তিহীন। কারণ সিপিএমের ক্ষমতা নেই বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করার।

সিপিএম ছাড়লেন প্রাক্তন সাংসদ, তোপেই স্পষ্ট পথ

তাঁর কথায়, সিপিএম এখনও ভুল পথে পরিচালিত হচ্ছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করার পথ এখনও স্থির করে উঠতে পারেনি সিপিএম নেতৃত্ব। কংগ্রেসের হাত ধরে চলতে এখনও সিপিএম দ্বিধাগ্রস্থ। তিনি দল ছাড়ার কারণ হিসেবে বলেন, নেতৃত্বের কাছে কিছু প্রস্তাব রেখেছিলাম। কিন্তু দল তার কোনওটাই মান্যতা দেয়নি। একের বিরুদ্ধে এক লড়াই কোনও পন্থাই বের করতে পারেনি সিপিএম।

তিনি বলেন, ২০১৯-এ বিজেপিকে হারানোই যখন লক্ষ্য, তাহলে এত দ্বিধা কেন? কেন তরুণ নেতাদের তুলে আনা গেল না? কেন নতুন সদস্যপদ পাচ্ছেন না নেতারা? বারবার আবেদন-নিবেদন করেও কোনও লাভ হয়নি। তাই এই দলে থাকার কোনও প্রয়োজন আছে বলে মনে করছি না। এরপর কোন দলে যাওয়া যায় সেটা ভবিষ্যৎই স্থির করে দেবে। সাম্প্রতিক সময়ের নিরিখে যে দলে যাওয়া যুক্তিসঙ্গত হবে, সেই দলেই যাবেন মইনুল।

English summary
Former MP Mainul Hasan leaves CPM and explains his stand. He says CPM in wrong way to present politics.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X