বাংলায় বুকে এসে গেল আরও এর দুর্যোগ, অতিভারী বৃষ্টির জেরে তৈরি বন্যা পরিস্থিতি
করোনার ভয়াবহতার মাঝেই আরও এক দুর্যোগ এসে গেল বাংলার বুকে। বর্যার শুরুতেই বিপর্যয়। আলিপুরদুয়ারের ডুসার্সে রাতভর বৃষ্টির জেরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বুড়ি তোর্সা নদী জল থই থই করছে। কালভার্ট উপচে জল ঢুকে পড়ছে জনপথে। ভেসে যেতে বসেছে একের পর এক গ্রামাঞ্চল।

নদীর জল বইছে রাস্তার উপর দিয়ে
প্রবল বৃষ্টির জেরে জলবন্দি হয়ে পড়েছেন ফালাকাটা, জটশ্বর, বীরপাড়া-সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। নদীর জল বইছে রাস্তার উপর দিয়ে। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আলিপুরদুয়ারের বিস্তীর্ণ অঞ্চল। বাঙড়ি নদীর জল ঢুকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে টোটোপাড়া, হান্টাপাড়া, বল্লালগুড়ি যাতায়াতের পথ।

বেহাল নিকাশি ব্যবস্থার দরুন বন্যা!
এমনিতেই লাগামহীন বৃষ্টিতে জলমগ্ন অবস্থা আলিপুরদুয়ারের। কালচিনি ব্লকেরও বিভিন্ন এলসাকায় জলে ডুবে গিয়েছে। কয়েকশো পরিবারে জলবন্দি হয়ে পড়েছেন। কোমর সমান জল বহু জায়গায়। বেহাল নিকাশি ব্যবস্থার দরুন ঘরে ঘরে জল ঢুকে পড়েছে।

পাহাড় ও সমতলে নাগাড়ে বৃষ্টি
হাওয়া অফিস জানিয়েছে, আলিপুরদুয়ার জেলায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। ১৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে হাসিমারায়। পাহাড় ও সমতলে নাগাড়ে বৃষ্টি হয়েছে। বেশিরভাগ নদীই জলে টইটম্বুর। ফলে জলবন্দিদশা থেকে মুক্তি নেই আলিপুরদুয়ারবাসীর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। বৃষ্টিপাতের সম্ভাবনায় বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেই মনে করছে জেলা প্রশাসন। এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন জানিয়েছে, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। প্রশাসন প্রস্তুত রয়েছে এই দুর্যোগ মোকাবিলায়।

বিজেপিতে বড়সড় ভাঙন, লকেটের গড়ে তৃণমূলে যোগদানের হিড়িকে ধাক্কা পদ্মশিবিরে