For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা ২০১৯ : বাংলার ১১ কেন্দ্রের উপনির্বাচনে কে টেক্কা দিল কাকে, একনজরে

লোকসভার ভোটের ফল ইঙ্গিত করছে, বিজেপি নিঃশ্বাস ফেলছে তৃণমূলের ঘাড়ে। লোকসভা ভোটের চলাকালীন যে আসনগুলিতে উপনির্বাচন হয়েছে, সেগুলিতেই বিজেপি টেক্কা দিয়েছিল তৃণমূলকে।

  • |
Google Oneindia Bengali News

লোকসভার ভোটের ফল ইঙ্গিত করছে, বিজেপি নিঃশ্বাস ফেলছে তৃণমূলের ঘাড়ে। লোকসভা ভোটের চলাকালীন যে আসনগুলিতে উপনির্বাচন হয়েছে, সেগুলিতেই বিজেপি টেক্কা দিয়েছিল তৃণমূলকে। যদিও পরবর্তী সময়ে তৃণমূল কামব্যাক করেছে রাজ্যে। লোকসভা-পরবর্তী তিনটি কেন্দ্রের উপনির্বাচনেই বিজয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।

২০১৯-এর শেষে একবার ফিরে দেখা, বাংলার উপনির্বাচন কোন কেন্দ্রে কে জয়ী

ভাটপাড়া

ভাটপাড়া

ভাটপাড়া কেন্দ্রের বিধায়ক অর্জুন সিং বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন। তারপর তৃণমূল ছেড়ে তিনি বিজেপির প্রার্থী হন। তাই ভাটপাড়া কেন্দ্রে উপনির্বাচন হয়। বিজেপি প্রার্থী অর্জুন-পুত্র পবন সিং জয়ী হন তৃণমূলের মদন মিত্রকে হারিয়ে।

দার্জিলিং

দার্জিলিং

দার্জিলিংয়ে লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার অমর সিং রাই। তাই তাঁর ছেড়ে আসা দার্জিলিং বিধানসবা কেন্দ্রে উপনির্বাচন হয় এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী বিনয় তামাংকে হারিয়ে জয়ী হন বিজেপির নীরজ জিম্বা।

হবিবপুর

হবিবপুর

সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন হবিবপুর কেন্দ্রের বিধায়ক খগেন মুর্মু। তাঁকেই উত্তর মালদহের প্রার্থী করেছিল বিজেপি। লোকসভার সঙ্গেই হবিবপুর কেন্দ্রে উপনির্বাচন হয়। এই নির্বাচনে জয়ী হন বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু।

কৃষ্ণগঞ্জ

কৃষ্ণগঞ্জ

কৃষ্ণগঞ্জ কেন্দ্রের উপনির্বাচন হয় লোকসভার সঙ্গেই। লোকসভার সঙ্গে এই কেন্দ্রে ভোট হয়। তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের মৃত্যুতে এই কেন্দ্রে উপনির্বাচন হয়। তৃণমূলকে হারিয়ে জয়ী হয় বিজেপির আশিসকুমার বিশ্বাস।

উলুবেড়িয়া পূ্র্ব

উলুবেড়িয়া পূ্র্ব

উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের উপনির্বাচন হয় লোকসভার সঙ্গে। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক হায়দার আজিজ সফির মৃত্যুতে উপনির্বাচন হয়। জয়ী হন তৃণমূলের ইদ্রিশ আলি।

ইসলামপুর

ইসলামপুর

ইসলামপুরে কেন্দ্রের বিধায়ক কানাইলাল আগরওয়াল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। তিনিই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হন। এই আসনে জয়ী হন তৃণমূলের আবদুল করিম চৌধুরী।

নওদা

নওদা

নওদার বিধায়ক আবু তাহের খানও কংগ্রেস ছেড়ে যোগ দেন তৃণমূলে। তিনি মুর্শিদাবাদ কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। তাঁর ছেড়ে আসা কেন্দ্রে প্রার্থী জয়ী হন তৃণমূলের সাহিনা মমতাজ বেগম।

কান্দি

কান্দি

লোকসভার সঙ্গে উপনির্বাচনে হয় মুর্শিদাবাদের কান্দিতে। এই কেন্দ্রে তৃণমূলকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় কংগ্রেস। অপূর্ব সরকার কংগ্রেস ছেড়ে নাম লিখিয়েছিলেন তৃণমূলে। তিনি গুরু অধীর চৌধুীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। তাঁর কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হন কংগ্রেসের সইফুল আলম খান।

খড়গপুর সদর

খড়গপুর সদর

খড়গপুর সদর কেন্দ্রের বিধায়ক দিলীপ ঘোষ মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। তিনিই এই কেন্দ্রে থেকে সাংসদ নির্বাচিত হন। ফলে তাঁর কেন্দ্রে উপনির্বাচন হয় লোকসভা পরবর্তী সময়ে। এই কেন্দ্রে জয়ী হন তৃণমূলের প্রদীপ সরকার।

কালিয়াগঞ্জ

কালিয়াগঞ্জ

কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে এই কেন্দ্রে উপনির্বাচন হয়। উপনির্বাচনে জয়ী হন তৃণমূলের তপন দেব সিং। এই কেন্দ্রটি কংগ্রেসে দখলে ছিল। তবে লোকসভা ভোটে বিজেপির লিড ছিল এই কেন্দ্রে। সেই ব্যবধান মুছে জয়ী হন তৃণমূল প্রার্থী।

করিমপুর

করিমপুর

করিমপুর কেন্দ্রের উপনির্বাচনে আসনটি ধরে রাখতে সমর্থ হয় তৃণমূল। বিধায়ক মহুয়া মিত্র কৃষ্ণনগর থেকে সাংসদ নির্বাচিত হওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হয়। বিজেপির জয়প্রকাশ মজুমদারকে হারিয়ে জয়ী হন তৃণমূলের বিমলদেব সিংহরায়।

ফিরে দেখা ২০১৯ : এবার উপনির্বাচনগুলিতে কে কাকে টেক্কা দিল, একনজরে ফলাফল

English summary
Flashback 2019 : Who wins which seats in west Bengal by election. At the time of Lok Sabha Election BJP was gainer, but next time TMC won the all
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X