For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারদ কাণ্ডের তদন্তে এবার মদন মিত্রের বাড়িতে সিবিআই

নারদ কাণ্ডের তদন্তে এবার মদন মিত্রের বাড়িতে গেলেন সিবিআই-এর তদন্তকারী অফিসাররা। বৃহস্পতিবার দুপুরে ৪ আধিকারিক মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতে যান।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

নারদ কাণ্ডের তদন্তে এবার মদন মিত্রের বাড়িতে গেলেন সিবিআই-এর তদন্তকারী অফিসাররা। বৃহস্পতিবার দুপুরে ৪ আধিকারিক মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতে যান তাঁরা। ফুটেজে দেখা টাকা নেওয়ার জায়গার সঙ্গে বাস্তবের জায়গা খুঁটিয়ে দেখা হচ্ছে।

নারদ কাণ্ডের তদন্তে এবার মদন মিত্রের বাড়িতে সিবিআই

পুজোর আগেই নারদকাণ্ডের দ্বিতীয় ধাপের তদন্ত শুরু করেছে সিবিআই। বলা যেতে পারে দ্বিতীয় দফায় জায়গা চিহ্নিতকরণের কাজ করছে সিবিআই। অর্থাৎ নারদের ভিডিও ফুটেজে যে জায়গায় টাকা নিতে দেখা গিয়েছে, সেই জায়গা আদতে কোথায় তা চিহ্নিত করতে নেমেছে সিবিআই। সেই মতো বৃহস্পতিবার মদন মিত্রের দক্ষিণেশ্বরের ফ্ল্যাটে যান সিবিআই আধিকারিকরা। ঘরের সব অংশের ভিডিও রেকর্ডিং করা হয়। মদন মিত্রে দেওয়ালের রঙ পরিবর্তন করেছেন বলে জানা গিয়েছে। দুই ফুটেজে দেখা ছবির সঙ্গে মিল খুঁজতে ফুটেজ পাঠানো হবে ফরেনসিক ল্যাবে।

মদন মিত্র জানিয়েছেন, ফোন করে তাঁর ফ্ল্যাটে এসেছিলেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। সিবিআই আধিকারিকদের সহযোগিতা করা হয়েছে বলে জানিয়েছেন মদন মিত্র।

তবে কী ভাবে কার উপস্থিতিতে ম্যাথু স্যামুয়েল টাকা দিয়েছিলেন তা মিলিয়ে দেখতে চান তদন্তকারীরা।

পুজোর আগে সিবিআই আধিকারিকরা নারদের দ্বিতীয় দফার তদন্ত শুরু করেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের অফিস দিয়ে। তখন সেখানকার ছবিও তোলা হয়েছিল।

English summary
CBI investigating narad case in the 2nd phase. In this stage CBI goes to Madan Mitra's house at Dakshineswar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X