For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীপ নিভে গেল প্রতীমের, বাংলা হারাল একধারে রাজনীতিবিদ আবার অভিনেতাকেও

বাংলা হারাল একাধারে সুদক্ষ রাজনীতিবিদ, মন্ত্রী, আবার অভিনেতাকে। সল্টলেকে বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন প্রতীম চট্টোপাধ্যায়।

Google Oneindia Bengali News

প্রয়াত হলেন প্রাক্তন দমকলমন্ত্রী প্রতীম চট্টোপাধ্যায়। রবিবার সকাল ১০টা নাগাদ সল্টলেকের বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। প্রবীণ এই বামপন্থী নেতা দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন। সেইসঙ্গে ছিল বার্ধক্যজনিত সমস্যাও। মার্কসিস্ট ফরওয়ার্ড ব্লক নেতা প্রতীমবাবুর মৃত্যুতে শোকজ্ঞাপন করেন বিমান বসু ও সূর্যকান্ত মিশ্র-সহ বাম নেতারা।

দীপ নিভে গেল প্রতীমের, বাংলা হারাল একধারে রাজনীতিবিদ আবার অভিনেতাকেও

বামফ্রন্ট সরকারের আমলে দীর্ঘদিন রাজ্যের দমকলমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি। একইসঙ্গে মন্ত্রিত্বের গুরুভার সামলেও তিনি অভিনয়ও চালিয়ে গিয়েছেন। থিয়েটার ও সিনেমাতেও তিনি দক্ষতার সঙ্গে তাঁর অভিনয় প্রতিভার স্বাক্ষর রাখেন। এদিন সকালে সল্টলেকের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। বেলা ১০টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীপ নিভে গেল প্রতীমের, বাংলা হারাল একধারে রাজনীতিবিদ আবার অভিনেতাকেও

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিক সমস্যার ভুগছিলেন প্রতীমবাবু। লিভারের সমস্যার সঙ্গে রক্তাল্পতাও ছিল তাঁর। তার সঙ্গে ছিল শ্বাসকষ্টের সমস্যা। তিনি এইসব কারণে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। ফেব্রুয়ারি মাসে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। কিন্তু এক মাস কাটনে না কাটতেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।

প্রতীমবাবু তারকেশ্বর কেন্দ্রের বিধায়ক ছিলেন। মার্কসিস্ট ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক প্রবল তৃণমূল হাওয়ায় ২০১১ সালে বিধানসভা ভোটে পরাজিত হন। তবে তারপরও তিনি অভিনয় চালিয়ে যাচ্ছিলেন। বেশ কয়েকটি সিনেমাতেও তিনি অভিনয় করেন

English summary
Former minister-actor Pratim Chatterjee passes away at Saltlake. He was admitted in a private hospital of Saltlake
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X