For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের মাঝে সুন্দরবনের বিধবা গ্রামের মহিলাদের জন্য হেঁশেল

লকডাউনের মাঝে সুন্দরবনের বিধবা গ্রামের মহিলাদের জন্য হেঁশেল

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লক এর কালিতলা গ্রাম পঞ্চায়েতের পারঘুমটি গ্রাম । প্রায় শতাধিক বিধবা মহিলা রয়েছে এই গ্রামে। তাই গ্রামের মানুষের কাছে বিধবা গ্রাম বলেই পরিচিত। তারা একদিকে যেমন স্বামী হারিয়ে অসহায় একাকীত্ব হয়েছে। অন্যদিকে বাড়ির একমাত্র কর্মক্ষমকে জঙ্গলে বাঘে টেনে নিয়ে গেছে।

লকডাউনের মাঝে সুন্দরবনের বিধবা গ্রামের মহিলাদের জন্য হেঁশেল

এদের একমাত্র জীবিকা ছিল জঙ্গলের মধু ভাঙ্গা কেউ চোরাপথে আবার কেউ বনদপ্তরের চোখ এড়িয়ে জঙ্গলে পাড়ি দিত মধু ভাঙতে। তাই সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের মুখে পরতে হতো ।এদের আজ স্বামী হারানো শুধু জঙ্গলের অতীত স্মৃতি বুকে আঁকড়ে রেখে দুবেলা খাবারের খোঁজে বেরিয়ে পরে বিধবা গ্রামের বিধবা মহিলারা।

লকডাউন জেরে খাবারের সমস্যা দেখা দিয়েছে। ওদের জন্য তৈরি হয়েছে পারঘুমটি গ্রামের স্কুলে খাবারের হেশেল। প্রতিদিন দু'বেলা নিয়ম করে টেবিল চেয়ারে বসিয়ে ডাল ভাত ডিম মাংস খাওয়া ব্যবস্থা করেছেন। সমাজসেবী ও শিক্ষক তুষার মন্ডল ,তিনি বলেন এই অসহায় বিধবা মহিলাদের কথা কেউ ভাবছে না ,তাই আমার মনে হয়েছে এই সংকটকালে তাদের দুটো পেট ভরে খাওয়ালে মনের তৃপ্তি পাওয়া যাবে ,কোথায় যাবে ঠিকমত চলতে পারেনা ভুরু কুঁচকে গেছে চোখের চামড়া গুটিয়ে গেছে ,সব মিলিয়ে এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি।

তাদের আরও বক্তব্য, যতদিন লকডাউন চলবে কতদিন আমরা তাদের খাওয়ার ব্যবস্থা করেছি, এই অর্থ যারা সমাজে ধনী পরিবার আছে তারা স্বেচ্ছায় তাদের খাবারের জন্য সবরকম ব্যবস্থা করছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ।

পশ্চিমবঙ্গ: মৃত করোনা রোগীর সৎকারের পর হাসপাতাল থেকে বাড়িতে গেল খবর! নয়া খবরে চাঞ্চল্য পশ্চিমবঙ্গ: মৃত করোনা রোগীর সৎকারের পর হাসপাতাল থেকে বাড়িতে গেল খবর! নয়া খবরে চাঞ্চল্য

English summary
Food arrangement for widows of Sunderban
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X