For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধরা পড়েছে টন টন ইলিশ! দাম নিয়ন্ত্রণে আসতে কত দিন, জানালেন মৎস্যজীবীরা

এবারের সব থেকে বেশি ইলিশ মাছ ধরা পড়েছে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে। তা বাজারেও ঢুকতে শুরু করেছে। এবার ইলিশের দাম কমার পালা। আশা দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে পৌঁছে যাবে।

  • |
Google Oneindia Bengali News

এবারের সব থেকে বেশি ইলিশ মাছ ধরা পড়েছে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে। তা বাজারেও ঢুকতে শুরু করেছে। ফলে এবার রুপোলি শস্যের দাম কমার পালা। আশা দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে পৌঁছে যাবে। অগাস্টের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তন হতেই মৎস্যজীবীদের মুখে হাসি ফোটে।

ধরা পড়েছে টন টন ইলিশ! দাম নিয়ন্ত্রণে আসতে কত দিন, জানালেন মৎস্যজীবীরা

মৎস্যজীবীদের সূত্রে জানা গিয়েছে, জুন মাসের ১৫ তারিখের পর থেকে ট্রলারে করে একাধিকবার গভীর সমুদ্রে গিয়েছিলেন মৎস্যজীবীরা। কিন্তু গত ২ মাসে সেরকম ইলিশের দেখা পাওয়া যায়নি। ফলে ট্রলার ভাড়া করে সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের লোকসানের মুখে পড়তে হয়েছে। অনেক মৎস্যজীবীই জুন মাস থেকে এখনও পর্যন্ত ৫ বার গভীর সমুদ্রে গিয়েছে। শেষবারে এসেছে সাফল্য। প্রতিটি ট্রলার গড়ে ৩০ মন করে ইলিশ মাছ নিয়ে ফিরেছে বলে জানা গিয়েছে।

[দিনের বাছাই করা সেরা ছবিগুলি দেখুন একঝলকে]

এখনও পর্যন্ত বাজারে ইলিশের দাম অনেকটাই বেশি। মৎস্যজীবীরা বলছেন, এভাবে যদি ইলিশ ধরা পড়ে, তাহলে দাম কমবে।

আবহাওয়ার কারণে অনেক ট্রলার উপকূলেই আটকে ছিল। আবহাওয়ার পরিবর্তন হলেই সেগুলি গভীর সমুদ্রে যাবে, ইলিশের সন্ধানে।

English summary
Fishermen captures ton ton Hilsa from Bay of Bengal. Price will come down, hopes common people
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X