For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাঘে-মানুষে লড়াই! শেষ রক্ষা হল না, রয়্যাল বেঙ্গল টাইগারের হানায় মৃত্যু মৎস্যজীবীর

সুন্দরবনের বাঘের হামলায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। চেষ্টা করেও রয়্যাল বেঙ্গল টাইগারের খপ্পর থেকে সঙ্গীকে বাঁচাতে পারলেন না অন্য তিন মৎস্যজীবী।

  • |
Google Oneindia Bengali News

সুন্দরবনের বাঘের হামলায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। চেষ্টা করেও রয়্যাল বেঙ্গল টাইগারের খপ্পর থেকে সঙ্গীকে বাঁচাতে পারলেন না অন্য তিন মৎস্যজীবী। লড়াই করেও শেষ রক্ষা হল না। চোখের সামনে এক সঙ্গীকে টেনে নিয়ে গেল বাঘ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে বেনিফিলের জঙ্গলে।

বাঘে-মানুষে লড়াই! শেষ রক্ষা হল না, রয়্যাল বেঙ্গল টাইগারের হানায় মৃত্যু মৎস্যজীবীর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কানাই ঘোষ। বয়স ৪৫। গুড়গুড়িয়া গ্রাম থেকে সুন্দরবনের জঙ্গলে মাছ ধরতে গিয়েছিল চারজনের একটি দল। সোমবার ভোরে তারা যখন মাছ ধরছিল, তখনই হঠাৎ জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে ঝাঁপিয়ে পড়ে তাঁদের নৌকায়। কিছু বুঝে ওঠার আগে কানাইয়ের ঘাড়ে ধরে জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

বাঘে-মানুষে লড়াই! শেষ রক্ষা হল না, রয়্যাল বেঙ্গল টাইগারের হানায় মৃত্যু মৎস্যজীবীর

কানাইয়ের আর্ত চিৎকার শুনে তাঁর সঙ্গীরা লাঠি নিয়ে রুখে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ বাঘে-মানুষে লড়াই চলে। পরে বাঘটি কানাইকে ফেলে রেখে জঙ্গলমুখী হয়। সঙ্গে সঙ্গে কানাইকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন অন্য তিন মৎস্যজীবীরা। তবে কানাইকে বাঁচানো যায়নি। পুলিশ কানাইয়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এবছর বাঘের হানায় মৃত্যু হয়েছে অন্তত ১০ মৎস্যজীবীর। জখম হয়েছেন আর জনা দশেক মৎস্যজীবী। কিন্তু খিদের জ্বালায় তাঁরা জঙ্গলের মধ্য দিয়ে নদী বেয়ে মাছ ধরতে যেতে বাধ্য হন। ফলে তাঁদের বাঘের মুখে পড়ে বেঘোরে প্রাণ দিতে হয়। কিন্তু কোনও সরকারের পক্ষ থেকেই এই মৎস্যজীবী পরিবারের পাশে দাঁড়ানো হয় না বলে অভিযোগ।

English summary
Fisherman is died in tiger’s attack at Sundarban of South 24 pargana. Othes fishermen can’t to save his life to fight with Tiger,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X