For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা : ২০১৯-এ দলবদল করে ‘হিরো’ যাঁরা, এই লড়াইয়ে সব দলকে টেক্কা দিল বিজেপি

মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই পালে হাওয়া লেগেছিল। লোকসভা নির্বাচনে তার পূর্ণ সদ্ব্যবহার করেছে বিজেপি।

Google Oneindia Bengali News

মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই পালে হাওয়া লেগেছিল। লোকসভা নির্বাচনে তার পূর্ণ সদ্ব্যবহার করে বিপুল জয় ছিনিয়ে এনেছে বিজেপি। আর সেই হাওয়ায় গা ভাসাতে অনেক নেতাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে যোগ দিয়েই তাঁরা হিরো বনে গিয়েছেন। আবার ধাক্কাও খেয়েছেন অনেকে। বর্ষশেষে একবার ফিরে দেখা, কীভাবে সম্ভব হল এই অসাধ্যসাধন।

অর্জুন সিং

অর্জুন সিং

মুকুল রায়ের পর বড় নেতাদের মধ্যে যারা বিজেপিতে গিয়েই সুযোগের সদ্ব্যহার করতে পেরেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল অর্জুন সিং। লোকসভা ভোটের আগে বারাকপুরের টিকিট নিয়ে বিতর্কের জেরে তিনি দল ছাড়েন। যোগ দেন বিজেপিতে। আর বিজেপিতে যোগ দিয়েই বারাকপুরের টিকিট পান তিনি। বারাকপুর থেকে তিনি দীনেশ ত্রিবেদীকে হারিয়ে সাংসদ নির্বাচিত হন।

সৌমিত্র খাঁ

সৌমিত্র খাঁ

বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ ছিলেন সৌমিত্র খাঁ। ২০১৯-এ তিনি টিকিট পাবেন না- এ ব্যাপারে একেবারে নিশ্চিত হয়ে যাওয়ার পরই তোপ দাগেন দলের বিরুদ্ধে। দলের নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষানলে পড়েন। এমনিতেই তিনি মুকুল অনুগামী হিসেবে পরিচিত ছিলেন। স্বভাবতই তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর তাঁর রাস্তা খোলা ছিল। তিনি রাস্তায় হেঁটে যোগ দেন বিজেপিতে। বিজেপিতে গিয়ে বিষ্ণুপুর থেকে সাংসদ নির্বাচিত হন।

নিশীথ প্রামাণিক

নিশীথ প্রামাণিক

তিনিও তৃণমূলেরর ডাকসাইটে নেতা ছিলেন। তৃণমূলের বহিষ্কৃত নেতা নিশীথ প্রামাণিক বিজেপিতে যোগ দেন মুকুল রায়ের হাত ধরে। এরপর বিজেপিতে বিক্ষোভের মধ্যেই তাঁকে মনোনয়ন দেয় দল। আর বিজেপির টিকিট পায়ে তা কাজে লাগান প্রথম সুযোগেই। কোচবিহার থেকে তিনি হেভিওয়েট তৃণমূল প্রার্থীকে হারিয়ে দিল্লি যাওয়ার টিকিট অর্জন করে নেন।

খগেন মুর্মু

খগেন মুর্মু

বামফ্রন্টের বিধায়ক ছিলেন। তিনিও পালের হাওয়ায় গা ভাসিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। বিজেপিতে যোগ দিয়েই পুরস্কার-স্বরূপ পেয়েছিলেন মালদহ উত্তরের টিকিট। অন্যদিকে তৃণমূলের টিকিটে লড়েছিলেম মৌসম বেনজির নুর। তিনিও কংগ্রেস ছেড়ে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। তাঁকে হারিয়েই খগেন মু্র্মু সংসদে যাওয়ার টিকিট পেলেন।

আবু তাহের খান

আবু তাহের খান

ছিলেন কংগ্রেস বিধায়ক। দলবদল করে যোগ দিয়েছিলেন তৃণমূলে। মুর্শিদাবাদ থেকে পেয়েছিলেন লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী টিকিট। বামেদের দখলে থাকা এই কেন্দ্রে জয় ছিনিয়ে তিনি মুর্শিদাবাদের বুকে ঘাসফুল ফোটাতে সমর্থ হন। তৃণমূলের টিকিটে তিনি দিল্লি যান। তিনিই একমাত্র দলত্যাগী, যিনি তৃণমূলে এসে লোকসভা নির্বাচনে সাফল্যের মুখ দেখেন এবার।

'NRC করার আগে রাজ্যের সঙ্গে কথা হবে', এরপরই এনপিআর নিয়ে কী বললেন রবিশঙ্কর 'NRC করার আগে রাজ্যের সঙ্গে কথা হবে', এরপরই এনপিআর নিয়ে কী বললেন রবিশঙ্কর

English summary
Flashback 2019 : who are hero to change the party in 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X