পশ্চিম মেদিনীপুরে ভোট নিয়ে সচেতনতা বাড়াতে ফ্লাইং স্কোয়াড টিম
সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে সচেতনতা বাড়াতে এবং তাঁদের মন থেকে সন্দেহ ও ভয়ভীতি দূর করতে জেলায় ফ্লাইং স্কোয়াড টিম বা এফএসটি তৈরি করল পশ্চিম মেদিনীপুর প্রশাসন। নির্বাচন কমিশনের নির্দেশেই এই কাজ করেছে তারা।

পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক পি মোহন গান্ধী জানিয়েছেন, জেলায় এই ধরনের ৪৭ টি টিম গঠন করা হয়েছে। প্রতিটি বিধানসভা এলাকায় তিনটি করে ফ্লাইং স্কোয়াড টিম কাজ করবে বলে জানিয়েছেন পি মোহন গান্ধী। পশ্চিম মেদিনীপুরের সব এলাকায়, মানুষ যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে এবং অবাধে ভোট দিতে পারেন, তাই এই উদ্যোগ বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক পি মোহন গান্ধী জানিয়েছেন, ফ্লাইং স্কোয়াড টিমের সদস্যরা বিশেষ ধরনের গাড়ি নিয়ে প্রতিটি এলাকায় যাবেন এবং ভোট নিয়ে মানুষকে সচেতন করবেন।

জেলা শাসক পি মোহন গান্ধী এও জানিয়েছেন, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই ভোটারদের সচেতন করে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। ফ্লাইং স্কোয়াড টিমের জন্য ব্যবহৃত গাড়িগুলি আগেও চলছিল। এখন সেই গাড়িগুলিকে অনেক শক্তিশালী ও আধুনিক করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক পি মোহন গান্ধী। তাঁর কথায়, গাড়িগুলিতে থাকা অডিও সিস্টেমের মাধ্যমে যেমন মানুষকে ভোট নিয়ে সচেতন করা হবে, তেমনই গাড়িতে লাগানো ক্যামেরা ও জিপিএসের মাধ্যমে এলাকার কোথাও কোনো অশান্তি হলে, তা ধরা সহজেই ধরা পড়বে। গাড়িগুলিতে নির্বাচন কমিশনের টোল ফ্রি নাম্বার দেওয়া থাকছে বলেও জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক। আধুনিকমানের ওই গাড়িগুলি ইতিমধ্যেই জেলা শাসকের দফতর থেকে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন:ভুয়ো ভোটার তাড়াতে শূন্যে গুলি পুলিশের, হুলুস্থুল কৈরানায় ]
পশ্চিম মেদিনীপুরে ভোট হবে ১২ মে। নির্বাচনের দিন তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন নিয়ে জেলার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ভোট কর্মীরা। ভোট কর্মীদের সব রকম সুরক্ষার আশ্বাস দিয়েছে জেলা পুলিশ ও প্রশাসন।

[আরও পড়ুন:বিজেপিকে ভয় বিরোধীদের, দাবি নরেন্দ্র মোদীর]