For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা হাইকোর্টে বসল পুষ্প প্রদর্শনীর আসর

কলকাতা হাইকোর্টে বসল পুষ্প প্রদর্শনীর আসর

  • |
Google Oneindia Bengali News

কলকাতা হাইকোর্টে ভেতরের প্রাঙ্গণে মঙ্গলবার থেকে শুরু হয়েছে পুষ্প প্রদর্শনী। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই পুষ্প প্রদর্শনী। সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত সকলেই এই পুষ্প প্রদর্শনীতে আসতে পারেন।

কলকাতা হাইকোর্টে বসল পুষ্প প্রদর্শনীর আসর

পুষ্প প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণ। উপস্থিত ছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত, সঞ্জীব বন্দোপাধ্যায়, আইপি মুখোপাধ্যায়, হরিশ ট্যান্ডন, সৌমেন সেন, সহ হাইকোর্টের সমস্ত বিচারপতিরা। উপস্থিত ছিলেন হাইকোর্টের অন্যান্য কর্মীরা ও আইনজীবীরাও।

পুষ্প প্রদর্শনীতে শুধুমাত্র হাইকোর্টের বাগানের ফুলই নয়, ফুল এসেছে রাজভবন, আলিপুরের এগ্রি হর্টিকালচারাল সোসাইটি, ইডেন গার্ডেন্স, কলকাতা পুরসভা, বিধানসভা ভবন, আলিপুর চিড়িয়াখানা, ফারাক্কার এনটিপিসি ও সিইএসসি প্রভৃতি প্রতিষ্ঠান থেকেও। সাধারণ মানুষের কাছ থেকেও এসেছে ফুল। আর শুধু ফুল নয়, প্রদর্শনীতে রয়েছে বিরল প্রজাতির আম, তুলসী সহ বিভিন্ন গাছ।

 'যা বলেছি রাষ্ট্রের স্বার্থে, আগামী দিনেও বলব', নিজের মন্তব্যের সপক্ষে সমালোচকদেরপাল্টা জবাব দিলীপের 'যা বলেছি রাষ্ট্রের স্বার্থে, আগামী দিনেও বলব', নিজের মন্তব্যের সপক্ষে সমালোচকদেরপাল্টা জবাব দিলীপের

English summary
Flower show held in Kolkata High Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X