For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহানগরের জলযন্ত্রণার জন্য দায়ী উত্তরাখণ্ড, দাবি রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের

মহানগরের জলযন্ত্রণার জন্য দায়ী উত্তরাখণ্ড, দাবি রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের

Google Oneindia Bengali News

জলে ভাসছে শহর। তিনদিন কেটে গেল এখনও জল নামার কোনও সম্ভাবনা নেই। একাধিক জায়গায় এখনও জল জমে রয়েছে। এই জল জমে থাকার আসল কারণ উত্তরাখণ্ড এমনই দাবি করেছেন শহরের পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি দাবি করেছেন উত্তরাখণ্ডের প্রবল বর্ষণের কারণেই গঙ্গার জল ইইহই করে আসছে। টইটুম্বুর গঙ্গায় উত্তরাখণ্ড থেকে জল আসায় আর জল নামতে পারছে না। যার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে।

মহানগরের জলযন্ত্রণার জন্য দায়ী উত্তরাখণ্ড, দাবি রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের

গত সপ্তাহ থেকে বৃষ্টি শুরু হয়েছিল রাজ্যে। ১৪ বছরে রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায়। শনি এবং রবিবার প্রবল বর্ষণে ভেসে গিয়ে কলকাতা সহ সলগ্ন জেলা গুলির একাধিক এলাকা। বৃষ্টি থেমে গিয়েছে তিনদিন হয়ে গিয়েছে। তার তিন দিন পরেও জল নামেনি শহরের একাধিক জায়গায়। ইতিমধ্যে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৩ জন মারা গিয়েছেন। খড়দহ, বেলঘড়িয়া এবং দমদম মিলিয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। এই নিয়ে তোলপাড় চলছে শহরে। দমদমে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন বাসিন্দারা।

কেন এখনও জল নামছে না প্রশ্ন করতে কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন উত্তরাখণ্ডে প্রবল বর্ষণের কারণেই কলকাতায় জল নামছে না। বর্ষাতে এমনিতে গঙ্গা ভরে রয়েছে। তার উপরে আবার উত্তরাখণ্ডে প্রবল বর্ষণের কারণে হইহই করে জল নামছে গঙ্গায়। আর পাম্প চালিয়েও শহরের জল নামানো যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি। তবে রাজ্যে যাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন পরিবার তাঁদের পাশে সরকার আছে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী।

কলকাতায় জল জমা নিয়ে উত্তরাখণ্ডের তত্ব দাঁড় করানোয় ফিরহাদ হাকিমকে কটাক্ষ করেছেন বিেজপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন নদী বিজ্ঞানের উপর নতুন থিসিস তৈরি করবেন ফিরহাদ হাকিম। নিজেদের গাফিলতি লোকাতে উত্তরাখণ্ডের তত্ব খাঁড়া করছেন তিনি। যেখানে জল জমে রয়েছে সেখানে মাইকিং করে সকলকে সতর্ক করা উচিত ছিল প্রশাসনের। একই সঙ্গে বৈদ্যুতিক তারের খুঁটিগুলিও মনিটরিং করা উচিত ছিল বলে দািব করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

English summary
Firhad Hakim says Kolkata flooder Due to Heavy rain in Uttarakhand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X