For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সামুদ্রিক ঝড়ে জম্বু দ্বীপের কাছে উল্টে গেল ট্রলার, নিখোঁজ ২

Google Oneindia Bengali News

সামুদ্রিক ঝড়ে জম্বু দ্বীপের কাছে উল্টে গেল ট্রলার, নিখোঁজ ২
কলকাতা, ৪ অগস্ট : সামুদ্রিক ঝড়ের মুখে পড়ে দক্ষিণ ২৪ পরগনার জম্বু দ্বীপের কাছে উল্টে গেল মাছধরার একটি ট্রলার। ট্রলারটিতে মোট ১৬ জন ছিল বলে জানা গিয়েছে। পুলিশসূত্রের খবর এই ১৬ জনের মধ্যে ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ২ জনের খোঁজ এখনও মেলেনি। তবে উদ্ধারকার্য এখনও চলছে।

সুন্দরবনের কাকদ্বীপ থেকে রওনা দিয়েছিল এফবি সূর্যনারায়ণ নামে ওই ট্রলারটি। কিন্তু আচমকা সমুদ্রে ঝড় ওঠায় বিপদের মুখে পড়ে বেশ কিছু ট্রলার। ঝড়ের ঝাপট সহ্য করতে না পেরে উল্টে যায় ১৬ জন সহ ট্রলারটি। মাঝসমুদ্রে আরও তিনটি ট্রলার বিকল হয়ে রয়েছে বলে স্থানীয় সূত্রের তরফে জানানো হয়েছে। এই ট্রলারে যে কজন ছিলেন প্রত্যেকেই পেশায় মৎস্যজীবী। মাছ ধরতেই ট্রলারে করে তারা গিয়েছিল বলে জানা গিয়েছে।

সূত্রের তরফে জানানো হয়েছে এক মূহুর্ত সময় নষ্ট না করেই উদ্ধারকার্য শুরু হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল থাকায় উদ্ধারকার্যে সমস্যা দেখা দিয়েছে। কমপক্ষে অন্তত ৫০টি ট্রলারের সঙ্গে কোনও যোগাযোগ করা সম্ভব যাচ্ছে না। এদিন ঝড়ের কোনও আগাম সতর্কতা জেলা প্রশাসনের তরেফে ছিল না বলেও স্থানীয় তরফে জানানো হয়েছে।

English summary
fishing trawler capsize near Jambu island, missing 2
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X