For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধীর-দুর্গে জয় পাওয়া এত সহজ নয়! পুর-চেয়ারম্যানদের ‘ক্লাস’-এ উদ্বেগ মন্ত্রীর

শুধু পঞ্চায়েত এলাকাতেই নয়, পুরসভাতেও ভোটে হারার উদ্বেগ তৃণমূলের চোখে-মুখে। সেই উদ্বেগ নিয়েই মুর্শিদাবাদের তিন পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

  • |
Google Oneindia Bengali News

একে একে অধীর চৌধুরীর দুর্গে সমস্ত পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদের দখল নিয়েছে তৃণমূল। কিন্তু ভোট যত এগিয়ে আসছে, ততই উদ্বেগ বাড়ছে তৃণমূলের। শুধু পঞ্চায়েত এলাকাতেই নয়, পুরসভাতেও ভোটে হারার উদ্বেগ তৃণমূলের চোখে-মুখে। সেই উদ্বেগ নিয়েই মুর্শিদাবাদের তিন পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

অধীর-দুর্গে পুর-চেয়ারম্যানদের ‘ক্লাস’-এ উদ্বেগ মন্ত্রীর

তিনি এই বৈঠকে পুর-চেয়ারম্যানদের কাছে পুরসভায় কাজের হিসেব নেন। উন্নয়নের কাজে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, 'এভাবে কাজ চললে, পুরসভায় জেতার কড়ি জোগাড় করা যাবে না। শক্ত ঘাঁটি এই মুর্শিদাবাদ। এখানে জয় পেতে উন্নয়নকেই প্রধান হাতিয়ার করতে হবে। সেইভাবেই পুর চেয়ারম্যানদের কাজ করতে হবে।' মন্ত্রীর ক্লাসে মনোযোগ সহকারে তা শোনেন চেয়ারম্যানরা।

দলীয় বৈঠকে যোগ দিতে মুর্শিদাবাদে গিয়েছেন ফিরহাদ হাকিম। শনিবার রাতে তিনি ছিলেন বহরমপুর সার্কিট হাউসে। সেখানেই বহরমপুর, মুর্শিদাবাদ ও ডেমকল পুরসভার চেযারম্যানদের ডেকে বার্তা দেন মন্ত্রী। সেইসঙ্গে বেলডাঙা পুরসভাতেও তিনি যান। খোঁজ খবর নেন উন্নয়নমূলক কাজের। তিনি সবথেকে বেশি সতর্ক করেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নীলরতন আঢ্যকে।

ফিরহাদ বলেন, 'অধীর চৌধুরীর খাসতালুকে এই পুরসভা। এখানকার কাজেই অনেক গড়িমসি হচ্ছে। এভাবে চললে, বহরমপুরের মানুষ আমাদের জয়যুক্ত করবেন না। আর বর্তমান পরিস্থিতিতে আমরা এখানে জেতার মতো অবস্থায় নেই। তাই বলছি আরও সাবধান হন।' তিনি আরও বলেন, তাঁর দফতর সর্বতো সাহায্য করবে সমস্ত পুরসভাকে। বিনিময়ে সেরকম ফল চান তিনি।' এদিন পুরসভাগুলিকে উন্নয়নমূলক কাজে বেশি জোর দেওয়ার পরামর্শ দেন মন্ত্রী।

English summary
Urban development minister Firhad Hakim advices to the municipality chairman of Murshidabad. He advices to do development work to win next time.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X