সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বিপদ! বাঘের হামলায় মৃত্যু মৎস্যজীবীর
সুন্দরবনের জঙ্গলের মধ্যে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলাতে ফের মৃত্যু হয়েছে এক মত্স্যজীবীর। দক্ষিণ ২৪ পরগণার ঝড়খালির ছেড়ামাতলা জঙ্গলের মধ্যে। মৃতের নাম বরুণ বালা। সোমবার সন্ধ্যায় বাঘের হামলাতে মৃত্যু হয়েছে তার। বাবা ও দাদার সামনেই মৃত্যু হয়েছে বরুণের।

দিন কয়েক আগে আগে সুন্দরবনের জঙ্গলের মধ্যে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলা তে মৃত্যু হয়েছে রামপদ মন্ডল নামের আরেক মত্স্যজীবী। তার এক সপ্তাহের মধ্যে বাঘের হামলাতে মৃত্যু হল আরও এক মত্স্যজীবীর।
বাবা, দাদা ও আরও কয়েক জনের সঙ্গে জঙ্গলের মধ্যে মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলেন বরুণ। সোমবার বিকালে একটা নৌকাতে বসে ছিলেন তিনি। সেই সময়ে বাঘ তাকে তুলে নিয়ে যায়। আওয়াজ শুনতে পাওয়ার পর তার সঙ্গে থাকা সঙ্গীরা ঘুরে তাকিয়ে দেখে যে তাকে বাঘ টেনে নিয়ে যাচ্ছে। তা দেখেই দাঁ সহ অন্যান্য জিনিস নিয়ে বাঘকে আক্রমণ করে তারা। বরুণকে ফেলে দিয়ে বাঘ পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় নৌকা করে ফিরে আসার সময়ে তাতেই মৃত্যু হয়েছে বরুণের।
জঙ্গলের মধ্যে থেকে মাছ ও কাঁকড়া ধরে সংসার চালাতে হয় সুন্দরবনের অনেককেই। এটাই তাদের পেশা। এই মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলাতে মৃত্যু হয়েছে অনেক মত্স্যজীবীর। কিন্তু তার পরেও জীবনের ঝুঁকি নিয়ে মাছ ও কাঁকড়া ধরতে যায় তারা।