For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গলমহল উৎসবে ডাক না পেয়ে বিক্ষোভ লোকশিল্পীদের

জঙ্গলমহল উৎসবে ডাক না পেয়ে বিক্ষোভ লোকশিল্পীদের

  • |
Google Oneindia Bengali News

ঝাড়গ্রাম শহরে যে জঙ্গলমহল উৎসব চলছে তার অনুষ্ঠানের ডাক না পাওয়ার অভিযোগ করে শুক্রবার ঝাড়গ্রাম শহরে ধামসা মাদল বাজিয়ে মিছিল করে ঝাড়গ্রামের জেলাশাসককে ডেপুটেশন জমা দিল ঝুমুর শিল্পীরা। তাদের অভিযোগ, জঙ্গলমহলের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য মুখ্যমন্ত্রী জঙ্গলমহল উৎসব সহ আরও বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করছেন। কিন্তু স্থানীয় আমলা, শাসক দলের নেতাএবং মন্ত্রীদের জন্য দিনের পর দিন কোণঠাসা হয়ে পড়েছে জঙ্গলমহলের ঝুমুর শিল্পীরা।

জঙ্গলমহল উৎসবে ডাক না পেয়ে বিক্ষোভ লোকশিল্পীদের

২০ জানুয়ারি থেকে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকায় ননীবালা স্কুলের মাঠে শুরু হয়েছে ছদিনের জঙ্গলমহল উৎসব। ঝুমুর শিল্পীদের অভিযোগ এই ছয় দিনের অনুষ্ঠানে এই এলাকার আদিবাসী নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলেও জঙ্গলমহলের কোন ঝুমুর শিল্পীকেই অনুষ্ঠান করার জন্য ডাকা হয়নি।

এরই প্রতিবাদে এদিন জঙ্গলমহল ঝুমুর ও লোকশিল্পী সমন্বয় মঞ্চের ডাকে ঝাড়গ্রাম শহরে প্রতিবাদ পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি করে তারা। ঝাড়গ্রাম জেলাশাসকের অফিসে তাদের ক্ষোভ নিয়ে ডেপুটেশন দিতে যাওয়ার সময় জেলাশাসকের অফিস ঢোকার আগেই ব্যারিকেড করে পুলিশ আটকে দেয় ঝুমুর শিল্পীদের মিছিলকে। পরে তাদের পাঁচজন প্রতিনিধি জেলাশাসকের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেন।

ঝুমুর শিল্পীদের অভিযোগ, জঙ্গলমহল উৎসবে তাদের অনুষ্ঠান থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের দাবি বাইরের শিল্পীদের বাদ দিয়ে জঙ্গলমহলের ঝুমুর শিল্পীদের গুরুত্ব দিতে হবে।

যদিও জঙ্গলমহল উৎসব কমিটির দাবি, ঝুমুর শিল্পীদের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তারা জানিয়েছে যে জঙ্গলমহল উৎসবের উদ্বোধনের দিন ঝুমুরশিল্পী সমীর মাহাতো তার দলবল নিয়ে অনুষ্ঠান করেন।

জঙ্গলমহল ঝুমুর ও লোকশিল্পী সমন্বয় মঞ্চের সভাপতি লক্ষীকান্ত মাহাত বলেন, জঙ্গলমহল উৎসব থেকে শুরু করে ঝাড়গ্রাম এর সমস্ত সরকারি অনুষ্ঠানে আমাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। বাইরের শিল্পীদের এনে এখানে অনুষ্ঠান করানো হচ্ছে আর জঙ্গলমহলের লোকশিল্পীরা এখানে দিনের-পর-দিন কোণঠাসা হচ্ছে।

ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি জানিয়েছেন যে জঙ্গলমহল উৎসবের শুরু থেকেই প্রতিনিয়ত ঝুমুর শিল্পীদের অনুষ্ঠান রয়েছে। উদ্বোধনের দিন প্রথমে ঝুমুর শিল্পীদের অনুষ্ঠান দিয়ে জঙ্গলমহল উৎসব শুরু হয়েছিল। ঝুমুর শিল্পীদের জন্য কিছুদিনের মধ্যেই ঝাড়গ্রামে ঝুমুর মেলা হবে।

পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ব্যবস্থাপনায় চলছে এই জঙ্গলমহল উৎসব। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সুকুমার হাঁসদা বলেন , জঙ্গলমহল উৎসব এ সমস্ত শিল্পীদের অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়া হয়েছে। সেখানে যেমন আদিবাসী শিল্পীরা গুরুত্ব পেয়েছে ঠিক ততটাই ঝুমুর শিল্পীরাও গুরুত্ব পেয়েছে। এই উৎসবে ঝুমুর শিল্পীদের বড় একটা অংশ যোগদান করেছে এবং প্রতিদিন অনুষ্ঠান হচ্ছে মঞ্চে।

English summary
Folk artists march rally after denied invitation in Junglemahal Utsav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X