For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি-সিপিএম-কংগ্রেসকে একযোগে আক্রমণ ফিরহাদের, কী বললেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা টেনে ধরছে মীরজাফর রূপী সিপিএম ও কংগ্রেস, দাবি ফিরহাদ হাকিমের।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা টেনে ধরছে মীরজাফর রূপী সিপিএম ও কংগ্রেস। দাবি করেছেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরাত জাহানের প্রচারে গাছ আকারপুর ফুটবল মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকেও আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম।

 বিজেপি-সিপিএম-কংগ্রেসকে একযোগে আক্রমণ ফিরহাদের, কী বললেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতিকে নিশানা করে কলকাতার মেয়রের দাবি, ভোট এলে বড় বড় নেতাদের এরাজ্যে দেখা যায়। কখনও ডিজিটাল ইন্ডিয়া, কখনও সবকা সাথ সবকা বিকাশ তো কখনও শহিদ জওয়ানদের নামে প্রধানমন্ত্রী মানুষের কাছে ভোট চাইছেন বলেও অভিযোগ ফিরহাদ হাকিমের। তাঁর কথায়, একদিকে গুজরাতে গো-রক্ষার নামে মানুষকে খুন করা হচ্ছে। অন্যদিকে সেই গো-মাংস আমদানি-রফতানি করা ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া টাকা বিজেপি উত্তরপ্রদেশে ভোটের কাজে লাগাচ্ছে বলে অভিযোগ করেছেন কলকাতার মেয়র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ভাগ করার চক্রান্ত করছেন বলেও অভিযোগ ফিরহাদ হাকিমের। তাঁর কথায়, এখন দেশের সবচেয়ে বড় শত্রু বিজেপি ও আরএসএস কর্মীরা। একদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০ লাখ টাকার স্যুট পড়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, অন্যদিকে এরাজ্যের রাম ভক্তরা নিজেরাই পোলিং এজেন্ট হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন কলকাতার মেয়র।

এরপর সিপিএমকে আক্রমণ করতে গিয়ে নৃশংস সাঁইবাড়ি হত্যাকাণ্ডের ইতিহাস টেনে এনেছেন ফিরহাদ হাকিম। সেই সিপিএম ও তার দোসর কংগ্রেস, এরাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপিকে সুবিধা করে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী। কিন্তু সেই চক্রান্ত সফল হবে না বলেই দাবি তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের।

English summary
Firhad Hakim attacked BJP-CPM-Congress, what he said.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X