For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরহাদ মেয়রের পদ পেতেই তৈরি হল এক নতুন ইতিহাস

মেয়রের পদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। এদিন মেয়রের পদে তিনি দায়িত্ব নিতেই তৈরি হল এক নয়া ইতিহাস।

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিনের টালবাহনার পরে মেয়রের পদ থেকে এদিন ইস্তফা দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। আর সেই পদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। এদিন মেয়রের পদে তিনি দায়িত্ব নিতেই তৈরি হল এক নয়া ইতিহাস।

ফিরহাদ মেয়রের পদ পেতেই তৈরি হল এক নতুন ইতিহাস

স্বাধীনতার পরবর্তী সময়ে কলকাতার মেয়র পদে এই প্রথম কোনও সংখ্যালঘু ব্যক্তি বসলেন। ১৯৪৭ সালের পরে এই ঘটনা এবারই প্রথম ঘটল। তার আগে অবশ্য পরাধীন ভারতে পাঁচজন মুসলমান ধর্মাবলম্বী মেয়রের পদ আলোকিত করেছেন। তবে স্বাধীন ভারতে এমন ঘটনা প্রথম ঘটল কলকাতা পুরসভায়।

চিত্তরঞ্জন দাসের হাত ধরে যে কলকাতা পুরসভার পথ চলা শুরু হয়েছিল তাতে একে একে যতীন্দ্রমোহন সেনগুপ্ত, বিনয় কুমার বসু, সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়ের মতো মানুষ মেয়র হয়েছেন।

আবুল কাশেম ফজলুল হক ছিলেন প্রথম সংখ্যালঘু মেয়র। তিনি ১৯৩৫ সালে মেয়র হন। এরপরে একে একে একেএম জাকারিয়াহ (১৯৩৮), আবদুর রহমান সিদ্দিকি (১৯৪০), সঈদ বদ্রুদ্দুজা (১৯৪৩) সঈদ মহম্মদ উসমান (১৯৪৬) কলকাতার মেয়র হয়েছেন।

তারপরে দীর্ঘ ৭২ বছরে আর কোনও সংখ্যালঘু রাজনীতিক কলকাতার মহানাগরিক হননি। যা এদিন হয়ে নয়া ইতিহাস তৈরি করলেন ফিরহাদ হাকিম।

English summary
Firhad Hakim becomes the first Kolkata Mayor after independence who belongs to minority community
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X