For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ন’বছর পর গলল মমতার মন, ‘সাজা’ শেষ করে তৃণমূলে ফিরলেন প্রাক্তন বিধায়ক

ন’বছর পর ফের ঘরে ফিরলেন প্রাক্তন বিধায়ক। ‘সাজা’ শেষ হয়েছে। এখনও দলের প্রতি সমান আন্তরিক তিনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন মিলতেই দলে ফিরিয়ে নেওয়া হল প্রাক্তন বিধায়ক তন্ময় মণ্ডলকে।

Google Oneindia Bengali News

ন'বছর পর ফের 'ঘর'-এ ফিরলেন প্রাক্তন বিধায়ক। 'সাজা' শেষ হয়েছে। এখনও দলের প্রতি সমান আন্তরিক তিনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন মিলতেই দলে ফিরিয়ে নেওয়া হল প্রাক্তন বিধায়ক তন্ময় মণ্ডলকে। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ও রাজারহাটের বর্তমান বিধায়ক তথা মন্ত্রী পূর্ণেন্দু বসুর উপস্থিতিতে তাঁকে দলে স্বাগত জানাতে হয়।

ন’বছরের ‘সাজা’ শেষ করে তৃণমূলে ফিরলেন প্রাক্তন বিধায়ক

রবিবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল তাঁকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানানোর জন্য। সেই অনুষ্ঠানে রাজারহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক তন্ময় মণ্ডল বলেন, ন-বছরের প্রতিটা দিনই আমার কাছে মৃত্যুর মতোই কঠিবন ছিল। প্রতিদিনই আমি মরছিলাম। মনে করতাম, আর একবার যদি সুযোগ পাই, লড়াই করেই মরব। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করব। সেই সুযোগ পেয়েছে, দিদিকে অনেক ধন্যবাদ মানুষের জন্যে ফের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।

উল্লেখ্য, তন্ময়ের বিরুদ্ধে রাজারহাট-নিউটাউনে জমি অধিগ্রহণে সিপিএমকে সাহায্য করার অভিযোগ উঠেছিল, বৈদিক ভিলেজ-কাণ্ডেও তাঁর নাম জড়িয়েছিল। এরপর ২০০৯ সালের ২৩ আগস্ট প্রকাশ্য সভায় তন্ময় মণ্ডলকে তিরস্কার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাঁকে সাসপেন্ড করা হয়। সেই থেকেই শাস্তি ভোগ করছেন তন্ময়। ন-বছর পর শেষ হল তাঁর শাস্তি ভোগের পালা।

English summary
Former MLA Tanmoy Mandal comes back in Trinamool Congress. He was suspended from 2009. Mamata Banerjee agrees to return him.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X