For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল সমস্যা মেটাতে পারেনি, তাই দলবদলে বিজেপিতে! একুশের আগে ফের হিড়িক

একুশের আগে ফের দলবদলের হিড়িক পড়তে শুরু করেছে। আবারও তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করতে দেখা গেল জঙ্গলমহলের কিছু মানুষকে। তৃণমূলের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলেই তাঁরা বিজেপির দিকে ঢলেছেন।

  • |
Google Oneindia Bengali News

একুশের আগে ফের দলবদলের হিড়িক পড়তে শুরু করেছে। আবারও তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করতে দেখা গেল জঙ্গলমহলের কিছু মানুষকে। তৃণমূলের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলেই তাঁরা বিজেপির দিকে ঢলেছেন। বেলপাহাড়ি ব্লকের ভেলাইডিহা পঞ্চায়েতের রাজদহ গ্রামে এই দলবদল হয়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন স্থানীয় ৫ তৃণমূল নেতা।

পরিষেবা তলানিতে, তাই বিজেপিতে

পরিষেবা তলানিতে, তাই বিজেপিতে

অভিযোগ, ২০১৬ সালে বেলপাহাড়ি ব্লকের শিলদা ও ভেলাইডিহা পঞ্চায়েতের ১৭টি মৌজায় পানীয় জল সরবরাহের জন্য জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে একটি জলপ্রকল্প তৈরি করা হয়। সেই প্রকল্প তারাফেনি খালের জল পরিশ্রুত করে সরবরাহ করা হয়। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অসংখ্য বেআইনি সংযোগ নেওয়ায় পরিষেবা তলানিতে পৌঁছে গিয়েছে।

তৃণমূলের পাঁচ সদস্য অভিমানে দল ছাড়েন

তৃণমূলের পাঁচ সদস্য অভিমানে দল ছাড়েন

ভেলাইডিহা অঞ্চলের রাজদহ, মেছুয়া, খরসতী, কুশমুড়ার কয়েকটি গ্রামের ট্যাপগুলিতে জল পড়ে না। পানীয় জল সংগ্রহ করতে হয় নদীর বালি খুঁড়ে। বহুদিন ধরে এই সমস্যার সমাধান না হওয়ায় বারবার তা জানানো হয়েছে। স্থানীয় তৃণমূল সদস্যদের কথাও আমল দেয়নি নেতৃত্ব। শেষে তৃণমূলের পাঁচ সদস্য অভিমানে দল ছাড়েন। এবং বিজেপিতে যোগ দেন।

তৃণমূলে ভাঙন ধরছে একুশের আগে

তৃণমূলে ভাঙন ধরছে একুশের আগে

তৃণমূলের রাজদহ বুথ সভাপতি নয়ন দাস স্বীকার করে নেন, শাসক দলে থেকেও তাঁরা পানীয় জলের সমস্যা মেটাতে ব্যর্থ। বিজেপি সেই সুযোগটাই নিচ্ছে। সরকারি প্রকল্প থেকেও শুধু অবহেলার কারণে পরিষেবা পাচ্ছেন না স্থানীয়রা। এর ফল ভুগতে হচ্ছে তৃণমূলকে। তৃণমূলে ভাঙন ধরছে একুশের আগে।

এক বছরের মধ্যে জল প্রকল্প, আশ্বাস বিজেপির

এক বছরের মধ্যে জল প্রকল্প, আশ্বাস বিজেপির

এই পরিস্থিতিতে এক বছরের মধ্যে জল প্রকল্প গড়ার আশ্বাস দিয়েছেন বিজেপি সাংসদ। বিজেপি সাংসদ কুণার হেমব্রম জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর সাংসদ তহবিল শূন্য। তিনি এক বছরের মধ্যে অতিমারি পরিস্থিতি কাটলে তহবিলের টাকায় পানীয় জলের সমস্যা মেটাতে প্রকল্প গড়ে তুলবেন বলে জানান।

English summary
Five TMC leaders join in BJP before 2021 Assembly Election due to drinking water problem.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X