For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পূর্ব মেদিনীপুরে বন্যা পরিস্থিতি জটিল, খোলা হল ১০০ ত্রাণশিবির

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বন্যা
কাঁথি, ১০ অগস্ট: টানা বৃষ্টিতে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও এগরা মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। দুর্গত মানুষদের জন্য খোলা হয়েছে অন্তত একশোটি ত্রাণ শিবির। বৃষ্টির পাশাপাশি সংলগ্ন নদীগুলিতে জোয়ারের জল অবস্থা আরও জটিল করে তুলেছে।

গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হয়ে চলেছে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে। এর জেরে কাঁথি ও এগরা মহকুমার অবস্থা খারাপ হয়ে পড়েছে। রাস্তাঘাট জলের তলায়। মাছের ভেড়ি, পুকুর, ধানজমি সবই চলে গিয়েছে জলের নীচে। গ্রামের পর গ্রাম ভেসে যাওয়ায় মানুষকে আশ্রয় নিতে হয়েছে ত্রাণ শিবিরে। সেখানে চিঁড়ে, মুড়ি, গুড়, বিস্কুট ইত্যাদি শুকনো খাবার বিলি করা হচ্ছে। কাঁথি মহকুমার প্লাবিত এলাকা ঘুরে দেখেছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য।

খেজুরি ১ ও ২, রামনগর ১ ও ২, এগরা শহর, বালিঘাই, পটাশপুর ইত্যাদি এলাকার অবস্থা সবচেয়ে করুণ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকার খালগুলি ২০০৫ সালের বন্যার পর সংস্কার করা হয়েছিল। তার পর মজে গিয়েছে। ফলে নদী থেকে জোয়ারের জল ঢুকলে তা ফুলেফেঁপে উঠছে এবং গ্রামে হু-হু করে জল ঢুকছে। দুর্গত মানুষদের সাহায্যার্থে প্লাবিত এলাকায় নৌকো চালানো শুরু করেছে প্রশাসন।

English summary
Flood in East Midnapore, govt opens 100 camps for affected people
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X