For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারের বন্যায় ডুবল মালদহের হরিশ্চন্দ্রপুর, জলের তোড়ে ভেসে গেল ৮ বছরের শিশু

বিহারের বন্যা পরিস্থিতির জেরে জটিল হল মালদহের হরিশ্চন্দ্রপুরের পর পর ২ টি ব্লকের বন্যার ছবি।

  • |
Google Oneindia Bengali News

বিহারের বন্যা পরিস্থিতির জেরে জটিল হল মালদহের হরিশ্চন্দ্রপুরের পর পর ২ টি ব্লকের বন্যার ছবি। বিহার হরিশ্চন্দ্রপুর লাগোয়া পালসাতে গতকাল ধুবল বাঁধ কেটে দেন স্থানীয়রা। যার ফলে এলাকায় জল ঢুকে প্লাবিত হয় হরিশ্চন্দ্রপুরের ২ নং ব্লকের ৩ টি গ্রাম। জলের তোড়ে তলিয়ে যায় এক শিশু, বলে খবর।

বন্যার আশঙ্কায় মালদার হরিশ্চন্দ্রপুর, উঠছে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ

গত ২৪ ঘণ্টায় ফুলহার নদীর জল বেড়েছে ১৫০ সেন্টিমিটার। সেই জলই ঢুকছে হরিশচন্দ্রপুরের ২ টি ব্লকের বিস্তীর্ণ এলাকায়। এদিকে, এলাকা জলমগ্ন হচ্ছে দেখে হরিশ্চন্দ্রপুরের কাটমনি বাঁধ ভেঙে দেয় এলাকাবাসীরা। ফলে প্লাবিত হয়ে যায় পিপলা সহ একাধিক জায়গা।

[আরও পড়ুন:ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন, বিচ্ছিন্ন রেল-সড়ক যোগাযোগ][আরও পড়ুন:ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন, বিচ্ছিন্ন রেল-সড়ক যোগাযোগ]

এরই মধ্যে হরিশ্বচন্দ্রপুর ২ নং ব্লকের শীষতলায় জলের তোড়ে ভেসে যায় ৮ বছরের শিশু। এলাকার মানুষের অভিযোগ বিহারের বন্যার জল হুহু করে এলাকায় ঢুকতে শুরু করলেও প্রশাসনের তরফে ত্রাণের বিষয়ে কোনও তৎপরতা নেই বলে দাবি এলাকাবাসীর। এলাকার অধিকাংশ স্কুলই এখন জলমগ্ন। অনেকেই নিকটবর্তী বাঁধ সংলগ্ন এলাকায় গিয়ে আশ্রয় নিয়েছে। তবে সেই অশ্রয়স্থল কতটা নিরাপদ তা নিয়ে রয়েছে সংশয়। ফলে আপাতত আশঙ্কা নিয়ে প্রহর গুণছেন এলাকাবাসীরা।

English summary
Flood like situation hits malda's Harishchandrapur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X