For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারদ কাণ্ডে সিবিআই দফতরে হাজিরা ফিরহাদ হাকিমের

নারদ কাণ্ডে সিবিআই দফতরে হাজিরা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার বেলা এগারোটা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে যেতে বলা হয়েছিল।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

নারদ কাণ্ডে সিবিআই দফতরে হাজিরা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার বেলা এগারোটা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে যেতে বলা হয়েছিল। নির্দিষ্ট সময়ের একঘণ্টা আগেই নিজাম প্যালেসে চলে যান মন্ত্রী।

নারদ কাণ্ডে সিবিআই দফতরে হাজিরা ফিরহাদ হাকিমের

২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে বিজেপি অফিস থেকে নারদার ভিডিও প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল টাকা দিচ্ছেন। সরাসরি নিজে টাকা না নিলেও অন্য একজনের মাধ্যমে ফিরহাদ টাকা নেন। গত মাসে ইডির জেরার মুখে পড়েছিলেন ফিরহাদ হাকিম। সূত্রের খবর, জেরায় টাকা নেওয়ার কথা স্বীকার করেছিলেন ফিরহাদ। জানিয়েছিলেন, একটি ক্লাবকে ওই টাকা তিনি দিয়েছিলেন। ইতিমধ্যেই ম্যাথু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করে ফিরহাদ হাকিম সম্পর্কে তথ্য পেয়েছেন তদন্তকারীরা। টাকার বিনিময়ে কোনও বাড়তি কোনও সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল কিনা কিংবা কার মাধ্যমে নারদ সাংবাদিকের সঙ্গে পরিচয় হয়েছিল তা ফিরহাদ হাকিমের কাছ থেকে জানতে চান সিবিআই আধিকারিকরা।

ফিরহাদ হাকিমকে জেরার পর যে ব্যক্তির মাধ্যমে তিনি টাকা নিয়েছিলেন, তাকেও জেরা করা হতে পারে। এমন কি যে ক্লাবকে ফিরহাদ হাকিম টাকা দিয়েছিলেন বলে জানিয়েছিলেন, সেই ক্লাবের কর্তাদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

নারদ কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য গত সপ্তাহে তলব করা হয়েছিল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। সিবিআই-এর দফতর নিজাম প্যালেসে সোমবার বেলা এগারোটা নাগাদ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নারদকাণ্ডে ইডি আধিকারিকদের জেরার মুখোমুখি হয়েছিলেন ফিরহাদ।

নারদ কাণ্ডে সিবিআই-এর তালিকায় থাকা ১৩ জনের মধ্যে শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে বাকি সবাইকেই জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া প্রায় শেষের দিকে। এবার নারদকাণ্ডে সিবিআই-এর চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার পালা।

English summary
firhad hakim at nizam palace kolkata to attends cbi call on narad case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X