For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হর্স ট্রেডিংয়ের সম্ভাবনা নিয়ে ফিরহাদের বড় বার্তা, প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বাবুলের কণ্ঠে আত্মবিশ্বাস

'হর্স ট্রেডিং' এর সম্ভাবনা নিয়ে ফিরহাদের কণ্ঠে বড় বার্তা

Google Oneindia Bengali News

পোস্টাল ব্যালটে ইতিমধ্যেই প্রথম রাউন্ডের শেষে গণনা শেষ সেদিক দিয়ে নন্দীগ্রামের প্রেস্টিজ ফাইটে কার্যত দেড় হাজারের কাছাকাছি ভোটে পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র গতিতে ছুটছে শুভেন্দুর জয়রথ। এদিকে, একাধিক কেন্দ্র থেকে হাইভোল্টেজ প্রার্থীরা পিছিয়ে রয়েছেন। এগিয়ে থেকে কোন বার্তা দিচ্ছেন বাবুল, ফিরহাদরা।

ভোট গণনার সর্বশেষ আপডেট

ভোট গণনার সর্বশেষ আপডেট

চুঁচুড়া- লকেটকে পিছনে ফেলে এগিয়ে তৃণমূলের অসিত মজুমদার

নন্দীগ্রাম- মমতাকে ১০ হাজারের কাছাকাছি ভোটে পিছনে ফেলে এগিয়ে শুভেন্দু।


ডোমজুড়- রাজীব বন্দ্যোপাধ্যায় এগিয়ে।

শিলিগুড়ি-অশোক ভট্টাচার্য এগিয়ে।

পাণ্ডবেশ্বর- বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি এগিয়ে

আসানসোল দক্ষিণ- বিজেপির অগ্নিমিত্রা পল এগিয়ে।

শ্যামপুকুর-শশীপাঁজা এগিয়ে।


ডেবরা-হুমায়ুন কবীর এগিয়ে।

 ফিরহাদের কণ্ঠে 'ভগবৎ গীতা'র বার্তা

ফিরহাদের কণ্ঠে 'ভগবৎ গীতা'র বার্তা

ফিরহাদ হাকিম এদিন বলেন, তৃণমূল কর্মীরা চিরকালই 'কাজ করে যাও ফলের আশা করোনা'র নীতিতে বিশ্বাস করে। তিনিও সেই নীতি ধরেই চলেছেন। এদিন তিনি সাফ জানান যে তৃণমূল যে জিতবে তা কার্যত স্পষ্ট। আর বিজেপি যেভাবে ২০০ আসনের দাবি করছে, তা কেবলই কর্মীদের চাঙ্গা রাখতে করছে।

'হর্স ট্রেডিং' এর সম্ভাবনা নিয়ে বড় বার্তা

'হর্স ট্রেডিং' এর সম্ভাবনা নিয়ে বড় বার্তা

এদিন ববি হাকিম কার্যত হর্স ট্রেডিং এর সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তাঁকে প্রশ্ন করা হয় ভোটের শেষে হর্স ট্রেডিং এর কোনও আশঙ্কা তাঁরা করছেন কি না। মমতার দাপুটে সৈনিক জানিয়ে দেন যে , যাঁরা দলের আদর্শে বিশ্বাসী তাঁদের 'কেনা' যাবে না। ফলে , 'কেউ কেউ' দল ছাড়লেও, ভোটের পর হর্স ট্রেডিং নিয়ে তৃণমূল কোনও আশঙ্কা করবে না , বলে জানিয়েছে।

 বাবুল দিলেন কোন বার্তা

বাবুল দিলেন কোন বার্তা

এদিকে, টালিগঞ্জ কেন্দ্র থেকে প্রথম রাউন্ডের শেষে এগিয়ে বাবুল সুপ্রিয় । তিনি এদিন সাফ জানান, গণনা কেন্দ্রের অন্দরে তাঁকে ঘিরে রীতিমতো স্লোগান দেওয়া হচ্ছে । তিনি বলেন এই পরিস্থিতিতে তিনি দলের ছেলেদের মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়েছেন।

Live: পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে, বাংলায় কাঁটার টক্কর তৃণমূল-বিজেপিরLive: পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে, বাংলায় কাঁটার টক্কর তৃণমূল-বিজেপির

English summary
Firhad Hakim To Babul Supriya gives reactions as they are leading in early trend
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X