For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তপ্ত কোচবিহার! বিজেপি কর্মীকে ধারালো অস্ত্রের কোপ, গুলি

ভোট পর্ব মিটতে না মিটতেই রাজনৈতিক সংঘর্ষ। উত্তপ্ত কোচবিহারের সিতাই। সেখানে তৃণমূলের হামলায় ৫ বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Google Oneindia Bengali News

ভোট পর্ব মিটতে না মিটতেই রাজনৈতিক সংঘর্ষ। উত্তপ্ত কোচবিহারের সিতাই। সেখানে তৃণমূলের হামলায় ৫ বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গুলি চালানোর অভিযোগের পাশাপাশি ধারালো অস্ত্র দিয় কোপানোর অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে।

উত্তপ্ত কোচবিহার! বিজেপি কর্মীকে ধারালো অস্ত্রের কোপ

বিজেপির তরফে অভিযোগে বলা হয়েছে সিতাইয়ে বালিরঘাট বাজার এলাকায় চায়ের দোকানে বসেছিলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। সেখানেই তাদের সঙ্গে ঝামেলা হয় তৃণমূলের কয়েকজনের সঙ্গে। প্রথমে হাতাহাতি হলেও, অভিযোগ, গুলিও চালানো হয়। গুলি না লাগলেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। আহতদের কোচবিহারের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বিজেপির আরও অভিযোগ, সিতাই বিধানসভার ঝাটিগারা গ্রামের বুথ সভাপতি জয়দেব বর্মন দীর্ঘদিন পর সোমবার বাড়ি ফেরেন। কিন্তু সেই রাতেই বাড়িতে হামলা চালায় তৃণমূলের গুণ্ডাবাহিনী। গুলি করার পরেও তুলে নিয়ে যাওয়া হয়। পরে রাতে উদ্ধার করে কোচবিহারের এমজেএন হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করা হয়।

এবারের নির্বাচনে রাজ্যে প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী দেওয়া হলেও, নির্বাচনের দিন সংঘর্ষ এড়ানো যায়নি। নির্বাচনের দিনের আগে ও পরেও বিভিন্ন জায়গা থেকে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে।

তৃণমূলের তরফ থেকে অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় বিধায়ক দাবি করেছেন, বিজেপির অন্তর্দ্বন্দের ফল।

English summary
Five BJP men allegedly attacked by TMC workers in Coochbihar in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X